আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার Android ফোনের সাহায্যে ফেসবুকে আপনার করা সকল পোষ্ট ডিলেট বা রিমুব করবেন অথবা হাইড করে রাখবেন

ফেসবুকে আমরা অসংখ্য পোষ্ট করে থাকি। সো আমরা এখন পর্যন্ত ফেসবুকে যতোগুলো পোষ্ট করছি সবগুলো পোষ্ট যদি ডিলেট করতে চাই তাহলে নিশ্চয় সেটা করতে অনেক সময় দরকার হবে পাশাপাশি সেটা অনেক বিরক্তিকরও লাগবে। কেননা একটা পোষ্ট ডিলেট করে আবার একটা পোষ্ট ডিলেট করা এভাবে সবগুলো পোষ্ট ডিলেট করাটা অসস্তিকর একটা ব্যাপার। বাট আমি আজ যে ট্রিকটা দেখাবো তার সাহায্যে আপনারা এখন পর্যন্ত ফেসবুকে যতো পোষ্টে লাইক দিসেন, যতো প্রকার পোষ্ট করছেন সবগুলো পোষ্টই এক ক্লিকে ডিলেট করতে পারবেন, পাশাপাশি এখন পর্যন্ত যতোগুলো পোষ্টে লাইক দিসেন সবগুলো পোষ্ট থেকে লাইক রিমুবও করে দিতে পারবেন

যাদের জানা আছে তারা ইগনোর করেন যারা জানেন না তারা চাইলে কন্টিনিউ করেন

প্রথমেই প্লে স্টোর থেকে Yandex Browser অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর অপেন করে আপনার ফেসবুক আইডিতে লগিন করে রাখুন

তারপর Chrome Web Store লিখে সার্চ করুন। তারপর সবার প্রথমে থাকা সাইটটি অপেন করুন। অবশ্যই ডেক্সটপ ভার্সন অন করে অপেন করবেন।

তারপর Delete all post লিখে সার্চ করুন। সবার প্রথমে যেটা পাবেন সেটা ইনস্টল করে নিন। Add To chrome লেখা থাকবে। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। তাই Rate IT লেখা আছে।


**

তারপর আপনি নতুন একটি ট্যাব অপেন করুন এবং আপনার প্রোফাইলে চলে যান। অবশ্যই ডেক্সটপ মোড অন করে ডুকবেন অথবা https://fb.com/home.php এই লিংকে ডুকবেন। মাস্ট বি ডেক্সটপ মোড অন থাকা লাগবে। নয়তো হবেনা

তারপর আপনার আইডির Activity log অপশনে চলে যান।

তারপর Post অপশন সিলেক্ট করুন। তারপর কর্নারে ক্লিক করুন, তারপর Extension এ ক্লিক করবেন, তারপর Delete Post Extension সিলেক্ট করবেন


**

**

**

তারপর কোন সালের পোষ্ট এবং কোন মাসের পোষ্ট ডিলেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। তারপর নিচের দিকে নামুন

যদি পোষ্ট ডিলেট করতে চান তাহলে Delete অপশনে ক্লিক করুন। আর যদি আনলাইক করতে চাচ্ছেন সব পোষ্ট তাহলে Unlike এ ক্লিক করুন

তারপর ডিলেট হয়ে গেলে নিচের মতো লেখা উঠবে


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। হয়তো অনেকেরই এটা জানা ছিলো বা আছে। কিন্তু পাশাপাশি অনেকেরই এটা অজানা ছিলো। ঠিক সেজন্য তাদের উদ্দেশ্য করেই আমার এই পোষ্টটি ছিলো।

আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।


আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TechyWorld.Best

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।


যেকোনো প্রয়োজনে,

  • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
  • মেসেন্জার গ্রুপঃ Join Now

7 thoughts on "ফেসবুক থেকে আপনার সকল পোষ্ট রিমুব বা হাইড করে ফেলুন মাত্র এক ক্লিকে | Facebook Secret Tips 2020"

  1. TrickBD মতো নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট হয় এই রকম আরো কিছু টেকনোলজিস ওয়েবসাইট এর লিষ্ট চাই….. আশা করি পরবর্তী পোষ্ট এই নিয়ে দিবেন ??
  2. SR Shoruv Author says:
    ভাই FB toolkit কি বন্ধ করে দিছে?
    পিসিতে ক্রোম/অপেরা/ব্রেভ সবগুলা দিয়েই খুজছি কিন্তু পাইলাম না।
    আপনি পেয়ে থাকলে লিনকটা দিয়েন তো প্লিজ
    1. atikraz Contributor says:
      গুগল থেকে সার্চ করে toolkit premum ভার্সন ডাউনলোড করেন.
      তারপর ক্রমে ডেভলপার অপ্সন অন করে ম্যানুয়ালি সেটাপ দেন।
      chrome webstor অনেকদিন আগেই ব্যান মারছে
    2. SR Shoruv Author says:
      আমি গতবছরেও চালাইছিলাম।
      কিন্তু এই কয়েকমাস হলো ব্যান করছে।
      যাই হোক অনেক ধন্যবাদ ভাই

Leave a Reply