মূল বিষয়
আমরা অনেকেই wowbox ইউজ করি। কারন সেটা ফ্রিতে চলে। অনেক ফ্রি অফার, নিউজ, ফ্রি গান এবং গেইমের জন্য আমরা wowbox ব্যবহার করতে পারি।
তো আজ দেখাবো wowbox এর গেইমগুলো যেভাবে আপনি ডিফল্ট ব্রাউজার দিয়ে খেলতে পারবেন। এতে করে চার্জ সাশ্রয়ী হবে। চলেন শুরু করি।
1.প্রথম ধাপ
প্রথমে wowbox এ যান। যে গেইমটা খেলবেন সেটার ছবি দেখা যাবে। কিন্তু গেইমের ভেতরে ঢুকবেন না।
2.দ্বিতীয় ধাপ
এবার ডাটা অফ করুন। এবং wowbox এর ভেতরে গেলে ছবির মত পেইজ আসবে। ওই লিংকটা কপি করেন।
3. তৃতীয় ধাপ
এবার ডিফল্ট ব্রাউজারে গিয়ে লিংকটা পেস্ট করেন। আর ডাটা অন করে go দেন। গেইমটা ব্রাউজারে চলে আসবে। mb লাগবে নাহ।
এরপর শুধু লিংকটা কপি করে ব্রাউজারে দিবেন আর গেইম চলে আসবে। অতিরিক্ত চার্জ নষ্ট হবে নাহ। আর ভালভাবে খেলতে পারবেন।
একটা ফ্রি গেমের লিংক দিলাম । এটা জিপি সিম দিয়ে ডিফল্ট ব্রাউজারে ফ্রিতে খেলা যাবে। ট্রাই করে দেখেন। |
সমস্যা হলে বলবেন। সমাধান করার চেষ্টা করবো।
Thanks all .
আমি জাস্ট একটা লিংক দিছি। ওই পদ্ধতিতে সবগুলোর লিংক বের করে ডিফল্ট ব্রাউজারে খেলতে পারবেন।
-! আর আপনি এটা জান্নেন গেমস টি লোড হওয়ার পড় “””ডাটা / এমবি “”” ছারাও খেলা যায়-? ✌✌✌✌✌
আর দেরিতে পোস্ট করার কারন হলো “আমি দুদিন আগে সর্বপ্রথম ট্রিকবিডিতে পোস্ট করা শুরু করেছি। আর আজ সকাল এডমিন ভাইয়া ট্রেইনার করে দিছেন।”
যাইহোক, আপনার হাইয়েস্ট স্কোর কত?
আমার হাইয়েস্ট 4096 স্ক্রিনশটও দিতে পারবো।
প্রায় ৪-৫ মাস ধরে খেলা জায় -!!
ভাই