মাত্র এক মিনিটে ফেসবুক ফ্রেন্ডলিস্টের
ব্লক হয়ে থাকা আইডিগুলোকে বিদায় করে দাও!!!
প্রত্যেকের ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন
অসংখ্য আইডি আছে, যেগুলা ডিসেবল,
ফটোভেরিফাই, নেমভেরিফাই সহ অনেক কারনে
ব্লক হয়ে পরে আছে। কিন্তু সহজেই এইসকল
আইডি ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করা যায়না। যার
কারনে ইনএকটিভ ফ্রেন্ডের সংখ্যা দিনে দিনে
বাড়তে থাকে। এখন আমি শেখাবো, কিভাবে খুব
সহজে আর কম সময়ে ব্লক হয়ে থাকা
ফ্রেন্ডগুলাকে ফেসবুক থেকে বিদায় করা যায়।

এর জন্য অবশ্যই কম্পিউটার প্রয়োজন। প্রথমে
Chrome Browser ওপেন কর। Browser এর
উপরে ডান পাশে সেটিং এ ক্লিক কর, more tools
নামে একটা অপশন আছে। ওখান থেকে
extensions এ ক্লিক করলেই এখানে একবারে
নীচে Get more extensions আসবে। উপরে
Search the store এখান থেকে টাইপ কর,
“Facebook disabled friends removal” সার্চে
রেজাল্ট আসলেই Add to chrome এ ক্লিক করে
এড করে নাও। এরপর Chrome Browser থেকে
একবারে বের হয়ে যাও। তারপর আবার অপেন
করে, তোমার ফেসবুকে লগিন করে Friends
লিস্টে যাও। এখন তোমার Chrome Browser এর
উপরে ডান পাশে মানুষের ছবির মতো একটা Icon
দেখতে পাবে, ওটাতে যাও। নতুন একটা লেখা
আসবে। ”Remove Disabled Accounts” এই
লেখার উপর ক্লিক করে ১ মিনিট ওয়েট কর। সব
ধরনের ব্লক হয়ে থাকা আইডিগুলো ফ্রেন্ডলিস্ট
থেকে ডিলেট হয়ে যাবে এবং কতগুলো আইডি
রিমুভ হয়েছে সেটাও দেখা যাবে।

সৌজন্যেঃআমার সাইট TrickzBD.GQ

9 thoughts on "আপনার ব্লক হয়ে থাকা ফেইসবুক আইডি গুলাকে এক মিনিটে আনফ্রেন্ড করুন।"

  1. shain Contributor says:
    যে ভাবে আপনার ব্লক হয়ে থাকা ফেসবুক আনফেন্ড করবেন
  2. Reja BD Author says:
    ভাই এত কিচু লেখার চেয়ে কয়েকটা স্ক্রিনশট দিলেই ভালো পোষ্ট হয় ।
    1. $h@r!f Contributor says:
      thik boleche
  3. Jobayer Ahmed Contributor says:
    মোবাইল দিয়ে হবে..?
    1. $h@r!f Contributor says:
      no
  4. Helal Neel Contributor says:
    android mobile er facebook app te giye friend list a giye kala hoye thaka bondhu ke unfriend kora jay
  5. $h@r!f Contributor says:
    ami kivabe inactive frnd ke delet korbo
  6. 39noyon Contributor says:
    amr 484 ta frnd disable….ami ei id gula delete korte cai…bt parsi na…kew ki help korte parba?
  7. Sujon Bd Contributor says:
    ভাই আমার একটা আইডি ফটো ভেরিফিকেশন চাচ্ছে ৷ কেউ ঠিক করে দিতে পারবেন প্লিজ ?

Leave a Reply