Be a Trainer! Share your knowledge.
Home » Gp free net » জিপি সিমে ১ টাকায় ২০ মিনিট,৩৯ টাকায় ৬০০ মিনিট, ৯ টাকায় ১৫০ মিনিট কথা বলুন

জিপি সিমে ১ টাকায় ২০ মিনিট,৩৯ টাকায় ৬০০ মিনিট, ৯ টাকায় ১৫০ মিনিট কথা বলুন


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা জিপি সিমে ৩৯.৯৯ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন মেয়াদে,৯.৩৪ পয়সায় ১৫০ মিনিট ৭ দিন মেয়াদে,প্রতিদিন ১.৩৪ টাকায় প্রতিদিন ২০ মিনিট কথা বলবেন।
এর জন্য আপনাদের সিমে একটা সার্ভিস চালু করতে হবে এবং কল করাটাও একটু ভিন্ন রয়েছে।
কেননা সাধারণভাবে আপনারা যেভাবে কল করেন ওভাবে কল করতে পারবেন না।
তো যাইহোক লক্ষ্য করুন কিভাবে সেই সার্ভিসটা চালু ও কল করবেন।
তো সার্ভিসটার নাম মূলত আড্ডা ক্যাফে।
চালু করার জন্য প্রথমে ফোনের ডায়াল প্যাডে এসে 27310 ডায়াল করুন।
লাইন ব্যস্ত দেখালে একটু পর পর চেষ্টা করুন।

দেখুন তখন একটা মেয়ে কথা বলা শুরু করবে এবং একটু পর অফারগুলা বলতে শুরু করবে তো আপনি যে অফারটি নিতে ইচ্ছুক ততো নাম্বার প্রেস করুন।


তো অফার প্রেস করে কল কেটে দিয়ে মেসেজ অফশনে এসে 27310 নাম্বারে Y লিখে সেন্ড করুন। দেখুন সার্ভিসটা চালু হয়ে যাবে এবং আপনাক একটা আইডি দেওয়া হবে এটা মূলত আপনার আইডি। কোনো কারণে শুধু মেসেজ এসে আর সেই আইডি নাম্বারটা না আসলে আবারো 27310 নাম্বারে আরেকবার কল দিয়ে ৫-১০ সেকেন্ড তারা যে কথা বলে শুনবেন দেখবেন তাহলে সাথে সাথে আইডিটা দিয়ে দিবে তারা মেসেজেই।

তো সার্ভিসটা চালু ও আইডিটাও পেলেন এবার কিভাবে কল করবেন দেখুন।
কল করার জন্য অবশ্যই যাকে আপনি কল করবেন তাকেও এ সার্ভিসটা চালু করে নিতে হবে ফলে তারও এমন একটা আইডি নাম্বার থাকবে।
তো যাকে আপনি কল করবেন অবশ্যই যেকোনো একটা ছোট অফার নিয়ে হলেও চালু করে নিয়ে তার আইডি নাম্বারটা আপনি জেনে নিবেন।
এবার কল করতে প্রথমে ডায়াল প্যাডে 27310 তুলবেন এবং তার সাথে যাকে কল করবেন তার আইডি নাম্বারটা তুলে কল অফশনে ক্লিক করুন।

তাহলে দেখুন কল চলে যাবে। এক্ষেত্রে নিজের ব্যক্তিগত নাম্বার থেকে কল না গিয়ে অন্য নাম্বার থেকে কলটি যাবে। আরেকটি কথা যে যেই প্যাকটি চালু করবে উভয়ই কিন্তু মিনিটটা পাবে ফলে যে কল করবে মিনিটটা শুধু তার কাছে থেকেই কেটে নেওয়া হবে। আর এ মিনিট চেক করার মতো কোনো অফশন নেই।

কোনো কারণে সার্ভিসটা বন্ধ করতে ওই নাম্বারে STOP ADC লিখে সেন্ড করুন দেখুন বন্ধ হয়ে গেছে। আবার পুনরায় চালু করতে START ACM লিখে সেন্ড করুন তাহলে চালু হয়ে যাবে।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

Subscribe Now

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

1 year ago (Nov 12, 2023)

About Author (175)

Mdshakilhasan
author

Trickbd Official Telegram

11 responses to “জিপি সিমে ১ টাকায় ২০ মিনিট,৩৯ টাকায় ৬০০ মিনিট, ৯ টাকায় ১৫০ মিনিট কথা বলুন”

  1. Bita Paradox Contributor says:

    অনেক আগে এই সার্ভিস ব্যবহার করেছিলাম, ঠিকমত কথা বলা যায় নাহ……..
    প্রায় সময়ই সার্ভিস বিজি দেখায়……..
    .
    TrickBD এর অবস্থা Marvel Studios এর মত হয়ে গেছে, সবাই পুরাতন সার্ভিস, পুরাতন পোস্ট নিয়েই আবার পোস্ট করতেছে, নতুনত্ব উধাও হয়ে গেছে………Shame

  2. Moniruzzaman_Sohel Contributor says:

    what’s about validity?

  3. Rony1996 Contributor says:

    Airtel এর জন্য নাই এমন সার্ভিস?

  4. SUZON MIHA Contributor says:

    কোন কাজের না সব সময় বিজি থাকে লাইন

  5. MD Shihab Rahman Contributor says:

    @Bita Paradox কেনো ভাইজান Daredevil কী খারাপ?

    Daredevil One Of The Best Show Of Marvel.

Leave a Reply

Switch To Desktop Version