দেশে স্মার্টফোন ব্যবহারকারীর
সংখ্যা
বেড়েছে বহুগুণে। আর
স্মার্টফোনের কারণে
সবচেয়ে বেশী ব্যবহৃত হয়
সামাজিক
যোগাযোগের অন্যতম সেরা
মাধ্যম ফেসবুক।
আর এটি ব্যবহারের জন্য ‘ফেসবুক’
আপটির
ওপর নির্ভর করেন সবাই। তবে সত্য
যে এমনও
কিছু বিষয় রয়েছে যেগুলোর
কারণে
ফেসবুকের এই অ্যাপলিকেশনটি
আপনার
ব্যবহার করা উচিৎ নয়।
ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে-
অন্যান্য অ্যাপলিকেশনের চাইতে
ফেসবুকের

এই অ্যাপটি তুলনামূলক ভাবে
বেশি
ব্যাটারি খরচ করে থাকে। এর
কারণ হচ্ছে,
অনান্য অ্যাপলিকেশনের চাইতে
ফেসবুক
থেকে আমরা বেশি
নোটিফিকেশন পেয়ে
থাকি এবং ফেসবুক আমরা
বিভিন্ন কারণে
ব্যবহার করে থাকি দেখে এই
নোটিফিকেশনের পরিমাণও
স্বাভাবিক
ভাবে অনেকটাই বেশি হয়ে
থাকে।
র্যাম কমিয়ে দেয়-
ফেসবুক অ্যাপলিকেশনটি র্যামের
বড় একটি
অংশ দখল করে। যখন আমরা নিউজ
ফিড
ঘাটতেই থাকি, ঘাটতেই থাকি
তখন শুধু
ডাটাই নয় বরং র্যাম রিসোর্সও
দখল করে
নেয় অনেকটাই।
উপায়-
এসব সমস্যা থেকে বাঁচতে আপনি
অ্যাপের
মাধ্যমে ফেসবুক ব্যবহার না করে
ব্রাউজারের মাধ্যমে ফেসবুক
ব্যবহার করতে
পারেন। এতে ফেসবুক অ্যাপের
জন্য বাড়তি
কোন র্যাম বা ব্যাটারি খরচ
হবেনা।

এখানে ক্লিক করলে আমাদের নতুন TrickBD.Com এর নতুন সাইট পাবেন

2 thoughts on "এড়িয়ে চলুন ফেসবুক অ্যাপ!না হলে লস আপনার"

  1. sahed Contributor says:
    ফেসবুক লাইট এপ টাই ভাল
  2. Joy Contributor says:
    পোষ্টটি ভালো লাগলো

Leave a Reply