আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:

Telegram Channel এর Delete হওয়া পোস্ট মেম্বাররা যেভাবে দেখতে পারবেন
কোনো পোস্ট Delete করা হলে এটা নিচের ছবির মতো দেখা যায় । সেই Delete করা পোস্ট দেখার ট্রিকস শেয়ার করব


১, প্রথমে যেকোনো ব্রাউজার থেকে telemetrio লিখে ? সার্চ করুন, এরপর এই https://telemetr.io/en এ প্রবেশ করুন

২, এখন Accept all এ ক্লিক করে Sign in এ ক্লিক করুন, তাহলে এরকম আসবে । এরপর Sign in with Telegram এ ক্লিক করুন
[Sign in ছাড়াও এটি ব্যবহার করা যায় ]

৩, এখন START বাটনে ক্লিক করুন, ব্যাস, Sign in হয়ে গেল

৪, এখন ? search অপশন এ ক্লিক করে যেকোনো পাবলিক Channel এর নাম লিখে সার্চ করুন। আমি Somoynews এর চ্যানেল সার্চ করছি

৫, এখন এরকম পেইজ আসবে একটু নিচে গেলেই আপনি এই চ্যানেলের সকল ? পোস্ট পাবেন

৬, পোস্টগুলো দেখতে এরকম হবে


৭, এখন ?️ Delete করা পোস্ট দেখতে চাইলে উপরে এসে Publications এ ক্লিক করুন

৮, এখন একটু নিচে এই ড্রপ ডাউন মেনু থেকে ?️ Deleted Post দেখার জন্য এইভাবে সিলেক্ট করতে পারেন ।

৯,?️ Delete দেওয়া Post গুলো এরকম দেখতে পাবেন

১০, এখন নিচের দিকে এসে বিস্তারিত ভাবে পোস্ট দেখতে পারবেন

১১,
১ম ছবির এই পোস্টটি ৫:২৪ এ ? ডিলিট করা হয়েছিল,
২য় ছবিতে দেখুন সময়নিউজ এর টেলিগ্রাম চ্যানেলে ৫ঃ২৩ এবং ৬ঃ২০ এর মাঝে কোনো পোস্ট নেই । মানে এই পোস্ট টা ডিলিট করে দেওয়া হয়েছিল

১২, আবার দেখুন,
১ম ছবির এই পোস্ট ডিলিট দেওয়া হয়েছে, যার প্রমাণ হলো ২য় ছবির ডিসেম্বর ১৯ তারিখের ১ঃ১৯ সময় থেকে ১ঃ৩২ মিনিটের মধ্যে কোনো পোস্ট দেখা যাচ্ছে না, যা এই ওয়েবসাইটে দেখতে পাবেন ।

এইভাবে আপনি টেলিগ্রামের যেকোনো Public Channel এর পোস্ট দেখতে পারবেন । এছাড়া এই Website থেকে Channel Analysis ও করতে পারবেন ।✅

১৩, যদি আপনার ওয়েবসাইটটি লোড না হয় তবে @telemetr_io_bot এই বটে এসে /start করে Login এ ক্লিক করুন, এখন Open এ ক্লিক করে Browser এ আসুন ।

১৪, এতে Telegram এ লগইন কনফার্মেশন ? মেসেজ আসবে, এবং এই Site টি ইউজ করতে পারবেন ।
পরবর্তীতে চাইলে এই মেসেজ থেকে সরাসরি ❌ Disconnect করে দিতে পারবেন।

১৫, অথবা চাইলে এইখানে (১ম ছবিতে) ক্লিক করে একটু নিচে নিজের টেলিগ্রাম প্রোফাইল পাবেন সেখান থেকেও Sign Out করতে পারবেন ।

এইভাবে আপনারা টেলিগ্রামে ডিলিট হওয়া পোস্ট দেখতে পারেন ✅

লক্ষ্য রাখবেন,
১, এক্ষেত্রে website টি Free Facebook চালানোর মতো শুধু লিখিত পোস্ট দেখতে পাবেন, কোনো প্রকার ছবি/ ভিডিও/ ফাইল দেখতে বা ডাউনলোড করতে পারবেন না ?

২, এই ডিলিট করা পোস্ট শুধুমাত্র Telegram এর Public Channel এর ক্ষেত্রে প্রযোজ্য, কোনো প্রকার Chat, Private Group, Public Group, Private Channel এর ক্ষেত্রে এই সুবিধা পাবেন না ?

 

আমার আজকের পোস্টটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আপনাদের সুন্দর মতামত আমাকে নতুন পোস্ট করতে উৎসাহিত করবে, ধন্যবাদ ♥

 

Post Creator:     
Our Telegram Channel:

Leave a Reply