আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এর আগে এই ধরনের গেমস নিয়ে অনেকগুলো পোস্ট আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি তাদের জন্যেই যারা High Graphics Games খেলতে পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি। প্রত্যেকটা গেমই আমার দেখা সেরা গেমগুলোর মধ্যে একটি। এতটা Excited আমি এর আগে খুব কম পোস্টেই হয়েছি। আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Rise Of Demons

Game Developer : HRC Logic Inc

Game Size : 347 MB

Required OS : 9+

Game Type : Offline

Game Released Date : April 9, 2022

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এই গেমটি গত মাসেই রিলিজ করা হয় প্লে-স্টোরে। এখন পর্যন্ত ১০ হাজার+ ডাউনলোড হয়ে গিয়েছে প্লে-স্টোরে Already।

গেমটির Graphics এতটাই High যে আমার Potato smartphone এর potato processor তা handle করতে পারেনি ?।

তাই আপনার যদি ভালো একটি Android Phone থাকে তাহলে অবশ্যই গেমটিকে ডাউনলোড করে দেখবেন। Otherwise আমার মতো Laggy Gameplay ই পাবেন।

এতটাই High Graphics, High Detailed Game যে প্রচুর Lag দিচ্ছিলো Helio G35 Processor এ। কোনোরকম Screenshot তোলার মতো Gameplay করেছি।

তবে গেমটিতে চারপাশে ঘুরে Gun Fighting করে বুঝলাম গেমটার Graphics এতটা High হওয়ার কারন।

আপনি যদি Settings এ যান তবে আপনি Graphics Set করার ও Change করার বিভিন্ন Options পাবেন।

আর গেমটিতে আপনি 360 Degree তে Viewing Experience পাবেন অনেকটা YouTube এ VR Mode এ Video দেখার মতো।

এই বিষয়টা আমাকে অনেকটা আকর্ষন করেছে। কারন এই ধরনের গেম আমি অনেক Rare দেখেছি। হাতে গোনা কয়েকটা মাত্র।

যাই হোক, গেমটা নতুন হওয়ায় এখানে আরো অনেক কিছুই Add & Develop করার বাকী আছে। অনেক Bugs ও Fix করার বাকী আছে।

এখানে আপনি সমুদ্রের উত্তাল ঢেউ থেকে শুরু করে আগুন শিখা উড়ার মতো ছোট্ট থেকে ছোট্ট ডিটেইলসগুলো দেখতে পারবেন।

গেমটিতে এই ধরনের ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে এতটা সুক্ষ্ণভাবে ডিজাইন করা হয়েছে যে এর তারিফ না করে থাকা যাচ্ছে না।

Android Platform এ আমার দেখা one of the best highest graphics game এটি। সত্যিই নতুন নতুন এমন অসাধারন সব গেমস android platform এর জন্যে তৈরি হচ্ছে প্রতি বছরেই।

আরো আগামী কয়েক বছরের মধ্যে আমরা আরো অনেক কিছুই দেখতে পারবো Smartphone জগতে। আর Gaming এর দুনিয়াটা পালটে যাবে একটা সময়।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Mudness Offroad Car Simulator

Game Developer : Radomir Rotaru

Game Size : 878 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : March 31, 2022

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

আরো একটি নতুন Game। এই গেমের গ্রাফিক্স আগের গেমটির তুলনায় আরো বেশি High। এতটাই High যে আমি এর Screenshot তোলার মতোই Gameplay করতে পারিনি।

তাই আমাকে YouTube এ গিয়ে Gameplay এর Screenshot Collect করতে হয়েছে। তাই এই দিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

তবে YouTube এ Gameplay দেখে যতটা বুঝলাম এই Game আরো অসাধারন। আগামী কয়েক বছরে এই গেমটিতে আপডেট দিয়ে আরো বড একটি পর্যায়ে নিয়ে যেতে পারবে ডেভেলপাররা।

গেমটি Already ১ লক্ষ+ ডাউনলোড ক্রস করে ফেলেছে Google Playstore এ। আর গেমটিতে কোনো Detail এর কোনো Miss নেই।

I mean seriously. মনে হচ্ছে PC/Console এর কোনো Game সরাসরি Android এ Port করে দেওয়া হয়েছে।

মানে পানির Effect থেকে শুরু করে গাছপালাসহ প্রত্যেকটা জিনিসেরই এত সুন্দর ও High Graphics Android এ যে দেখতে পাবো তা আমি আজ থেকে ৫ বছর আগে কল্পনাও করতে পারিনি।

গেমটিতে আপনি বরফ থেকে শুরু করে জংগল সহ বিভিন্ন ধরনের লোকেশনে গিয়ে খেলতে পারবেন। গেমটির গ্রাফিক্স খুবই High তাই একটি ভালো ডিভাইস থাকা জরুরি।

গেমটি অবশ্যই Open World। তাই যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। গেমটির ফিচারসগুলো নিচে উল্লেখ করা হলোঃ

– Challenging delivery tasks

– Good awarding side missions

– Multiplayer

– Multiplayer races

– Winch, a life saver addition to your car, considering the difficult terrains

– Tow other cars if they get stuck

– Detailed tuning with suspension, body, wheels and engine options

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Black Bell : Tactical FPS Shooter

Game Developer : North Wind Studios

Game Size : 369 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : September 4, 2021

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটিও একটি High Graphics Game। গেমটিতে আপনি Sniping + Normal Shooting অনেক কিছুই দেখতে পারবেন।

গেমটিতে বিভিন্ন লোকেশনের সাথে বিভিন্ন ধরনের লেভেলও পাবেন। গেমটি এই পর্যন্ত ৫০ হাজার+ বারের মতো ডাউনলোড করা হয়েছে প্লে-স্টোরে।

একটি নতুন গেম হওয়া সত্তেও গেমটিতে আপনি অনেক ভালো Graphics এর সাথে অনেক ভালো Gameplay + Control দেখতে পাবেন।

গেমটির Movement + Control System টি অন্যান্য গেমের থেকে একটু আলাদা। আপনাকে গেমের শুরুতেই সবকিছু হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে।

গেমটিতে আপনি 3D তে Gun Viewing করতে পারবেন যা সচরাচর দেখা যায় না।

এছাড়াও গেমটিতে যেভাবে Sniper Shooting দেখানো হয়েছে মনে হবে কোনো ২ টা গেমকে একসাথে জোড়া লাগিয়ে Fusion করে তৈরি করা হয়েছে।

কারন এই ধরনের Sniper Shooting এর জন্যে আমরা আলাদা রকমের গেমই দেখতে পাই সচরাচর। কেননা Sniper Shooting এর Bullet এর যে Slow Motion Animation টা থাকে তা সচরাচর দেখা যায় না এই ধরনের গেমগুলোতে।

গেমটিতে আপনি আলাদা আলাদা বিভিন্ন রকমের লোকেশন, ক্যারেক্টার, Guns, Equipments, Upgrades ইত্যাদি দেখতে পারবেন।

এছাড়াও আরো যা যা পাচ্ছেনঃ

Features of Black Bell Tactical Offline FPS Game:

– Most Hardcore Level of Difficulty

– Rail Based Movement System

– Various guns and weapons

– Personalization of weapons and Equipment

– Various levels

– Fascinating and engaging story

– Unbelievable 3D graphics that probably make this the best game for FPS gun fun.

– Exciting missions

– Smooth gameplay

– Different characters with special powers

– A different experience from a fascinating gun game

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Takashi Ninja Warrior

Game Developer : Horizon Games Inc

Game Size : Around 100 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : September 6, 2019

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটি আমার one of the most favourite একটি Game। এই গেমের Graphics, Control, Gameplay সবকিছুই আমার অনেক ভালো লাগে।

২ বছর আগে থেকেই গেমটি খেলে আসছি আমি। ২ বছর আগে যখন গেমটি আমি খেলেছি তখনের তুলনায় এখন কিছুই আগের মতো নেই। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে।

Graphics, Control, Gameplay সবকিছুই অনেক Update হয়েছে। 100 MB এর ভেতর এত ভালো গেম আপনি অনেক কমই পাবেন। তবুও এতটা ভালো গেম পাবেন নাকি সন্দেহ আছে যেখানে আর কোনো Extra Data আপনাকে খরচ করতে হবে না।

এমন অনেক Games ই আপনি Playstore এ পেয়ে যাবেন। তবে এতটা ভালো Game পাবেন নাকি সন্দেহ আছে। কারন এই ধরনের Games আপনাকে ডাউনলোড করতেই 1-2 GB+ Data + Space খরচ করতে হবে।

কিন্তু অল্প এম্বির ভিতরে এত ভালো গেম সত্যিই কমই পাবেন। যাদের একটি মোটামুটি লেভেলের ডিভাইসও আছে তারাও গেমটি অনায়াসেই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

আমি নিজেও একটি অনেক পুরোনো ডিভাইসে গেমটি প্রথমে খেলেছিলাম। গেমটি Smoothly ই Run করাতে পেরেছি।

তাই আশা করছি এ নিয়ে কোনো সমস্যা হবে না। অনেকেই গেমের পিছনে এত ডেটা খরচ করতে পছন্দ করেন না বা পারেন না। তারা এই গেমটি খেলে দেখতে পারেন।

100 MB এর মতো এই গেমটি আপনাকে মুগ্ধ করবেই। গেমটিতে আপনি Story Mode ও পেয়ে যাবেন।

গেমটিতে বিভিন্ন ধরনের Upgrades তো আছেই। তার সাথে এই গেমটির গ্রাফিক্সও অনেক ভালো। এই গেমটিতে আপনি নানা ধরনের Location এর সাথে প্রচুর Detail দেখতে পারবেন।

গেমটিতে আপনি 360 Degree View করতে পারবেন যা 3D Graphics এর উপর Based করে তৈরি করা হয়েছে। সত্যিই অসাধারন একটি Game।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Rolling Dreams

Game Size : 106 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Link :
https://m.apkpure.com/rolling-dream/com.cmplay.rollingdream

এটিও একটি নতুন গেম। গেমটি আপনি Playstore এ পাবেন না। গেমটি সম্পর্কে আজই আমি জেনেছি। আর ডাউনলোড করে দেখার পর মনে হলো এ নিয়ে সত্যিই একটা পোস্ট করা দরকার।

আপনি হয়তোবা গেমটি সম্পর্কে আগে কোথাও শুনেননি। কেননা গেমটি একেবারে নতুন। প্লে-স্টোরে রিলিজ করা হয়নি এখনো।

এটি মূলত একটি Music Based Game। এই গেমটিকে যদি আমি এক শব্দে প্রকাশ করি তাহলে বলবো এটি একটি Masterpiece।

সত্যিকারের একটি Masterpiece। Subway Surfers, Temple Run Game গুলোকেও টক্কর দিয়ে হারিয়ে দিতে পারবে এই গেম।

Best Running Game আমার মতে। Seriously, আপনি যখন গেমটি খেলবেন আপনি নিজেই বুঝে যাবেন কেনো আমি এই কথা বলছি।

গেমটি ডাউনলোড করে ইন্সটল করে ১০-১৫ মিনিট খেলার পর আমার মুখ দিয়ে একটা শব্দই বার বার বের হচ্ছিলঃ Wow! just Wow!

মানে এই গেমটির গ্রাফিক্স এতটাই সুন্দর যে আমাকে মুগ্ধ করেছে প্রথম খেলাতেই। যেহেতু এটি একটি Music Type Game তাই এখানে আপনি প্রতিটি লেভেলেই আলাদা আলাদা ধরনের Relaxing থেকে শুরু করে বিভিন্ন Genre এর Music দেখতে পারবেন

প্রতিটি Music ই মন ছুয়ে যাবার মতো। Acapella থেকে শুরু করে Instrumental সব ধরনের Music ই এখানে পেয়ে যাবেন।

আলাদা একটি Experience ছিল এই গেমটি খেলে আমার। ভাষায় প্রকাশ করার মতো না।

আর হ্যাঁ, এই গেমটির অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি মনে হতে পারে। এর জন্যে আমি খুবই দূঃখিত। আপনাদেরকে আলাদা আলাদা লেভেলের গেমপ্লে দেখাতে চেয়েছি আমি তাই স্ক্রিনশট অনেকগুলো হয়ে গিয়েছে।

তবে আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না। আসলে আমি নিজেকে Control করতে পারিনি। কারন গেমটি এতটাই ভালো আর সব দিক দিয়েই Perfect।

Game Features:

~A musical film that you can play with, a perfect combo of auditory and visual experience

~All original music

~Easy to operate along the beat, but hard to master

~Unique Epic levels and gameplay, various music and stories

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

Leave a Reply