ফেসবুকের পোস্টের লাইক এবং রিয়াক্ট হাইড ।
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালোই আছেন ।
গত কয়েক মাস ধরে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইক এবং রিয়াকশন সংখ্যা হাইড করার অপশন নিয়ে আসতেছে ফেসবুক । এবার সেই গুঞ্জনের অবসান ঘটালো আমাদের শ্রদ্ধেয় জাকারবার্গ মশাই ।
এবার আপনি চাইলে আপনার পোস্টের লাইক এবং রিয়াক্ট সংখ্যা সকলের আড়াল করে রাখতে পারবেন । অর্থাৎ আপনার পোস্টে মোট কতগুলো বা কতজন লাইল করল তা লুকিয়ে রাখতে পারবেন । শুধু যে মোট কতগুলো লাইক হাইড করবেন তা নয়, কতজন লাইক, লাভ রিয়াক্ট, হাহা রিয়াক্ট, ওয়াও রিয়াক্ট করলো সেটাও গোপন করতে পারবেন ।
বেশি কিছু বলতে চাই না । তাছাড়া আমার মনে হয় না আর্টিকেলটি অযথা বড় করলে কেউ তার উপর চোখ বোলাবেন । কারণ এটি ফেসবুকের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি আপডেট । তো চলুন শুরু করা যাক
.
১মেই আমি প্রমাণ দেওয়ার জন্য নিচে একটি স্ক্রিনশট দিলাম । আপনারা স্ক্রিনশটটিতে দেখতে পাচ্ছেন যে, পোস্টটিতে লাইক সংখ্যা দেখাচ্ছে Mosiur Rahman and 409 others
কার্যপদ্ধতিঃ
১. আপনার একাউন্টটি ফেসবুক অ্যাপ এ লগিন করুন এবং ফেসবুকে প্রবেশ করুন । অবশ্যই ফেসবুক অ্যাপ হতে হবে
২. 3 ডট আইকনে ক্লিক করুন
.
.
৪. নিচের দিকে স্ক্রল করে দেখুন Reaction Preference নামে একটা অপশন আছে । ওটায় ক্লিক করুন
.
.
৫. এবার দেখুন নিচের মতো একটি ইন্টারফেস ওপেন হয়েছে ।
.
.
৬. তো আপনারা নিচের ২য় অপশনটি অন করে দিন
.
.
ব্যাস কাজ শেষ । এবার অন্য একটি একাউন্ট দিয়ে দেখুন আপনার পোস্টের মোট কতগুলো লাইক পড়েছে তা আর শো করতেছে না ।
.
তো চলুন আমি সবার প্রথমে যে স্ক্রিনশটটি দিয়েছিলাম সেটি অন্য একটি আইডি দিয়ে এখন কেমন দেখাচ্ছে দেখে নেয়া যাক
.
উপরে দেখুন স্ক্রিনশটটিতে দেখাচ্ছে লাইকের সংখ্যা You and others অর্থাৎ মোট লাইকের সংখ্যা দেখা যাচ্ছে না ।
যেখানে পূর্বে দেখাচ্ছিলো ৪১০ জন লাইককারীর সংখ্যা । আবার আমরা যদি নিচের স্ক্রিনশটে দেখি কতজন মোট লাভ বা হাহা রিয়াক্ট করেছে দেখুন সেটাও কিন্তু দেখা যাচ্ছে না ।
তো এই ছিল পদ্ধতি ।
এখন যাদের এই অপশনটি এখনো Available নয় তারা কি করবেনঃ
কি আর করবেন । অপেক্ষা করুন অপশনটি আপনার জন্য Available হওয়ার জন্য ।
→ এরকম আরো টিপস এবং ট্রিকস পেতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে
7 thoughts on "?? ফেসবুক পোস্টের মোট লাইক এবং রিয়াক্টকারীর সংখ্যা হাইড করুন খুব সহজেই । আপনার পোস্টে কত লাইক পড়েছে কেউ আর দেখতে পারবে না??"