মূল বিষয়

আমরা অনেকেই wowbox ইউজ করি। কারন সেটা ফ্রিতে চলে। অনেক ফ্রি অফার, নিউজ, ফ্রি গান এবং গেইমের জন্য আমরা wowbox ব্যবহার করতে পারি।
তো আজ দেখাবো wowbox এর গেইমগুলো যেভাবে আপনি ডিফল্ট ব্রাউজার দিয়ে খেলতে পারবেন। এতে করে চার্জ সাশ্রয়ী হবে। চলেন শুরু করি।

1.প্রথম ধাপ

প্রথমে wowbox এ যান। যে গেইমটা খেলবেন সেটার ছবি দেখা যাবে। কিন্তু গেইমের ভেতরে ঢুকবেন না।

2.দ্বিতীয় ধাপ

এবার ডাটা অফ করুন। এবং wowbox এর ভেতরে গেলে ছবির মত পেইজ আসবে। ওই লিংকটা কপি করেন।

3. তৃতীয় ধাপ

এবার ডিফল্ট ব্রাউজারে গিয়ে লিংকটা পেস্ট করেন। আর ডাটা অন করে go দেন। গেইমটা ব্রাউজারে চলে আসবে। mb লাগবে নাহ।

এরপর শুধু লিংকটা কপি করে ব্রাউজারে দিবেন আর গেইম চলে আসবে। অতিরিক্ত চার্জ নষ্ট হবে নাহ। আর ভালভাবে খেলতে পারবেন।

একটা ফ্রি গেমের লিংক দিলাম । এটা জিপি সিম দিয়ে ডিফল্ট ব্রাউজারে ফ্রিতে খেলা যাবে। ট্রাই করে দেখেন।

গেমের লিংক

সমস্যা হলে বলবেন। সমাধান করার চেষ্টা করবো।
Thanks all .

My FB Profile

23 thoughts on "Wowbox এর যেকোনো গেইম ডিফল্ট ব্রাউজারে খেলুন।"

    1. Avatar photo Asim Dhali Author Post Creator says:
      হ্যা ভাই। ধন্যবাদ
  1. Avatar photo My_idiea Contributor says:
    গেম ডাউনলোড করে টোকেন নিবো কিভাবে সেটা জানলে, বলবেন….???
    1. Avatar photo Asim Dhali Author Post Creator says:
      গেইম ডাউনলোড করে টোকেন নেওয়া যায় কিিনা জানা নেই। জানতে পারলে শেয়ার করবো
    2. Avatar photo My_idiea Contributor says:
      আপনি ওয়াওবক্স চালান না কি অন্যকিছু, যে এটা জানেন না
    3. Avatar photo Asim Author Post Creator says:
      ভাই, wowbox আমি তেমন একটা ইউজ করি না। তাই ওই বিষয়টা জানি না।
  2. Avatar photo NazmuL Contributor says:
    সুধু কি এইটাই খেলা যাবে,নাকি অন্য গেম ও খেলা যাবে….?
    1. Avatar photo Asim Dhali Author Post Creator says:
      wowbox এ যতগুলো গেইম আছে, সবগুলোই এভাবে ফ্রি খেলতে পারবেন।
      আমি জাস্ট একটা লিংক দিছি। ওই পদ্ধতিতে সবগুলোর লিংক বের করে ডিফল্ট ব্রাউজারে খেলতে পারবেন।
  3. হ্যা জানি তবুও ধন্যবাদ পোস্ট টি করার জন্য
    -! আর আপনি এটা জান্নেন গেমস টি লোড হওয়ার পড় “””ডাটা / এমবি “”” ছারাও খেলা যায়-? ✌✌✌✌✌
    1. Avatar photo Asim Dhali Author Post Creator says:
      ভাই গেইমগুলো খেললে আপনার ডাটা চার্জ হবে না। আর একবার লোড হলে, পরবর্তীতে আর ডাটা কানেকশনও লাগবে না। ভালোভাবে খেলতে ভাই গেইমগুলো খেললে আপনার ডাটা চার্জ হবে না। আর একবার লোড হলে, পরবর্তীতে আর ডাটা কানেকশনও লাগবে না। ভালোভাবে খেলতে পারবেন
    2. আচ্ছা ভাই পোস্ট করলেন আজ কে আর আমি এই গেমস খেলি প্রায় ৩ মাস ধরে -!
    3. Avatar photo Asim Author Post Creator says:
      হাহ হাহ। ভাই, আমি এই নিয়মে বছর খানেক আগে থেকে খেলি।
      আর দেরিতে পোস্ট করার কারন হলো “আমি দুদিন আগে সর্বপ্রথম ট্রিকবিডিতে পোস্ট করা শুরু করেছি। আর আজ সকাল এডমিন ভাইয়া ট্রেইনার করে দিছেন।”
      যাইহোক, আপনার হাইয়েস্ট স্কোর কত?
      আমার হাইয়েস্ট 4096 স্ক্রিনশটও দিতে পারবো।
    4. হাহহাহা গেম ক্যাটাগরি শুরু হইছে অনেক আগে কিন্তু খেলা জাইতো না -!
      প্রায় ৪-৫ মাস ধরে খেলা জায় -!!
    5. Avatar photo Asim Author Post Creator says:
      আরেহ ভাই নাহ, আমার ভালোভাবে মনে আছে। গতবছর জুন জুলাইয়ে ওয়াবক্সে আমি আর আমার বন্ধুরা গেইম খেলতাম
    6. হাসায়েন্না ভাই ” আর C★a¢£ কম করেন
  4. muhammad shuvo Contributor says:
    vi games khala ke tokens dai na ke.?
    1. Avatar photo Asim Dhali Author Post Creator says:
      গেম খেলতে টোকেন লাগবে না। গেম খেললে আপনাকেও গেম খেলতে টোকেন লাগবে না। গেম খেললে আপনাকেও টোকেন। দেবে না।
      ভাই
  5. Avatar photo Asim Author Post Creator says:
    tnx
  6. Avatar photo Md. Jamil Islam Contributor says:
    Direct Wowbox er link paoa jabe naki?
    1. Avatar photo Asim Author Post Creator says:
      nah vai
    2. Avatar photo Asim Author Post Creator says:
      @jamil vai apni ki wowbox apk download korar link cascen?
    3. Avatar photo Asim Author Post Creator says:
      oh

Leave a Reply