হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়েছি জনপ্রিয় একটি গেমস Metal Slug 4 নিয়ে সাথে কম্পিউটার কিংবা মোবাইল থেকে খেলার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে।

Metal Slug 4 Review:

Metal Slug 4 হচ্ছে Metal Slug সিরিজের চতুর্থ সংস্করন । এই সিরিজের গেমস গুলো মূলত দৌড়াদৌড়ি ভিত্তিক Action, Adventure , Shooting এবং Mission ধাচের গেমস।

Metal Slug 4 সর্ব প্রথম মুক্তি পায় ২০০২ ইং সালে।
গেমসটি ডেভেলপ করেছে
Mega Enterprise/BrezzaSoft/Noise Factory/Playmore.
Metal Slug 4 প্রকাশনায় ছিলো Playmore এবং Noise Factory.
Metal Slug 4 Producer হিসাবে ছিলেন বা আছেন
Hong Ick Cho (Mega) Keiko Iju (Noise Factory)
Metal Slug4 ডিজাইন করেছেন যারা তারা হলেন Mega Joo Hwan Sohn (character designer) Yong Hee Lee(background designer) Playmore Masahiro Maeda Yoshikazu Nishikawa Nana Maeda Kentaro Hayashi Ryo Fujii (character designers) Reiko Nagasima Nami Takasaki (background designers).
গেমসটিতে প্রোগ্রামার হিসাবে ছিলেন Hiroshi Hishikawa (main) Kazuaki Ezato (sub).

বর্তমানে গেমস টি খেলা যাবে Arcade, Neo Geo ,PlayStation 2, Virtual Console, Xbox, Nintendo Switch প্লাটফর্ম গুলো থেকে আর এই গেমস টি Single এবং Multiplayer Mode এ খেলা যাবে।
এখন কথা তো গেমসের ইতিহাস নিয়ে নয় বরং খেলেবেন কিভাবে তা হয়তো ভাবছেন চিন্তার কিছুই নেই সম্পূর্ণ পোষ্ট টি পড়ুন তবে তার আগে কিছু স্ক্রিনশর্ট দেখে নেওয়া যাক।

Metal Slug 4 ScreenShort:

Metal Slug 4 Play With Android:

প্রথমে নিচের লিংক থেকে Emulator টি ডাউনলোড করে নিন।
এবার Neo Geo BIOS ডাউনলোড করতে 
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।



neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না। 
যদি গেমস টি আপনার ভালো লেগে থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক (60MB)

ডাউনলোড হয়ে গেলে পোস্টটি থেকে বিদায় নিয়ে চলে যাবেন না যেন নিচে দেখুন।

ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
mslug4-(darkmagician.wapkiz.com).zip

উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে
(darkmagician.wapkiz.com)
লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে mslug4.zip হয়ে যাবে।


হ্যা ডাউনলোড হয়ে গেলে Mame4droid ইন্সটল করে ফেলুন এরপর SD Card এ ঢুকুন।
SD Card এ গিয়ে ROMs নামে ফোল্ডার বানান আর যাদের অটো ফোল্ডার তৈরী হয়ে গেছে তারা ভিতরে ঢুকুন।

এবার আপনি MAME4droid নামে ফোল্ডার বানিয়ে নিন যাদের অটো ফোল্ডার তৈরী হয়নি।

এবার আপনার কাজ হবে MAME4droid ফোল্ডারে আপনার ডাউনলোডকৃত গেমসের জিপ ফাইলগুলো কপি করে এনে পেস্ট করা।
সব জিপ ফাইল কপি পেস্ট হয়ে গেলে আপনি প্রথমে যে Emulator টি ডাউনলোড করেছেন তা ওপেন করুন।

Metal Slug 4 Play With Computer:


প্রথমে এখান থেকে Emulator (1.4MB) টি ডাউনলোড করে নিন।
Extract করে ফেলুন।
এবার আমাদের ডাউনলোড করা ফাইলগুলো কপি করে নিচের দিকনির্দেশনা মত পেস্ট করুন।
Rom ফোল্ডারে প্রবেশ করুন।
এবার NeoGeo ফোল্ডারে ঢুকুন এবং আপনার ডাউনলোড করা গেমসের জিপ ফাইলগুলো পেস্ট করুন।

Winkwaks ওপেন করুন।

উপরের চিত্রটি দেখুন লাল চিহ্নিত ঘর গুলো ।


উপরের মত আপনার ডাউনলোড করা সকল গেমস দেখাবে যদি আপনি সঠিকভাবে কপি পেস্ট করা থাকেন।
ডাবল ক্লিক করে খেলা আরম্ভ করে ফেলুন। 
অনেকে হয়তো ভাবছেন Control কি হবে ?
 আপনি গেমস চালু হবার পর Games অপশনে গিয়ে Redefine Keys থেকে মনের মত Control সাজিয়ে নিতে পারবেন।এই হলো পিসি ইউজারদের সমাধান।


যাদের ভিডিও টিউটোরিয়াল দরকার তারা ভিডিও টি দেখে নিতে পারেন।

চাইলে আপনি ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ব্লগ থেকে

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে তাই আমাদের সাথেই থাকুন।

সৌজন্যে ঃ Cyber Prince



7 thoughts on "Metal Slug 4 গেমস খেলুন আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে"

  1. FAIHAD Contributor says:
    Good Post
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  2. Mehedi Hassan Jibon Contributor says:
    gta sa android er kivabe car ba bike mod kore kivabe hd road edit kora hoy..ai gula niye kew post koren..ai gula janar khub icca amar…plzzz
    1. Cyber Prince Author Post Creator says:
      পোষ্ট আছে খুজলে পেয়ে যাবেন ট্রিকবিডিতে
    2. Mehedi Hassan Jibon Contributor says:
      koi vai pailam na.. link den post er…
  3. Abedin Contributor says:
    Vai ganster vegas mod nia akta post koren.age kora hoi cilo kintu kaj kore nai.tai arekta post korle valo hoto
    1. Cyber Prince Author Post Creator says:
      ঠিক আছে ভাইজান

Leave a Reply