কিছু কিছু সাইট অাছে বাংলাদেশের যারা সাধারন মানুষের তথ্য নিয়ে কাজ করে কিন্তু সাইটের সিকিউরিটির খবর রাখে না ।

এইসকল সাইটের মালিকদের এসব বিষয়েও কোনো মাথা ব্যাথা নাই । এরা সাইট বানিয়ে হাজার হাজার টাকা কামাই নিতেছে মানুষের প্রাইভেসি কে বিক্রি করে । সময় এসেছে সাধারন মানুষ কে সতর্ক করার । তাদেরকে বলার যে আপনারা এই সাইট গুলো পরিত্যাগ করুন ।
অাজকের সাইট :
http://bdjobs.com.bd/
এটি একটি জব অনুসন্ধান মূলক সাইট । এই সাইটটি তে ইউজারদের অনেক ব্যক্তিগত তথ্য থাকে । এতে 16616 জনের সিভি ( বায়োডাটা রয়েছে যার মধ্যে মোবাইল, ঠিকানা সহ সব তথ্য রয়েছে ) যে কোনো হ্যাকার ৫ মিনিটে এসব তথ্য কে ফ্লাশ করে দিতে পারবে । এতে অনেক মেয়েদের মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য অাছে যা তাকে হয়রানী করার কাজে ব্যবহার হতে পারে ।

No automatic alt text available.

No automatic alt text available.


সুতরাং, অাপনারা অাপনাদের পরিচিতদের এই সাইটটি ব্যবহার না করতে বলুন বাংলাদেশে এরকম অনেক সাইটই পাবেন সেসব সাইট ব্যবহার করুন এর বদলে ।


লেখাটি কপি পেস্ট করতে পারবেন, সমস্যা নেই, ক্রেডিট দিতে হবে না সাধারন মানুষ পর্যন্ত পৌছাতে পারলেই হবে ।

Credit: Jobayer Alam (#OrionsHunter) 🙂 

2 thoughts on "bdjobs.com.bd/ এই সাইটি ব্যবহারে সাবধান হন! বিস্তারিত পোষ্টে…"

  1. mrmijanm7 Contributor says:
    আপনি কিভাবে বুঝলেন যে বিডি জব এই কাজ গুলা করে যা আপনি বলেছেন, এই জাতীয় কথা তথ্য প্রমান ছাড়া বলা কি ঠিক?
  2. Md Khalid Author says:
    bdjobs dot kom ta ok, but aita fake fake mone hoiteche, and apnar kotha thik mone hoiteche, karon mul s!te er copy ai

Leave a Reply