ফেসবুকের অ্যাকাউন্ট যদি বেদখল (হ্যাকড) হয় বা
কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে ফেসবুকে
থাকা আপনার তথ্যগুলো নামিয়ে নিতে পারেন।
ফেসবুকের তথ্যগুলো কম্পিউটারে রাখার জন্য লগ-
ইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক
করুন। এরপর Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে
Download a copy-তে ক্লিক করুন।
নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন। নতুন
করে আবার পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড
আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড
কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি
হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি
মেইল যাবে।
তারপর আবার ওপরে ডান পাশের অ্যারোতে
ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে
Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে
Download Archive-এ ক্লিক করলে আপনার ফেসবুকের
‘ব্যাকআপ প্রোফাইল’ নেমে যাবে। নামানো
সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন।
এখন
index ফাইলটি খুললে আপনার ফেসবুকের পুরো
দেখতে পাবেন।
find me on fb
6 thoughts on "ফেসবুকের সব কিছু ব্যাকআপ নিয়ে রাখুন"