আমি আবারো একটি টিপস নিয়ে
হাজির হলাম,এই টিপস টি
আপনাদের কাজে লাগলে আমার কস্ট
সার্থক হবে।
এখানে আমি আপনাদের সুবিধার জন্য
তিনটি প্যারা দিলাম বিভিন্ন দিক
বিবেচনা করে,যিনি যেটা করতে
সাচ্ছন্দবোধ করেন তিনি সেটা করবেন।
## প্রথম অংশঃ
আজকে দেখলাম অনেকগুলা পোস্টই
ফেসবুক হ্যাক সংক্রান্ত। কোনো এক
ব্লগারের দেয়া ফিশিং লিংক থেকে
অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার
হয়েছেন। তাই হ্যাক হওয়া একাউন্ট
ফেরত আনার একটা পোস্ট দেয়ার
প্রয়োজন মনে করলাম।
Note: নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে
সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু
পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।
১) সর্ব প্রথম এই লিঙ্কে যান
http://www,facebook com/hacked
এবার My account is
compromised এই বাটনে ক্লিক
করুন।
২) ক্লিক করার পর এমন একটা পেজ
আসবে
৩) আপনার হ্যাক হওয়া একাউন্ট এর
ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত
৩ টি অপশনে যেকোন একটির
ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ
এ
৪) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে
আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে
এখন This is My Account এ ক্লিক
করুন।
৫) ওপরে ক্লিক করার পর আপনার
পুরাতন পাসোয়ার্ড টি চাইবে।
এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি
দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা
কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে
কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার
করুন। সাধারনত পরের স্টেপে আপনার
কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া
হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ
করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট
আবার ফেরত পেয়ে যাবেন।
## দ্বিতীয় অংশঃ
hacking
ফেসবুক আইডিতে ব্যবহার করা ই-মেইল
ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন
রাখুন। কারণ হ্যাকাররা সাধারণত
ফেসবুক হ্যাক করার পর ই-মেইল এড্রেস
বদলে ফেলে। আর ই-মেইল এড্রেস বদলে
ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক
অ্যাকাউন্ট ফিরে পাওয়া কঠিন। হ্যাকিং
হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের একমাত্র
উপায় হলো ই-মেইল এড্রেস।
ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেওয়ার
প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে
হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের
এড্রেস কী না। অনেক সময় কাছাকছি
এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের
ওয়েব সাইটের মতো সাইটগুলোতে
পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে
যায়। facebook com- এর পরিবর্তে
যদি facebookie com ,
facabook com ইত্যাদি রকম দেখা
যায় তবে কখনোই ইউজার নেম এবং
অন্য কারো কম্পিউটার বা মোবাইল বা
আইপ্যাডে ফেসবুক লগ ইন করলে কাজ
শেষে অবশ্যই লগ আউট করতে হবে।
এক্ষেত্রে পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া
যাবে না।
পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে
অবশ্যই cache এবং cookies ডিলেট
করতে হবে।
কখনও Facebook Password
Reset Confirmation এ রকম ই-
মেইলে পাসওয়ার্ড রিসেট ক্লিক করা
থেকে বিরত থাকুন।
মেইলে আসা সফটওয়্যার সেট আপ
দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। অনেক
সময় এ রকম ফাইল দিয়ে তথ্য চুরির
চেষ্টা করা হয়।
ফিশিং বা অন্য কোনো উপায়ে
পাসওয়ার্ড চুরি হলে আইডির কোনো
ক্ষতি করা সম্ভব নয়। এক্ষেত্রে
ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল
নম্বর দিয়ে রাখুন। এরপর account
settings এর Security এর পাশে
লিখা change অপশনে ক্লিক করুন।
Login Notifications এর নিচে লিখা
Send me a text message সিলেক্ট
করুন। এতে আপনার ব্যবহৃত ডিভাইস
(যেমন আপনার নিজের কম্পিউটার,
মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস
থেকে লগ ইন করা হলে আপনার
মোবাইলে বার্তা যাবে। এরপর Login
Approvals এর নিচে লিখা Require
me to enter a security code
sent to my phone সিলেক্ট করুন।
এতে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন
করার চেষ্টা করলে মোবাইল মেসেজে
কোড চাওয়া হবে। এটি ছাড়া
কোনভাবেই লগইন করা সম্ভব হবে না।
যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড
হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক
থাকে তবে এই লিঙ্ক থেকে রিকুয়েস্ট
পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া
যাবে।
https://ssl,facebook,com/<br /><br /> reset,php
যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে
পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত
লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী
নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
http://www,facebook,com/<br /><br /> help/¬identify,php?show_for-<br /><br /> m=hack_login_changed
যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে
যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক
করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে
ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ
করবে।
https://ssl,facebook,com/<br /><br /> help/contact,php?<br /><br /> show_form=hacked_self_recov<br /><br /> ery
এই পদক্ষেপগুলো অনুসরণ করা হলে
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে
পারবেন
## তৃতীয় অংশঃ
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে
গেলে আপনার সামনে দুটি উপায় খোলা
আছে ।
** অ্যাকাউন্ট টি পুনরুদ্ধার করা ।
** অ্যাকাউন্ট টি চিরতরে ডিলেট করে
দেওয়া ।
দুটি ক্ষেত্রেই আপনাকে সহযোগিতা
করবে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় ।
তারা মাত্র তিন দিনের ভেতর হ্যাক
হওয়া অ্যাকাউন্টটি উদ্ধার করে দেবে
অথবা আপনার অনুমতি সাপেক্ষে ডিলেট
অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার
প্রথমেই করনীয় কাজ হল আপনার
এলাকার পুলিশ ষ্টেশন এ গিয়ে জিডি করা
। আমরা অনেকেই থানার নাম শুনলেই
ভয় পাই । ভয় পাবেন না । সাইবার
ক্রাইমের বিষয়টি এখন খুব গুরুত্তের
সাথে নেওয়া হয় । জিডি করার
অভিজ্ঞতা না থাকলে সাথে কাউকে নিয়ে
যেতে পারেন এবং থানার দায়িত্বপ্রাপ্ত
পুলিশ কর্মকর্তা ও আপনাকে সাহায্য
করবেন । জিডি করা খুব সহজ ।
দায়িত্তরত পুলিশ কর্মকর্তা এর সামনে
বসে আপনার সমস্যার কথা জানিয়ে
একটা সাধারন ডায়েরি করবেন । জিডি
করা শেষে আপনাকে জিডির একটি কপি
দেওয়া হবে । এই কপিটি খুব যত্নের
সাথে রেখে দিবেন ।
জিডি করা শেষে আপনার দ্বিতীয় কাজ
হবে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় এর
সাইবার নিরাপত্তা হটলাইনে ফোন করে
তাদের সাথে যোগাযোগ করা । সাইবার
নিরাপত্তা হটলাইনে নাম্বারঃ
01766678888
সকাল ১০ টা থেকে
বিকেল ৫ টা এর ভেতর যোগাযোগ
করবেন । শুক্রবার বন্ধ থাকে । তারা
জানতে চাইবে আপনার অ্যাকাউন্ট টি
পুনরুদ্ধার করতে চান নাকি অ্যাকাউন্ট টি
চিরতরে ডিলেট করে দিতে চান । আপনার
সমস্যা শোনার পর তারা আপনাকে
একটি ইমেইল অ্যাড্রেস দেবেন । ইমেইল
অ্যাড্রেস হলঃ
[email protected]
এই
ইমেইল অ্যাড্রেস এ আপনাকে যে
অ্যাটাচমেন্ট গুলো পাঠাতে বলা হবে
সেগুলো হচ্ছেঃ
#১ জিডির স্ক্যান করা কপি ।
#২ ভোটার আইডি কার্ড এর রঙ্গিন
স্ক্যান কপি ( রঙ্গিন হওয়া আবশ্যক )
।
#৩ হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট এর
লিংক।
#৪ ইতিপূর্বে কখনও কোথাও ব্যবহার
করা হয় নি এমন সম্পূর্ণ নতুন খোলা
একটি ইমেইল আইডি ।
সব অ্যাটাচমেন্ট সহ ইমেইল পাঠিয়ে
দেওয়ার পর চাইলে আপনি আবার
হটলাইনে কল করে ইমেইল পেয়েছে কি না
সে বিষয়ে নিশ্চিত হতে পারেন । এরপর
তিন দিনের ভেতর আপনার হ্যাক হয়ে
যাওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে আপনাকে
ফোন দিয়ে জানানো হবে । এভাবে খুব
সহজেই আপনি সাইবার হামলা প্রতিহত
করতে পারেন এবং নিজে সুরক্ষিত থাকতে
পারেন । ভবিষ্যতের জন্য পোস্ট এ
দেওয়া ইমেইল ও হটলাইন নাম্বার টি
সেইভ করে রাখতে পারেন ।
পোস্টের কিছু বুঝতে সমস্যা
থাকলে বা অন্য কোন মোবাইল ও
কম্পিউটার বিষয়ক সাহায্যের দরকার হলে
এখানে কমেন্ট করুন অথবা আমাকে ফেইসবুকে
নক করুন। যতটুকু পারি সাহায্য করব
ইনশা আল্লাহ,
কিন্তু অইটায় Trusted Contact System Kora Ase…
এখন অইটা কিভাবে ফিরিয়ে আনবো।
ok
amr akta id block hoi gece …But onno id theke id ta show kre …but ami log in dile,ble j smap korar karone block hoice,bt tara naki kaj krteche ,thik hoye jabe ,emn ta .…………but aj k onk din hoice thik hoy na
phon number ta den
ar 1 ta ase, div ni,
Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.
a lekha dekhay ami ki kore amar id ferot pete pari plz help me
akhane bola osombov
plz…
vai plz help
kivabe sikha jay bolen tho….????
mone korcelam akan thake help pabo..
but ata o kaw korlo na..
mone korcelam akhan thake help pabo..
but ata o kaw korlo na..
id thik kora jabe
requst de actp korlan na de…
help ke kortan an naki..
We’ll take a look at the documents you submitted and get back to you. If we need more help confirming your name, we’ll reach out for additional documentation.
Ki k0ra jai b0len th0!
contrac fv
আপনার ইড ঠিক করছি,
আপনার পাসওয়র্ডি : 336933
আপনার ইড ঠিক করছি,
আপনার পাসওয়ার্ড 336933
গত শনিবার রাত ১১টা ৩০ এর দিকে আমাকে একটা লিংক দিয়েছে আমি ভুল করে লগইন করে ফেলেছি তারপর পরের দিন সকালে আমি আর আইডি তে ঢোকতে পারি না ।
যেই লোক হ্যাক করেছে সে হ্যাক করার পর টুফেক্টর অন করে রেখেছে যার জন্য আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারতেছি না