Game Review
DETAILS
Name:The King Of Fighters
Download: 10M
Genre:Action, Multi Player, Offline, Adventure
Language: English
Price: Free
Rating: 3.9/5
Size:84+2048Mb
DOWNLOAD LINK
টাইম পাস করার জন্য বেস্ট একটি গেইম বলে মনে করি এটি। এর একশন, মারামারি এবং কাহিনী সবগুলো জোশ। অনেকদিন পর বড় সাইজের একটি গেইম খেললাম। প্লে স্টোরে এর সাইজ ৮৪ এমবি হলেও ডাউনলোড এর পর এটি আপনার থেকে ২ জিবি কেড়ে নিবে তবে চাইলে আপনি স্টোরি এর উপর ভাগ ভাগ করে ১৫০,২০০ এমবি এইভাবে ডাউনলোড করে খেলতে পারেন। আমি একসাথে সব ফাইল donwload দেইনি এবং কিছু লেভেল খেলার পর এটি অটোমেটিক ডাউনলোড হয়। চাইলে সব ফাইল একসাথে ও ডাউনলোড করা যায়।
GAME MODES
গেমটি হচ্ছে স্টোরি মোড এর মধ্যে, গেইমের কাহিনীর সঙ্গে সঙ্গে এর লেভেল কন্টিনিউ হবে এবং সাথে সাথে কেরেক্টার ইমপ্রুভ হবে।
CONTROLS
এখানে কন্ট্রোল এর তেমন কিছু নেই শুধু যেসকল বাটন আছে সেগুলোতে ক্লিক দিবে এবং গেমটি এর মধ্যে ডানে বামে সামনে পেছনে যাওয়ার অপশন থাকছে এবং কি করতে হবে নিজে নিজেই বুজবেন।
GAME GRAPHICS
গেইমটির গ্রাফিক্স গুলো একদম প্র লেভেলের। ২ডি হলেও খেলে অনেক মজা পাইসি। কিছুটা কার্টুন কার্টুন ভাব আছে এবং ডিজাইন গুলো আর সাউন্ড এফেক্ট খুব একশন ফিল দেয়।
GAME UI
এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। তবে ইন্টারনেট কানেকশন একটু বেশি প্রয়োজন হয় তাই লোডিং এর টাইম আমার কাছে বিরক্তিকর লেগেছে।
PROS & CONS
এই গেইম টি খেলে কোনো সমস্যা পাইনি। সব কিছু ঠিক আছে আমার ফোনে ৬০ FPS এ চলছিল হয়ত ফোনের FPS বাড়ালে আরো বেশি ফ্রেম রেইট পেতাম। আমার ডিভাইসে কোন lag ছাড়াই চলেছে,হয়ত এটি অন্যান্য ডিভাইসে ভালই কাজ করবে।
https://bestsimofferbd24.blogspot.com
আপনি পাঁচ-ছয়টা গেমের রিভিউ একসাথে করতে পারেন না ?