চিত্রনায়িকা মাহিয়া মাহির
নামে সামাজিক যোগাযোগের
মাধ্যম ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি
খুঁজে পাওয়া যায়। তবে এর মধ্যে
মাহির নিজস্ব ভেরিফায়েড
একটি ফ্যান পেইজটিও আছে। যার
ফলোয়ার প্রায় সাত লাখ পঁচাত্তর
হাজারের কাছাকাছি। কিন্তু
মাহি জানালেন এই
ভেরিফায়েড পেইজটির নিয়ন্ত্রণ
কে বা কারা করেন তা তিনি
জানেন না।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের
ফেসবুক আইডিতে একটি ভিডিও
বার্তা পোস্ট করে এ তথ্য জানান
মাহি। সেখানে ঢাকাই ছবির
শীর্ষ এই নায়িকা বলেন, গতবছর
থেকে পেইজটির অ্যাডমিনে
আমি নেই। আমি জানি না
পেইজটি কারা চালায়। আমি
দেখি যে প্রায়ই অন্যান্য নিউজ
শেয়ার করা হয়। আমার নিউজ
থাকে না। যার জন্য অনেকেই
আমাকে প্রশ্ন করেছেন- আমার
নিউজগুলো পেজে থাকে না
বিষয়।
এক মিনিট ৪৩ সেকেন্ডের এই
ভিডিও বার্তায় মাহি আরও
জানিয়েছেন, ‘এমন কেউ যদি
থেকে থাকেন যে এটা কিভাবে
আমার ফ্যান পেইজটি
রিকোভারি করা যায়, তবে
আমাকে অবশ্যই হেল্প করবেন।`
এদিকে শুক্রবার রাতে মাহির
সঙ্গে যোগাযোগ করা হলে
তিনি বলেন, আমি যেকোনো
মূল্যে আমার ভেরিফায়েড ফ্যান
পেইজটি ফিরে পেতে চাই। ফ্যান
পেইজ ফিরে পেতে প্রয়োজনে
যদি আইনের দারস্ত হওয়ার প্রয়োজন
পড়ে তাও হবো। তারপরেও আমার
ফ্যান পেইজটি আমি ফেরত চাই।
এদিকে খোঁজ নিয়ে জানা
গেছে, জাজ মাল্টিমিডিয়া শুরু
থেকেই মাহির ফেসবুক পেইজটি
পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির নানা ধরনের প্রচার
প্রচারণায় পেইজটিকে ব্যবহার
করছে। বর্তমানে জাজ
মাল্টিমিডিয়ার অ্যাডমিনদের
মধ্যে সার্বক্ষণিক দেখাশোনায়
রয়েছে জাজ-এর প্রচার শাখার
একজন অপটু কর্মী। তিনিই ভুল
মাহির স্ট্যাটাসগুলো লেখেন।
ভেরিফায়েড পেইজ থেকে ভুল
ব্যাকরণে লেখা স্ট্যাটাসগুলো
হাস্যরসের উদ্রেক করে মাহির
ভক্তদের মধ্যে। অথচ এখন জানা
গেলো, পেইজটি মাহি চালানই
না!
তবে, পেইজটিতে নিজের
নিয়ন্ত্রণ না থাকায় এবার
চটেছেন মাহি। জাজ-মাহি
সম্পর্কের ফাটলের জের ধরে
মাহিকে পেজের অ্যাডমিন
থেকে সরিয়ে নেয়া হয়েছে
বলে মনে করছে চলচ্চিত্র
সংশ্লিষ্টরা।
ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !
6 thoughts on "নিজের ফ্যান পেইজ ফিরে পেতে এবার মামলা করবেন মাহি…"