কয়েকদিন আগে একজন ভিজিটর ফেসবুক ফ্যান পেজ কিভাবে তৈরী করতে হয় সে সম্পর্কে কোন পোস্ট এর লিংক দিতে বলেছিলেন। টেকটিউনস এ আমি এরকম কোন টিউন পাইনি বলে আজকে আমার এ টিউন। অনেকেই এ ব্যাপারে জানেন। আমার এ পোস্ট, যারা জানেননা তাদের জন্য।
আপনি ফেসবুকে লগইন করা থাকলে প্রথমে এই লিংকে যান। Create a Page.
যে পেজটি আসবে সেখান থেকে আপনার Page এর ক্যাটাগরী নির্বাচন করুন। নিচের স্ক্রিনশটটি খেয়াল করুন।
যে Catagory নির্বাচন করবেন, সাথে সাথে এটি পরিবর্তন হয়ে যাবে নিচের ছবির মত।
এখানে আপনি আপনার পেজ এর ক্যাটাগরী নির্বাচন করবেন পাশের বাটন এ ক্লিক করে।
তারপর, Page এর নাম লিখবেন নিচের বক্স এ।
তারপর Get Started এ ক্লিক করুন।
তারপর যে পেজটি আসবে সেখানে:
Add a description:আপনার পেজটির বিবরণ দিবেন সংক্ষেপে। ধরুন, আপনার পেজ এ আপনি বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আপডেট দিবেন। তাহলে এখানে লিখুন- A Complete Software Update.
নিচের বক্সে আপনার কোন ওয়েবসাইট থাকলে তার লিংক দিবেন।
নিচের দুটি প্রশ্নে Yes এ ক্লিক করে Save Info তে ক্লিক করুন।
পরের পেজ এ আপনার পেজ এর জন্য প্রোফাইল পিকচার দিবেন। তারপর Save Photo তে ক্লিক করুন।
পরের ধাপে Add to Favorites এ Click করুন।
এরপরের ধাপে আপনি Skip এ ক্লিক করুন।
ব্যস, তৈরী হয়ে গেল আপনার পেজ।
Facebook এ Log in করে Home Page এ গেলে আপনার Profile Picture এর নিচে আপনার পেজটি দেখতে পাবেন। যেমন: আমার পেজ Tech Fusion দেখা যাচ্ছে।
SEO এবং Blogger’s Blog এর ডিজাইন ও SEO নিয়ে তৈরী আমার ব্লগে ঘুরে আসতে পারেন।
4 thoughts on "Facebook এর দারুন একটি Tips, না দেখলেই মিস্।"