আসসালামু আলাইকুম !
আশাকরি আপনি ভালো আছেন !
আমরা অনেকেই কোন না কোন ভাবে অনলাইনে আয়ের সাথে যুক্ত।
তবে এগুলোর ব্যাপারে হালাল-হারামের সতর্কতা বজায় রাখা জরুরী।
আজকে আমরা বিভিন্ন online আয়ের sector এর ভালো-মন্দ আলোচনা করবো।
বাংলাদেশে প্রচুর মানুষ এসবের সাথে যুক্ত এগুলোর ব্যাপারে সঠিক নির্দেশনা জানা উচিত আমাদের !
হারাম কাজের List !
এসব থেকে বিরত থাকা উচিত।
যদি আমরা এসব পন্য promote করি তাহলে আমরা অশ্লীলতা,জুয়া,সুদ,জিনা এসবের সাথে জড়িয়ে যাবো।
এখন বলতে পারেন আমি তো নিজে করতেছিনা আমি শুধু promote করে income করবো।
কিন্তু ভাই এসব তো আপনি মৌন/গোপন সমর্থনকারী সেজন্য আপনার আমলনামায় এসমস্ত গুনাহ জমা হবে।
আপনি একবার পথ দেখালে ঐ user যত বার porn দেখবে,যত বার bet করবে,যতবার সুদ নিবে,যত বার গান শুনবে এসব গুনাহের সম্মিলিত অংশের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে।
এসব category বাদ দিয়ে দেওয়া উচিত।
এখানেও প্রচুর হালাল category এর কাজ আছে।
মন্দ আর হারাম হলো
কোন betting,dating,casino,porn website design না করা।
তাদের website এর জন্য seo না করা।
তাদের logo design না করা।
তাদের পন্য marketing না করা।
তাদের পন্য এর জন্য social media boost না করা ভালো।
আমরা সবাই জানি survey তে বিপুল পরিমান fake জিনিস থাকে।
আমরা জানি এই survey গুলো আমাদের জন্য company দেয় নাই।
এগুলো usa,uk,australia এর Mid- high income মানুষ এর জন্য বানানো company এর research এর জন্য।
কিন্তু আমরা swagbucks,surveyjunkie সহ বিভিন্ন platform এ নিজের fake us number,fake address,fake name, fake proxy/vpn সহকারে company গুলোকে বলদ বানাচ্ছি!
তারা বুঝতে পারলে ban করে দেয়!
এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত।
আমাদের ভুলেও উপরিউক্ত category নিয়ে content লেখা ও প্রচার।
এবং amazon affiliate বা অন্য কোন affiliate products প্রচার করা উচিত না।
adsense এর ব্যাপারেও তাই চেস্টা করা উচিত বাজে ads গুলো যেন show না করে সেজন্য।
youtube ও একই।
view এর জন্য মানুষকে মন্দ কাজে প্ররোচনা দেয়া উচিত না।
Crypto তে প্রচুর মানুষ fake signup করেন। spot trading হালাল।
futures trading হারাম ও সন্দেহযুক্ত।
Coin কেনার আগে research করে কেনা উচিত।
NFT তে কুকুর এর ছবি থাকে এসব না কেনা উচিত।
সবকথার মুল কথা হলো আপনার কাজকে হালাল রাখুন। কাজের আগে এটার ইসলামিক দিকগুলো চিন্তা করুন !
তাহলে আপনার বিবেকই বলে দিবে হালাল না হারাম !
উপরিউক্ত category এর কাজ হলে বাদ দিয়ে দিন।
হয়তোবা আয় কমে যাবে এবং প্রথমে ছাড়া কষ্ট হয়ে যাবে তবে চেস্টা করলে পারবেন !
আপনি একটু খোজ করলেই হালাল এবং ভালো পরিমান আয়ের কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ!
এবং তওবা করে
যে টাকা মন্দ উপায়ে আয় করেছেন সেসবের একটা হিসাব করুন।
তারপর সেপরিমান টাকা নিজের সৎ ভাবে আয় করা টাকা থেকে সদকা করুন আস্তে আস্তে !
,গরীব লোককে খাওয়ান,যেভাবে পারেন।
অন্তত নিয়তটুকু রাখুন যে আপনি আর এগুলো করবেন না এবং সে পরিমান টাকা সদকা করে দিবেন।
আল্লাহ! আপনার প্রচেস্টা কবুল করুন!
ধন্যবাদ!
You must be logged in to post a comment.
Masallah brother <3 Khub e shundor post
ধন্যবাদ!
❤️❤️
👌👌
khub sundor article. comment korbo bole login korlam.
মাশাআল্লাহ খুব সুন্দর পোস্ট 🥰🥰
Wow
মাশাআল্লাহ 🥰
Well said 👏🏻
Nice post