প্রাসঙ্গিক কথন==>


মরা যারা এন্ড্রয়েড ইউজার,তাদের একটি অন্যতম সমস্যা হলো ফোনে প্রচুর পরিমানে এমবি খরচ হয়।
কিন্তু যদি শুধুমাত্র এমবিই খরচ হতো,তাহলে তেমন কোনো সমস্যা হতো না।
যদি না মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে ফতুর করে ফেলতো।
হ্যাঁ।
এটাই বর্তমানে মূল সমস্যা অনলাইন ব্যবহারের ক্ষেত্রে!
এন্ড্রয়েড ফোন ও পিসি ছাড়া বাকি সব অপারেটিং সিস্টেম এর ইন্টারনেট সাপোর্টেড ডিভাইসে এমবি তুলনামূলক কমই খরচ হয়।
তাই ফোনের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে গেলেও,তেমন একটা প্রভাব ফেলে না।
কিন্তু,
এন্ড্রয়েড এমনই রাক্ষস যে,
এই টাকা আছে তো,
এই নেই!
ঠিক যেনো যাদুকরের ভেলকি!

ও হ্যাঁ,
আসল ভেলকির কথাই তো জানানো হলোনা!
আজকে আমরা এই ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাওয়া রোধ করবো।

আপনাদের অনেকের হয়তো মনে আছে,
রবি সিমে একসময় এমবি ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা যেতো না!
এই সিস্টেম চালু হয়েছিলো রবি বান্ডিল অফারের সময়।
যদি *8999*99# ডায়াল করা হতো,
তখন এই সিস্টেম চালু হতো।
আর *8999*00# ডায়াল করে আবার টাকা খরচ করে ইন্টারনেট ব্রাউজ করা যেতো।

এই সিস্টেম হলো মূলত PPU-Pay Per Use সিস্টেম।
এই সিস্টেম বন্ধ করলে টাকা কাটা ও বন্ধ করা যাবে।

আসলে আমার একটা বদ অভ্যাস যে,
কিছু লিখলে সেই সম্পর্কে বিস্তারিত ত্যানা প্যাঁচিয়ে লিখতে হয়!
সোজাসুজি কখনোই লিখতে পারিনা।
আপনাদের যদি বিরক্ত লাগে,
তাহলে শুধুমাত্র কার্যপদ্ধতি ই দেখবেন।
আলাদা করে দেয়া থাকবে।

তো চলুন,
শুরু করা যাক।

কার্যপদ্ধতি:


আমরা সবাই বেশিরভাগ রবি/গ্রামীণ ইউজ করি।
তাই আমি প্রথমে এই দুটি দিয়েই শুরু করছি।

রবি:


PPU সিস্টেম Off করতে:
১.প্রথমে iBuddy এপসটি ডাউনলোড করুন।



২.আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩.রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ফোনে একটি Welcome মেসেজ আসবে।
তখন *8444*88# ডায়াল করে দেখুন iBuddy Registration নামে কোনো এমবি প্যাক আছে কিনা।যদি থাকে (অবশ্যই থাকবে),তাহলে আপনার আর কখনো এমবি শেষ হলে ব্যালেন্স থেকে টাকা কাটবেনা।
বিঃদ্রঃ iBuddy দিয়ে এখনই Sign Up করে পেতে পারেন ৭০০ এমবি পর্যন্ত ডাটা বোনাস।
যার মেয়াদ হবে ২৪ ঘন্টা!

PPU সিস্টেম On করতে:
(ফ্রি নেট ইউজ করতে কাজে লাগবে),
১.*8444# ডায়াল করুন।
২.রিপ্লাই দিন 2 দিয়ে।
৩.তারপর iBuddy এমবি প্যাকের নাম্বার (2 দিয়ে রিপ্লাই দেয়ার পর Pack Name এর আগে থাকবে) লিখে রিপ্লাই দেন।
৪.এবার অফ করতে 1 লিখে রিপ্লাই দেন।
(পুনরায় Off করতে ও এই একই সিস্টেম)

জিপি:


PPU সিস্টেম Off করার জন্য:
১.Gp সিম থেকে ডায়াল করুনঃ *121*3045#
২.এরপর একটা মেসেজ আসবে।
তারপরে ডাটা দিয়ে ইন্টারনেট চালাতে থাকুন।
দেখুন,ডাটা শেষ হলেও এক টাকাও কাটবে না।

PPU সিস্টেম On করতে:
১.ডায়াল করুন *500*1#
২.এবার খেয়াল করে দেখুন,
আবার টাকা কাটবে।

নতুন সিস্টেম:


দুঃখিত। কাজ করেনা এখন
প্রথমে *121*3*7*3# ডায়াল করে ইন্টারনেট বন্ধ করুন।
তারপর *5000*55# ডায়াল করে EasyNet অন করুন।
তাহলেই দেখবেন,
ডাটা চালু ও এমবি না থাকা অবস্থায় ও আপনার একাউন্ট থেকে আর কোনো টাকা কাটছেনা।

এয়ারটেল:


দুঃখিত,এধরনের শিউর কোনো সিস্টেম নেই।
তবে রবির মতই এয়ারটেলের ও একটি এপস আছে।
TimeByte
এটি ডাউনলোড করুন।
এবং রবির iBuddy এর মতই রেজিস্ট্রেশন করে নিন।
এরপর দেখুন তো কি হয়!
কাজ হলে জানাবেন প্লিজ…..

বাংলালিংক:


এধরনের কোনো সিস্টেম নেই।
কিন্তু ইন্টারনেট অফ করে রাখা যায়।
টাকা/মেগাবাইট দিয়েও ইন্টারনেট ব্রাউজ করা যাবেনা।

সিস্টেম একটিভ করতে:
STOP লিখে SMS করুন 3343 নাম্বারে।

আবার নেট চালাতে:
যেকোনো একটি ডাটা প্যাক কিনুন।
(*5000# থেকে কিনতে পারেন।)

টেলিটক:


চালু করতে:
Reg লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
বন্ধ করতে:
আমার কাছে বর্তমানে টেলিটক সিম নেই।
তাই জানিনা।
তবে Stop/Reg/Cancel এগুলো লিখে 111 এ সেন্ড করে দেখতে পারেন।
আর কাজ হলে কমেন্ট করে জানাবেন।

বিঃদ্রঃ—
কপি করে বিকৃত মানসিকতার পরিচয় দিবেন না।
একান্তই যদি কপি করা প্রয়োজন হয়,
তাহলে ক্রেডিট দিতে ভুলবেন না কিন্তু!

আপনাদের [জাবা,সিম্বিয়ান,এন্ড্রয়েড (কাস্টম রম বিষয়ে তুলনামূলকভাবে কম বুঝি।আমার মতে ট্রিকবিডিতে RiadRox ভাই ই এই বিষয়ে ভালো জানবেন।),উইন্ডোজ (বলতে গেলে নাদান।তারপরও চেষ্টা করবো।)] সহ যে কোনো বিষয়ে হেল্প লাগলে কমেন্ট করে জানান।
যদি পারি তো,
আমি পোস্ট করে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ্‌!

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”

81 thoughts on "[You’ve to See]এমবি শেষ তো ফোনের ব্যালেন্স ও শেষ?নিয়ে নিন সমাধান!প্রায় সব সিমের ই!"

  1. Mahfuj Contributor says:
    আসসালামু আলাইকুম
    খুব সুন্দর পোস্ট
    1. Emrus Legend Author Post Creator says:
      ওয়ালাইকুম আসসালাম।
      অসংখ্য ধন্যবাদ।
  2. Stupid boy Hridoy Contributor says:
    amar riadrox vaier help cai. kivabe pabo? plz janle kew bolen!!
    1. Emrus Legend Author Post Creator says:
      উনার সাম্প্রতিক কোনো পোষ্ট এ কমেন্ট করে দেখতে পারেন।
      ফেবুতে রিপ্লাই দেন না,
      হয়তো……
  3. Rana Subscriber says:
    Nice post bro
    1. Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ও…..
  4. Fahim Contributor says:
    খুভ সুন্দর পোষ্ট ভাই।।
    1. Emrus Legend Author Post Creator says:
      সত্যি ভাইয়া?
      ভালো রেসপন্স পেয়ে খুব খুশি লাগছে।
      ধন্যবাদ
    2. Fahim Contributor says:
      ইউনিক পোষ্ট গুলা দেখলে সত্যি খুভ ভালো লাগে।।
      আর আপনার পোষ্ট অনেক ভালো লাগছে।
    3. Emrus Legend Author Post Creator says:
      আপনাদের কমেন্ট নতুনদের জন্য প্রেরণাদায়ক।
      দোয়া করবেন,
      যাতে সবসময় ইউনিক কিছু উপহার দিতে পারি।
    4. tasin sha Contributor says:
      nice
  5. Mj.rana Author says:
    ভাই আমি আমার ফোনের সিটিং দেয়েই এটা নিয়ন্ত্রন করতে পারি। লিমিট দিয়ে রেখে নেট চালালে লিমিট শেষ হওয়ার পর অটোমেটিক ডেটা বন্ধ হয়ে যায় তা ও আবার কোনো এ্যাপ ছাড়া। এ নিয়ে একটা পোষ্টও করছি কিন্তু রানা ভাই এটা পাবলিশ করেনি কারন আমি টিউনার নই। এখন ভাই আপনার কাছে একটু হেল্প চাই কিভাবে টিউনার হব একটু বলেন প্লিজ!! আমার আরও অনেক পোষ্ট পেন্ডিং হয়ে আছে।
    1. Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,
      সেটিং দিয়ে কন্ট্রোল আর এই পিপিউ সিস্টেম
      একই না।
      ভুক্তভোগী না হলে বুঝবেন না।
    2. Emrus Legend Author Post Creator says:
      তবে যাই হোক,
      কমপক্ষে তিনটি মানসম্মত পোষ্ট করে ট্রেইনার
      রিকুয়েস্ট দেন।
      এডমিনের যদি ভালো লাগে তো,
      আপনি সফল!
    3. oi bisoy a amr post kora ace
  6. Mj.rana Author says:
    ট্রেইনার রিকো কিভাবে দিব লিংক থাকরে দেন প্লিজ
    1. Js Saruf Subscriber says:
      trickbd.com/trainer-request
    2. Emrus Legend Author Post Creator says:
      সঠিক লিংক ই দিয়েছেন আপনি।
      আমার হয়ে উনাকে হেল্প করার জন্য ধন্যবাদ।
    3. Js Saruf Subscriber says:
      vai you amare akta help korbe.?
    4. Emrus Legend Author Post Creator says:
      বলুন ভাইয়া,
      সাধ্যমত চেষ্টার আশ্বাস দিতে পারি।
  7. Js Saruf Subscriber says:
    amar akta post publish kore diba
    1. Emrus Legend Author Post Creator says:
      মানসম্মত আর ইউনিক হলে অবশ্যই দিবো।
      টপিক কি নিয়ে বলুন………
    1. Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনার প্রশংসা না করে পারছিনা।
      সব পোষ্টেই কমেন্ট করে উৎসাহিত করেছেন।
      তাই আরো একবার ধন্যবাদ।
  8. Arif Khan Contributor says:
    ভাই এই মেসেজ আসছে,,

    Internet pack stopped successfully. To buy Internet pack again, dial *121*3#

    আমার ৯১৫ mb আছে।এটি কি বাদ??

    1. Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,মনে হয়না যে বাদ যাবে।
      আমার ফোনে ও ৫০০ এমবি আছে।
      কিন্তু বাদ যায়নি।
      আপনি চেক করে দেখতে পারেন।
      ধন্যবাদ আপনাকে।
  9. RashedZ Contributor says:
    ভাই আপনার সমস্যাটা কী কেউ এতো ভালো ভালো পোস্ট করে?
    চালিয়ে জান
    1. Emrus Legend Author Post Creator says:
      আমার সমস্যা ই যদি কারো সমাধান হয়,
      তাহলে সমস্যাই ভালো।
      ভাইয়া,
      আপনাকে ধন্যবাদ।
  10. Zahed Contributor says:
    iBuddy Registration,,,,৩,৪ মাস আগে করছিলাম।।। এখন কি আর এই অফার পাব।৭০০mb
    1. Emrus Legend Author Post Creator says:
      না ভাইয়া,
      একবারই মাত্র পাবেন।
      তবে যদি একবারও না পেয়ে থাকেন,
      চেক করে দেখতে পারেন।
      ধন্যবাদ।
  11. coder62423 Contributor says:
    robi te ki gp sim er wow box er moto free mb paoya jai??
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      না ভাইয়া।
  12. NS Sabur Legend Author says:
    nice post
  13. Shadin Contributor says:
    ইমরুজ ভাই জিপিরটা এখন কাজ করে না।
    1. Ãbdúr Ràhmåñ Contributor says:
      oi miay aita ki trick dilen gp tu amr shob tk kete nilo
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      আমি সত্যিই দুঃখিত ভাইয়া।
      এখন জিপি ইউজ করছিনা।
      তাই সিস্টেমটি অফ গেছে কিনা জানিনা।
      এখন আপডেট করলাম।??
    3. Forhad Rahman Author says:
      সহমত
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      উল্লেখ করতে হবে।
  14. A M Contributor says:
    nice but gp *5000*55# to mone hoy off kore diche 🙂
  15. Ãbdúr Ràhmåñ Contributor says:
    ❤️❤️❤️
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,অফ করে দিয়েছে।
  16. Abedin Contributor says:
    Vai robi and gp te ppu system off kore rekhe kono somoy jodi free net chalate jai tahole ki cholbe
  17. Abedin Contributor says:
    R ppu system off rekhe dile ki kono somossha hoba
  18. Ashik Contributor says:
    Vai GP theke dial korle “Pay As You Go Internet Started successfully”. Eita dekhay tahole off holo ki kore?? ??
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,অফ করে দিয়েছে সিস্টেম। ??
  19. OptimusCyberPrime Contributor says:
    অসাধারণ পোষ্ট
  20. Forhad Rahman Author says:
    GPr ta akhon r kaj kore na ?
  21. Rimon333 Contributor says:
    Vai Gp ar system ta dea to Easynet on hoy na
  22. Rimon333 Contributor says:
    Vai Gp ar system ta dea to Easynet on hoy na
  23. rafiulazim Contributor says:
    এয়ারটেল টা দরকার! ?
  24. M A Alim Contributor says:
    জিপি এর টা কাজ করে না ভাই???
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      না ভাইয়া।
  25. akram Author says:
    13 hour a 15+ view how??
    good post.
  26. akram Author says:
    13 hour a 15k+ view how??
    good post.
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      এটা আপডেট পোষ্ট ভাইয়া।
  27. Deep shadow Contributor says:
    অনেক দিন পর আপনার পোষ্ট দেখলাম। ভাল লাগলো…আর ridrox ভাইকে দেখিই না। BTW post. টা কাজের??
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      এটা প্রায় ২ বছর আগের পোষ্ট ভাইয়া।
      আপডেট করেছি।
      আমি আছি।
      মাঝেমাঝে পোষ্ট করি।
  28. Mdaltuf Contributor says:
    Gp te kaj hoina plz Kono ekta upai bolun
  29. Ajidur Rahman Subscriber says:
    *121*3045# ডায়াল করলে এটি অাসে, Pay As You Go Internet Started successfully. Fee 1.12tk/MB applicable for Internet browsing. To buy Internet dial *121*3# । এখন কি করব???
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ইজিনেট অন করুন।
      তবে এখন কাজ করছে কিনা জানিনা।??
  30. ওহ্, এই পোস্টটা ও এরকম হয়ে গেছে ?
    1. আপডেট,, কমেন্ট তো আছে, তাহলে আগের পোস্টের কমেন্ট ডিলিট হলো কেন?
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      ওটা নাকি ট্রাসে চলে গিয়েছিলো ভুলে।
      তাই কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে।??
  31. Riadmun Contributor says:
    ইমরুজ ভাই আপনার প্রতিটি পোস্ট সেই হয়।।আমি আপনার বড় ফ্যান।।আরো এগিয়ে জান ভাই।।।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      দোয়া করবেন।
  32. Ashraful Author says:
    good post but gp is not working……..
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      Mentioned
  33. abdullah705616 Contributor says:
    good post.keep it up ☺
  34. MD: SHAKIL Contributor says:
    অসাধারণ
  35. MDS.A.RODRO Contributor says:
    vi gp te ekhono tk kate
  36. Arif Ahmed Contributor says:
    জিপিতে কী *121*3045# ডায়াল করলে কাজ হয়,,,?
  37. oni136901 Contributor says:
    সুন্দর পোস্ট ভাই
  38. SM MUNNA Author says:
    tnks vi.onk sundor post

Leave a Reply