বর্তমানে কম্পিউটার গুলো আগের কম্পিউটার গুলো থেকে অনেক বেশি আধুনিক এবং সুরক্ষিত। তবে কম্পিউটার যত আধুনিক এবং সুরক্ষিত হচ্ছে, কম্পিউটারের ভাইরাসগুলোও ততটা শক্তিশালী হচ্ছে। কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে হলে কিছু পদক্ষেপ নেওয়া অনেক জরুরী, চলুন সেগুলো জেনে নেই…

 

কম্পিউটার ভাইরাস থেকে বাঁচার উপায়:

• পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন। যদি ব্যবহার করাই লাগে, সেক্ষেত্রে একমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করুন।
• কম্পিউটারে এক্সটার্নাল ডিভাইস (যেমন: পেনড্রাইভ) ব্যবহার করার আগে সেটার মধ্যে কোন ধরনের ভাইরাস আছে কিনা সেটা স্ক্যান করে নিন।
• আপনি যদি উইন্ডোজ ১০ বা এর উপরের ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার মধ্যে ভিল্ট ইন উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটি সবসময় আপডেট রাখুন। আর যদি এর নিচের উইন্ডোজ হয় সেক্ষেত্রে ভালো কোম্পানির কোন এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।
• কোন ওয়েবসাইটে প্রবেশ করার পরে বিভিন্ন এডভেটাইজ দেখতে পেলে, না জেনে সেগুলোতে ক্লিক করবেন না।
• অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোভনীয় অ্যাপস বা বিভিন্ন অফারের অ্যাপস দেওয়া থাকে, সেগুলো না জেনে ডাউনলোড করবেন না।
• সোশ্যাল মিডিয়াতে বা যেকোন ক্ষেত্রে কেউ যদি আপনাকে কোন ফাইল পাঠায় সেটা স্ক্যান করা ছাড়া ওপেন করবেন না।

• ই-মেইলের মাধ্যমে অনেক সময় লোভনীয় অফার দেওয়া হয়, সেই অফারের লিংকগুলো ভেরিফাই ছাড়া ওপেন করবেন না।
• আপনার যদি উইন্ডোজ ডিফেন্ডার পছন্দ না হয়, সেক্ষেত্রে ভালো কোন কোম্পানির এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। তবে বেশি ভারী এন্টিভাইরাস ব্যবহার করতে যাবেন না। এতে উল্টো আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে।

একমাত্র সচেতনতার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram এর সুবিধা এবং অসুবিধা What is virtual Ram in Bangla

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা What is esim in Bengla

2 thoughts on "কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উপায়"

  1. Sanjida Aktar Contributor says:
    Ki baler post.
    moteo informative na.

Leave a Reply