- হে বন্ধুরা
- সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে অনেক ভাল রেখেছেন।
আজ আমি দেখাব কিভাবে আপনি দেখবেন কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করছে। আমারা অনেকে জানি যে অনেক ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে চেক করা যায় কে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করে, কিন্তু বাস্তবিক ভাবে সে ওয়েবসাইট গুলা যারা প্রোফাইলে না ডুকে তাদেরকেও দেখায় তাই আমরা জানতে পারিনা কে কে আপনার প্রোফাইলে ভিজিট করে ।
আমি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম Google Extension দিয়ে কিভাবে চেক করবেন কে কে আপনার প্রোফাইলে ভিজিট করে।
তাহলে চলুন আর কথা না বলে শুরু করি…
যাদের Yandex Browser আছে তারা ওপেন করে এখানে ক্লিক করে Super Viewer For Facebook
অ্যাড করে নিন অ্যাড করতে সম্যসা হলে 3 ডট মেনুতে গিয়ে Go To full site এ ক্লিক করুন।
এখন আপনার ফেসবুক আইডি লগিন করে 3 ডট মেনু থেকে Go To full site করুন তারপর Screenshots Follow করুন।
Extension এ ক্লিক করে Super viewer for Facebook এ ক্লিক করুন ।
ক্লিক করার পর এমন ইন্টারফেস শো করবে
See who viewed my profile এ ক্লিক করুন তারপর ১ মিনিটের মধ্যে সকল লিস্ট চলে আসবে।
আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামিতে আরো ভাল কোনো ট্রিক নিয়ে ।
সবাই ভাল থাকুন সুস্ত থাকুন ধন্যবাদ
Share:
গুগল সামনে লাগানো আছে তাই পিপড়া কে হাতি বানাবেন না কি ???
আমার পরিচিত অনেক ডেভেলপার এক্সটেনশন তৈরী করতে পারে..
বললে চাকরি থাকবেনা ???
তবে আমি বলব, ভাল পোস্ট।
2gb ram..
tao
একটু বলেন
যা আছে, এগুলো সব ভুয়া।