হ্যাকিংয়ের শিকার হওয়া জাকারবার্গের টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট পুনরায় উদ্ধার করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ৫ জুন ‘আওয়ারমাইন’ নামের সক্রিয় হ্যাকার দল ফেইসবুকের প্রধান নির্বাহীর টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে।
রয়টার্স জানিয়েছে, জাকারবার্গের হ্যাক হওয়া টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। তবে, বাকি অ্যাকাউন্টগুলোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। অন্যান্য যোগাযোগের মাধ্যম হ্যাক করা হলেও হ্যাকার দলটি ফেইসবুকের কোন অ্যাকাউন্টে প্রবেশ করেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানের এক মুখপাত্র।
তিনি বলেন, “খুব ভালোভাবেই অ্যাকাউন্টগুলো পুনরায় নিরাপদ করা হয়েছে। ফেইসবুকের কোনো সিস্টেম বা অ্যাকাউন্টে প্রবেশ করা হয়নি।”
৫ জুন জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক করার পর তার টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট বার্তা প্রদান করে আওয়ারমাইন। বার্তায় অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি স্বীকারও করেছে দলটি।
একটি টুইট বার্তায় হ্যাকের বিষয়টি নিশ্চিত করে হ্যাকার দলটি তাদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, “হেই @finkd আমরা আপনার টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট অ্যাকাউন্টের অনুমতি পেয়েছি, আমরা শুধু আপনাদের নিরাপত্তা পরীক্ষা করছি, দয়া করে সরাসরি আমাদেরকে বার্তা প্রদান করুন।” এমনকি যোগাযোগের জন্য হ্যাকার দলটির নিজস্ব টুইটার অ্যাকাউন্টও দিয়ে দেয় তারা।
এ ছাড়াও টুইটারে আরেকটি টুইট বার্তায় হ্যাকাররা জানায়, “হেই, @finkd আপনি লিঙ্কডইন ডেটাবেইজে ‘dadada’ পাসওয়ার্ডটি ব্যাবহার করেছেন। প্রমাণের জন্য সরাসরি আমাদেরকে বার্তা প্রদান করুন।”
আর জাকারবার্গের পিন্টারেস্ট পেইজ থেকে “আওয়ারমাইন কর্তৃক হ্যাককৃত” এমন বার্তা দেয় হ্যাকার দলটি।
ধারণা করা হচ্ছে ২০১২ সালে লিঙ্কডইন হ্যাকের উপর ভিত্তি করেই এই হ্যাক চালানো হয়েছে। মে মাসেই এক প্রতিবেদনে বলা হয়, ওই হ্যাকের ঘটনায় ১১ কোটি ৭ লাখ ইউজার নেইম এবং পাসওয়ার্ড চুরি করা হয়। এগুলো পরে ৫ বিটকয়েনে বিক্রি করা হয়, যার মূল্য হিসাব করা হয় ২৩০০ মার্কিন ডলার। পাসওয়ার্ডগুলো সংকেতায়িত হলেও সেগুলো ভাঙা খুব কঠিন নয় বলেও উল্লেখ করা হয়।
এক্ষেত্রে ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছে লিঙ্কডইন। “আমরা বিশ্বাস করি, আমাদের সকল ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট আমরা বাতিল করেছি।”
হ্যাকের বিষয়টি নিয়ে টুইটারের এক মুখপাত্র বলেন, “আমরা গ্রাহকদেরকে ব্যাতিক্রম এবং শক্ত পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ দেবো।” এটি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজী হয়নি পিন্টারেস্ট।
জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ইনস্টাগ্রামে তিনি মাত্র ৩০টি ছবি পোস্ট করেছেন এবং তার অনুসারীর সংখ্যা ৬ লাখ। আর টুইটার অ্যাকাউন্টে ৪০ হাজার অনুসারী থাকলেও ২০১২ সালের পর থেকে সেখানে কোনো টুইট করেননি তিনি।
please, give me fb link or mobile numberz
দিনের ইচ্ছা author হব। অনেক দিন হল আমার সব পোস্ট পেন্ডিং পরে আছে। আপনি
আমার পোস্ট গুলো দয়া করে
দেখেন ভাই। টিউনার
বানালে কৃতজ্ঞ থাকবো এবং মানসম্মত পোস্ট করব।
আবস্থায় দেখা যাচ্ছে। আর আমি তো Author। আর আমার পোস্ট গুলোতো trickbd এর রুল অনুযায়ী করা। এবং আমার পোস্টে তো সবাই তো ভাল মন্তব্য করেছে।
post need admin’s review to be
published. এইটা দেখায়
Ami queenless kingdom..
Plz review my posts