ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপে চ্যাট করতে বা মিউজিক লিংক পাঠাতে আরও সহজ পদ্ধতি নিয়ে আসছে সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইট। ফেসবুক মেসেঞ্জার অ্যাপের ‘মোর’ বাটনে যোগ হবে নতুন ওই অপশন। এতে ক্লিক করলেই স্পটিফাই অ্যাপে চলে যাবেন ব্যবহারকারী। সেখান থেকে নিজের পছন্দ অনুসারে গান, শিল্পী কিংবা প্লে-লিস্ট শেয়ার করা যাবে। নির্দিষ্ট গান বা শিল্পীর প্লে-লিস্ট বাছাই করলে আবার মেসেঞ্জার উইন্ডো খুলবে, যার সঙ্গে লিংকটি শেয়ার করা হবে। শেয়ার করার পর মিউজিক কভারের মতো আইকন দেখতে পাবেন ব্যবহারকারী। ঠিক কবে থেকে নতুন এই ফিচার চালু হচ্ছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি ফেসবুক ম্যাসেঞ্জার। তবে শিগগিরই ওই ফিচার যোগ হচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমটি। বিশ্বব্যাপী ৮০ কোটি সক্রিয় মেসেঞ্জার ব্যবহারকারী রয়েছে তাদের। আর এ সংখ্যা ক্রমাগতই বাড়ছে। কিছুদিন আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অন্যান্য কনটেন্ট শেয়ার করার সুযোগ আসছে বলেও ঘোষণা দিয়েছিলেন জাকারবার্গ।
ভালোলাগলে আমার সাইটে ঘুরে আসবেনঃ http://techtunerbd.com