ফেইসবুক বন্ধের পর থেকে ট্রিকবিডিতে প্রায়
এই বিষয়ে বিপুল পরিমান(বেশির ভাগই
আজাইরা ছিল) পোস্ট হয়।
এখন আবার তা চালুর সিদ্ধান্ত
নেওয়া হয়। তবে সরকার চাইলে
যে কারও তথ্য
জেনে নিতে পারে।
তা তার একান্ত ব্যক্তিগত তথ্যও হতে
পারে।
আর এজন্য অনেকে দিধায় ভুগছেন।
ভাবছেন
fb ব্যবহার করা আদও কতটুকু নিরাপদ রইল ?
আবার
দেশের অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ (আমার চোখে
যথেষ্ট জ্ঞানী নয়, কারন জ্ঞানীরা
ভেবেচিন্তে-সব দিক বিবেচনা করেই
এতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা
রক্ষা হবে না ক্ষুণ্ণ হবে।
কিন্তু তাহলে আমাকে বলতে হয় যে, আমরা
মোবাইল
অপারেটর ব্যবহার
করে যে কথা বলি তা
ফেইসবুকের চেয়েও আরও
বেশী অনিরাপদ। কেননা, আপনার
কথা বলার সকল ডাটাবেজ ইচ্ছা
করলে সরকার যেকোনো সময়
দেখতে পারে বা ফাস করে দিতে পারে।
তাই আমরা যা ভাবছি বা বলছি
সেরকম ‘ডাটা লিক’
ফেইসবুকে ঘটবে না। আরে ভাই
আপনি
তো আর যাই হোক,
ক্রাইম করছেন না।
না।কারন ক্রাইমাররা কখনই বোকা নয়।
বোকা ছিল না।LOL (অনলাইন বিষয়ে
যাদের মোটামুটি ধারনা রয়েছে, তারা
নিশ্চয় কথাটির অর্থ বুঝতে পেরেছেন)
আমার পরীক্ষা চলছে, তাই হয়ত
কথাগুলো গুছিয়ে লিখতে পারি নি।
_____ বি: দ্র: নিশ্চয় পোস্টটি কারও মনে কোনো কষ্ট
__ দেওয়ার জন্য করা হয় নি।
Amar fb id te login approval enable kora chilo, Uc browser diye fb chalatam … But ota uninstall hoye geche…
New install dilam softaware ta … Then fb log in korte gele login approval code chai che but BD te tho fb off tai mobile number e code o asche na….
Login approval code chara fb te kivabe log in korbo .. Plz keu janle bolen plz….