ট্রিকবিডি টিম অসংখ্য ধন্যবাদ জানাই,
আমি কল্পনা ও করতে পারিনি যে এ দ্রুত তারা আমাকে টিউনার করবে।ট্রিকবিডি টিম কৃর্তপক্ষ পাশে থাকার জন্য অভিরাম ভালোবাসা রইলো।
হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন।এই পোষ্ট আমি আপনাদের দারুন একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করা শিখাবো অল্প খরচে ঘরে বসে তৈরি করতে পারবেন আশা করি কোন সমস্যা হবে না,তবে মনোযোগ সহকারে পোষ্টি পরুন এবং কাজ করুন।
তো চলুন শুরু করা যাক এবং যেসব জিনিস লাগবে নিচে তার স্কিনসট দেওয়া হলো।
এগুলো হলে যথেষ্ট ওকে এগুলো সংগ্রহ করুন।
এমন সোলার প্যানেল না পেলে ও সমস্যা নাই প্রোজনে ৫ watt সোলার কিনে নিন।
আর পুরানো পাওয়ার ব্যাংককের সারর্কিটটি সংগ্রহ করে নিন।আর সব তো মোটামোটি আছে।
আমরা প্রতি প্যানেল কে ২ ওয়াট করে ধরেছি মোট ৩ টায় ৬ ওয়াট আছে মানে মোবাইল চার্জ দেওয়ার জন্য যথেষ্ট বিদ্যুৎ পাওয়া যাবে।
এখন কাজে চলে আসি কি ভাবে কি করবেন।
প্রথমে এভাবে তার জোরা লাগান।
এখন অপর পাশের তারের সাথে পাওয়ার ব্যাঙ্কের সার্কিটটির সাথে লাগিয়ে দিন এভাবে।
তারপর এভাবে ক্যাবল দিয়ে কানেক্ট করে দিন ডারেক্ট চার্জ হবে।
আর আপনি যদি চান যে চার্জ করার পাশাপাশি চার্জ শেভ করে রাখবো তাহলে একটা ভালো মানের ব্যাটারি লাগিয়ে নিন।তাহলে রাতে ও চার্জ ও দিতে পারবেন।
আশা রাখি আপনারা শিখতে পারছেন যে কিভাবে ঘরে বসে অল্প খরচে শক্তিশালী একটা পাওয়ার ব্যাংক তৈরি করা যায়।
যদি পোষ্টা পরে উপকৃত তাহলে একটা লাইক ও ভালো কমেন্ট করুন।যাতে করে পরবর্তীতে আরো ভালো মানের পোষ্ট নিয়ে হাজির হতে পারি।
এতোক্ষণ পোষ্টি কষ্ট করে পরার জন্য ধন্যবাদ।
কোথাও ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
*****ধন্যবাদ*****