ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক
ধরনের নতুন ভাইরাস।
এটিকে বলা হচ্ছে ভিডিও
ভাইরাস। ভাইরাসটি নাকি
পরিচালিত হচ্ছে
হ্যাকারদের মাধ্যমে। ভিডিওটি সাধারণত ফেসবুক
প্রোফাইলে আসছে বন্ধুদের
পোস্টের মাধ্যমে। বিষয়টি
ঘটছে বন্ধুর অগোচরেই। এক্ষেত্রে হ্যাকাররা
ভিডিওর আইকন হিসেবে
অনেক সময় ব্যবহার করছে
ব্যবহারকারীর ছবি, যা

দেখে মনে হবে একেবারে
আসল। ভিডিওটিতে ক্লিক করলে ফেসবুকে থাকা
ব্যবহারকারীর ঠিকানা
স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানড
করে নেবে ভাইরাস। এছাড়া স্বয়ংক্রিয়
পদ্ধতিতেই একই লিংক চলে
যাবে ফ্রেন্ড লিস্টে থাকা
বন্ধুদের প্রোফাইলে।
ভাইরাসটি কাজ করছে
একেবারে চেইন ভিডিওর মতো। এমন কিছু হলে
বন্ধুদের উচিত, এ বিষয়ে যত
শিগগির সম্ভব সবাইকে
জানানো। এভাবেই
ভাইরাসটির ছড়িয়ে পড়া
বন্ধ করা যায়। ভিডিও ভাইরাসটিতে ক্লিক
করলে কোনো ভিডিও দেখা
যাচ্ছে না। অনেক সময় চলে
যাচ্ছে অন্য কোনো লিংকে।
এতে হ্যাক হয়ে যাওয়ার
আশঙ্কা থাকছে ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্য
চুরির।

ফ্রী .Com ডমেইন জিতুন

One thought on "সাবধান ! ফেসবুকে ভিডিও ভাইরাস"

  1. sagorsc Contributor says:
    আমার পোস্ট -Pending

Leave a Reply