Game Review

DETAILS
Name:Matches Puzzle Game
Download: 10M
Genre:Puzzle, Single Player, Offline
Language: English
Price: Free
Rating: 4.4/5
Size:10MB
আমার দেখা বেস্ট একটি পাজেল গেইম এটি। স্কুলে হয়ত অনেক বন্ধু বান্ধব আপনাকে বলত ৩ টা ম্যাচ দিয়ে ৪ বানিয়ে দেখায় এমন কর তেমন কর। এই গেইমটির কনসেপ্ট ওই একই। এখানে সবচেয়ে মজা হল অনেক গুলো লেভেল আছে যা খেলে শেষ করা যাবে না। আমি প্রথম ৪-৫ টি লেভেল ইজিলি পেরেছি কিন্তু যত গভীরে যাবেন ততই তা কঠিন হতে থাকবে। এক পর্যায়ে হেল্প না নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না আপনার। এখানে টিপস নামে একটি অপশন আছে সেখানে গেলে দেখিয়ে দিবে কি করতে হবে। এখানে আপনাকে কাঠি যোগ করে বা নিয়ে ফেলে মিশন কমপ্লিট করতে হতে পারে। গেইম টি খুবই মজাদার, খেলে দেখুন না একবার!