আসসালামু আলাইকুম বন্ধুরা।

কি অবস্থা তোমাদের সবার ?

আজকের পোস্ট কি নিয়ে হতে যাচ্ছে তা তোমরা পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গেছো।

তাই আর আলাদাভাবে উল্লেখ করতে চাচ্ছি না ।

যাইহোক আমার বাসায় একটি পুরনো বক্স টিভি বা এনালগ টিভি ছিল। [ কালার টিভি গুলো আরকি ]

বাসায় কোন ডিস লাইন নেই ।

আর আমার নেওয়ার ও ইচ্ছে ছিল না ।

কারণ আমার বাসায় ওয়াইফাই আছে।

তাই আলাদা করে ডিস লাইন নেওয়া একটু বেশি বড় লোকি হয়ে যায় ।

কারণ আলাদা করে ৩৫০ টাকা মাসে দেওয়া লাগবে ।

তাই সেই ভাবনা থেকেই অনলাইনে ঘাটাঘাটি করে জানতে পারলাম যে একটি Android Tv Box নামের গ্যাজেট মার্কেটে পাওয়া যায়, যার মাধ্যমে পুরনো টিভি , মনিটর কে অনায়াসে স্মার্ট করা সম্ভব।

আর আমার ডিস লাইন থেকে ৩৫০ টাকাও বেঁচে যায় ।

কিন্তু সমস্যা হচ্ছে, যখন অনলাইনে এইসব ঘাটাঘাটি করছিলাম তখন এটাও জানতে পারি যে, অনেকের টিভিতে নাকি কাজ করছে না । (এর সমাধান নিচে আমি বলে দিব ।)

মার্কেটে বিভিন্ন দামের এই টিভি বক্স গুলো পাওয়া যায় ।

আমার বাজেট তেমন ছিল না ।

তাই ডিসাইড করি যে ২৫০০ টাকার মধ্যে একটি কিনে ফেলব।

টিভিটা নষ্ট ছিল, ঠিক করিয়ে অনলাইনে ঘাটাঘাটি করে মার্কেট থেকে Tx9 Pro 6K Ultra Hd Tv Box (8Gb Ram And 128 Gb Rom)  নামের টিভি বক্সটা কিনে ফেলি ।

আরো অনেক আছে বক্স এইটা কিনার পিছনের কারণ ছিল,

আমি ইউটিউব এ একজন এর ভিডিও দেখেছিলাম ।

যে এই বক্সটা ব্যবহার করে তার পুরনো টিভিটা স্মার্ট করেছিল ।

তাই ভাবলাম অন্য গুলোরও যেহুতু সেম দাম , কেন অন্য গুলো কিনি ।

এইটাই নিয়ে নেই । রিস্ক ও কম থাকবে ।

ওকে যেই ভাবনা সেই কাজ আমি মার্কেট থেকে ওই বক্স টাই কিনে আনি । বক্স এর ভিতরে যা যা ছিল ।

১। একটি অ্যান্ড্রয়েড টিভি কার্ড । Ram : 8 GB + Rom: 128 Gb ( কথা হচ্ছে এই দামে আপনি এত ভালো কনফিগারেশন পাবেন না । এইটা চাপা ! মনে দুব্লিকেট মাল । আর যেটা সেখানে সো করা হয়েছে তাও ফেক আমি আগেই জানতাম দোকানদার ও তাই বলেছে আমাকে । )

২। একটি ৫ ভল্ট এর চার্জার।

৩। একটি HDMi ক্যাবল।

৪। একটি রিমোট ।

আর কিছু নাই ।

এইসব ব্যবহার করে আপনি মনিটর এ এই জিনিসটা অনায়াসেই চালাতে পাবেন ।

ওয়াইফাই ও চলবে সমস্যা নাই ।

পেনড্রাইভ, মাউস, কিবোর্ড, এই সবই লাগানো যাবে ।

একটি কথা মনে রাখবেন, যেই মনিটর এ HDmi cable লাগানোর ঘাট নেই তারা কনভার্টার কিনতে পারেন । কিনে ব্যবহার করা যায় ।

কারণ দোকানি এইভাবেই চালু করে টেস্ট করে দেখাইছিল।

এখন কথা হচ্ছে যারা কিনতে চান কিন্তু মার্কেট এ পাচ্ছেন না, তারা দারাজ থেকেও নিতে পারেন । কিন্তু নেওয়ার আগে রিভিউ পড়ে নিয়েন । [ নিজের রিস্ক এ ক্রয় করবেন দারাজ থেকে ]

আমি তো বক্স টিভিতে আমার  Android TV Box ব্যবহার করব!

ওকে তো এতক্ষন আপনারা বুঝলেন যে এই বক্সগুলো মনিটর এর মধ্যে চালাতে হলে তেমন ঝামেলা নেই । অথবা আগের LED টিভি গুলোতেও খুব আরামেই ব্যবহার করা সম্ভব।

যদি HDMI ক্যাবল লাগানোর জায়গা থাকে তাহলে । [ আর যাদের মনিটরে VGA Port আছে তারা কি করবে ? ঐ যে কনভার্টার এর কথা বললাম ! ]

এখন আগের টিভি তে আপনার দরকার 1:3 AV Cable 

আসলে মেইন ঝামেলা এইখানেই হয় । ডিভাইস প্রায় সব সময়ই ঠিক থাকে কিন্তু, যখন আপনি কিনে আনবেন আপনার এই 1:3 AV Cable টাই মেক্সিমাম সময় নষ্ট থাকে ।

যার ফলে আপনার CRT TV তে এই জিনিষটা চালু হয় না । আর আপনি ভাবেন যে নষ্ট।

আমার ক্ষেত্রেও ঠিক এমন টাই হয়েছিল ।

আর অনলাইনেও অনেক এর কমেন্ট এও ঠিক একই সমস্যা।

তাহলে সমাধাণ কি ?

AV Cable এর মধ্যে হলুদ কালার এর যে পিন টা আছে , সেটা ব্যবহার করা হয় ভিডিও এর আউট পুট নেওয়ার জন্যে।

কিন্তু এই ক্যাবল এর মধ্যে ভুল ওয়্যারিং এর ফলে এই লাইনটা অন্য কালারেও চলে যেতে পারে।

তাই যখন দেখবেন ভিডিও আসছে না , তখন হলুদ কালার এর পর্ট এর মধ্যে লাল অথবা সাদা কালার পিনটি লাগিয়ে চেক দিবেন একবার একবার করে । তার পরেও কাজ না করলে আপনার টিভির পর্টগুলো নষ্ট না হয় এই ক্যাবলটা নষ্ট ।

এখন কি করব?

এখন দেখেন আগের টিভি তে দুইটা করে Av দেওয়া ছিল । একটা হচ্ছে AV 1, আর একটা হচ্ছে AV 2.

যদি AV 1 এ না হয় তাহলে AV 2 ব্যবহার করে দেখেন ।

সামনে পিছে চেক করবেন।

আমার টিভি তে AV 2 নষ্ট ছিল । পরে আমি AV 1 ব্যবহার করেছিলাম ।

মনে রাখবেন ক্যাবল আপনাকে input option এর মধ্যেই লাগাতে হবে।

ভাই আমি সব করেছি কিন্তু তারপরেও আসছে না আমার লাইন !

ওকে এইবারে আপনার Av cable এর 3.5mm jack টা নষ্ট হতে পারে । আমারো একই সমস্যা ছিল ।

আমি চিন্তা করছিলাম আর একটা কিনে আনি । কিন্তু এক দোকানে যখন কিনতে গিয়েছিলাম তাদের কাছে ছিল না , বাট তারা আমার মজা নিয়ে বলেছিল যে ওহ এই ঝামেলা কিনে আনছেন ? এখন ঘুরতে থাকেন বাজারে Av cable এর জন্যে ।

তারা এইটাও বলে যে ১০টার মধ্যে একটা ক্যাবল কাজ করে।

টেনশন এ পড়ে গিয়েছিলাম । কিন্তু তখনি মাথায় আসলো অবশ্যই ক্যাবল রিপেয়ার করা যায়, কিন্তু আমি তো এইটা পারব না ।

আমি বক্স এবং ক্যাবল নিয়ে চলে যাই টিভি ঠিক করার দোকানে। তারা মিটার দিয়ে ক্যাবল চেক করে দেখে নষ্ট সাথে , 3.5 mm jack টা আর একটু লম্বা দরকার । উনি বললেন এইটা রংপুরে পাওয়া যাবে না ।

আমি বললাম আপনি ঠিক করে দেন আমি টাকা দিচ্ছি । পড়ে উনি ওই ক্যাবল ঠিক করে দেয়।

তার পর বাসায় এসে দেখি সব ঠিক ঠাক মত কাজ করছে । ( Cabel ঠিক করতে লেগেছিল ১০০টাকা , আপনি দামাদামি করলে আরও কমে করে দিবে)

এখন আমার বাসার টিভি টা স্মার্ট টিভি হয়ে গেছে ।

সবশেষে বলতে চাইঃ

আপনি যদি কিনতে চান Android tv card তাহলে নিজের মন মত কিনিয়েন । আমার মডেলটাই কিনতে হবে এমন কিছু নাই । আমি যেহুতু চেক করেছি তাই এইটা নিয়ে লিখলাম ।

মার্কেট এ এর চেয়ে ভালো ভালো বক্স পাওয়া যায় । আপনি সেইগুলোও নিতে পারেন।

তো এইছিল আজকের পোস্ট যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ।

দেখা হচ্ছে নেক্সট কোন পোস্ট এ ততক্ষন পর্যন্ত বায় বায়।

 

সৌজন্যেঃ আমার সাইট 

15 thoughts on "বাসায় থাকা আগের পুরোনো CRT TV কে বানিয়ে ফেলুন SMART TV !"

  1. Mamun Contributor says:
    Toffie app chole?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      hmm
  2. Jahid9184 Contributor says:
    toffe valo vabe cole tnx
    1. Nishat Roni Contributor says:
      YouTube chole?
  3. Mamun Contributor says:
    Tx3 mini kinci toffie chole na.
    1. iyajuddin Contributor says:
      Kno Vai ki dekhai??
  4. Nishat Roni Contributor says:
    Sportszify chole?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      check kori nai cholar to kotha toffe amar ta te chole
  5. Shoruv Author says:
    Tx9 Pro 6K Ultra Hd Tv Box ভালো কি খারাপ জানি না তবে তাদের র‍্যাম+রম ( ৮+১২৮) দেখে আর কিনি নাই। কারণ এটা টিভির জন্য অসম্ভব তাও আবার এই বাজেটে।
    আমি অনেক খুঁজে কিছুদিন আগে Q5 mini নিছি। প্রাইস অনেকটা কাছাকাছি। ভালোই চলছে। হিটিং ইস্যু নাই।
    1. HridoySheikh7 Author Post Creator says:
      oww tx9 abar heat hocce ami dekhlam
    2. Shoruv Author says:
      জ্বী এসব দেখেই কিনি নাই। কারণ যেটার নামের মধ্যেই ভেজাল আছে সেখানে ভেতরে কী আছে সেটা আন্দাজ করাই যায়।
  6. S Contributor says:
    Good post ?
  7. Md Shahjalal. Contributor says:
    ভাই 10miniuteschool এপসটা চলে কিনা একটু দেখে জানান প্লিজ?
  8. Md Shahjalal. Contributor says:
    আমি ভাই bing ডিভাইস চালাই কিন্তু এটাতে 10minitschool এপস চলেনা
    1. Shoruv Author says:
      হ্যাঁ Bing এ এমন কিছু সমস্যা আছে। কিছু অ্যাপ চলে না। দেখেন তো টফি চলে কি না।

Leave a Reply