সবাইকে সালাম জানিয়ে আজকের পোস্ট শুরু
করছি। আজকে একটা মজার জিনিস নিয়ে
আলোচনা করবো। নাম দেখেই হয়তো কি বিষয় বুঝে গেছেন। বর্তমানে ফেসবুক একটা কমন বিষয় সবার মাঝে। আমার মনে হয় বেশির ভাগ লোকেরেই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। যাহোক যারা ফেসবুক চালান তারা জানেন যে কভার ফটো কি। অনেকে এই কভার ফটো কি দিবে সেটা নিয়ে ভাবনার শেষ নাই। আজকে থেকে ভাবনার দিন শেষ। আজকে এমন একটা ওয়েবসাইট এর লিঙ্ক দিবো যেখান থেকে যেকোনো ধরনের কভার ফটো বানাতে পারবেন উইথ আপনার নাম।

namefbcovers

এখানে বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে। মনে
করেন আপনি আপনার ফেসবুক এর কভার ফটো
প্রফেশন অনুজাই দিবেন তাহলে নিছের ছবির
দিকে খেয়াল করুণ এখানে PROFESSION নামে
একটা ক্যাটেগরি আছে। ওইখানে ক্লিক করুণ।
এখানে আরও অনেক ক্যাটেগরি আছে আমি
কিভাবে কভার ফটো তৈরি করতে হয় তা
দেখানোর জন্য একটা ক্যাটেগরি সিলেক্ট

করলাম।

এখন ক্লিক করার পর দেখবেন অনেক অপশন
আসবে। আমি যেহেতু ফেসবুকে কাভার পিক
দেব তাই আমি সিলেক্ট করলাম boy fb cover
প্রফেশন।এখন নিচের ছবির লাল দাগ দেয়া যায়গায়
ক্লিক করুন

এখন You name এর জায়গায় আপনার নাম দিন othee
text এর জায়গায় যা মনে চায় লেখুন এবং Generate
Cover এ ক্লিক করুণ।

দেখবেন নিছের ছবির মতো একটা পেজ
আসবে এবং আপনার তৈরি করা কভার ফটো
দেখাবে।
একেবারে নিছে দেখুন অপশন আছে। যদি
আপনি কভার ফটো ডাউনলোড করতে চান
তাহলে Download to Phone তে ক্লিক করুণ।
আর যদি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ

আপলোড করতে চান তাহলে share এ ক্লিক
করুণ।
ব্যাস কাজ হয়েগেছে। এরপরেও যদি কোন
সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।

One thought on "নিজের মত করে ফেসবুক কভার ফটো তৈরি করুন"

Leave a Reply