বন্ধুরা সবাই কেমন আছেন?
[প্রথমেই দুঃখিত এই কারনে যদি আমার এই পোস্টটি কেউ আগে করে থাকে।আমি সার্চ করে যেভাবে বিষয়টা লিখতে চাচ্ছি সেভাবে পাইনি।তাই old post হয়ে গেলে খারাপ ভাবে মন্তব্য করবেন না।]
শুরু করিঃঃ
প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিংস থেকে Additional setting এ চলে যাব।

উপরের additional setting এ ক্লিক করলে এর পর accessibility তে ক্লিক করবেন।

accessibility তে ক্লিক করার পর নিচ থেকে magnification ক্লিক করবেন।

এর পর প্রথমে যে magnify with triple-tap লেখা আছে ওটায় ক্লিক করবেন।

তারপর এটাকে অন করে দিবেন।

এখন থেকে মোবাইলের যে কোন স্থানে তিনটা টোকা দিলে জুম হয়ে যাবে।অর্থাৎ, মেসেঞ্জারের স্টোরির ফটোও।কোন স্ক্রিনশট এর ঝামেলা ছাড়াই।
প্রুফঃ
আমি স্টোরিতে গেলাম

এখানথেকে ফুলের ফটোটা টাচ করি

এবার ফটোটার উপর পরস্পর তিনবার টাচ করলেই এটা জুম হয়ে যাবে।দেখুন,

এবার দুই আঙ্গুল দিয়ে টাচ করে নাড়ানো যাবে।
ভিডিও দেখতেঃ

সৌজন্যে আমার নতুন ইউটিউব চ্যানেল।সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেল

4 thoughts on "ফেসবুক মেসেঞ্জারের স্টোরির ফটোগুলো স্ক্রিনশট ছাড়াই জুম করুন"

  1. Tanvir78 Contributor says:
    ভাই মোবাইল দিয়ে ফেসবুক ওল্ড লেয়াউট/ভারসন একটা পোস্ট দেন।

Leave a Reply