প্রায় চার বছর আগে ক্লাউডভিত্তিক ফাইল হোস্টিং সেবা ড্রপবক্স হ্যাক হয়েছিল। ওই সময় হ্যাক হওয়া ৬ কোটি ৮০ লাখ আইডি ও পাসওয়ার্ডের তথ্য এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। হ্যাক হওয়া কথা স্বীকার করেছে ড্রপবক্স কর্তৃপক্ষ।
ড্রপবক্সের অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করেছে, এখনো তা পরিষ্কার নয়।
ড্রপবক্সের এক ইমেইল বিবৃবিতে হ্যাক হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ড্রপবক্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, তারা যখন হ্যাক হওয়ার বিষয়টি ধরতে পারে, তখন ব্যবহারকারীদের কাছে মেইল করে জানানো হয়। পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ করা হয়।
shear debo ami shear code jani na code ta ki
bolban..plz
Post koi teke paichen?