প্রাসঙ্গিক কথন==>
আমরা যারা এন্ড্রয়েড ইউজার,তাদের একটি অন্যতম সমস্যা হলো ফোনে প্রচুর পরিমানে এমবি খরচ হয়।
কিন্তু যদি শুধুমাত্র এমবিই খরচ হতো,তাহলে তেমন কোনো সমস্যা হতো না।
যদি না মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে ফতুর করে ফেলতো।
হ্যাঁ।
এটাই বর্তমানে মূল সমস্যা অনলাইন ব্যবহারের ক্ষেত্রে!
এন্ড্রয়েড ফোন ও পিসি ছাড়া বাকি সব অপারেটিং সিস্টেম এর ইন্টারনেট সাপোর্টেড ডিভাইসে এমবি তুলনামূলক কমই খরচ হয়।
তাই ফোনের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে গেলেও,তেমন একটা প্রভাব ফেলে না।
কিন্তু,
এন্ড্রয়েড এমনই রাক্ষস যে,
এই টাকা আছে তো,
এই নেই!
ঠিক যেনো যাদুকরের ভেলকি!
ও হ্যাঁ,
আসল ভেলকির কথাই তো জানানো হলোনা!
আজকে আমরা এই ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাওয়া রোধ করবো।
আপনাদের অনেকের হয়তো মনে আছে,
রবি সিমে একসময় এমবি ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা যেতো না!
এই সিস্টেম চালু হয়েছিলো রবি বান্ডিল অফারের সময়।
যদি *8999*99# ডায়াল করা হতো,
তখন এই সিস্টেম চালু হতো।
আর *8999*00# ডায়াল করে আবার টাকা খরচ করে ইন্টারনেট ব্রাউজ করা যেতো।
এই সিস্টেম হলো মূলত PPU-Pay Per Use সিস্টেম।
এই সিস্টেম বন্ধ করলে টাকা কাটা ও বন্ধ করা যাবে।
আসলে আমার একটা বদ অভ্যাস যে,
কিছু লিখলে সেই সম্পর্কে বিস্তারিত ত্যানা প্যাঁচিয়ে লিখতে হয়!
সোজাসুজি কখনোই লিখতে পারিনা।
আপনাদের যদি বিরক্ত লাগে,
তাহলে শুধুমাত্র কার্যপদ্ধতি ই দেখবেন।
আলাদা করে দেয়া থাকবে।
তো চলুন,
শুরু করা যাক।
কার্যপদ্ধতি:
আমরা সবাই বেশিরভাগ রবি/গ্রামীণ ইউজ করি।
তাই আমি প্রথমে এই দুটি দিয়েই শুরু করছি।
রবি:
PPU সিস্টেম Off করতে:
১.প্রথমে iBuddy এপসটি ডাউনলোড করুন।
২.আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩.রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ফোনে একটি Welcome মেসেজ আসবে।
তখন *8444*88# ডায়াল করে দেখুন iBuddy Registration নামে কোনো এমবি প্যাক আছে কিনা।যদি থাকে (অবশ্যই থাকবে),তাহলে আপনার আর কখনো এমবি শেষ হলে ব্যালেন্স থেকে টাকা কাটবেনা।
বিঃদ্রঃ iBuddy দিয়ে এখনই Sign Up করে পেতে পারেন ৭০০ এমবি পর্যন্ত ডাটা বোনাস।
যার মেয়াদ হবে ২৪ ঘন্টা!
PPU সিস্টেম On করতে:
(ফ্রি নেট ইউজ করতে কাজে লাগবে),
১.*8444# ডায়াল করুন।
২.রিপ্লাই দিন 2 দিয়ে।
৩.তারপর iBuddy এমবি প্যাকের নাম্বার (2 দিয়ে রিপ্লাই দেয়ার পর Pack Name এর আগে থাকবে) লিখে রিপ্লাই দেন।
৪.এবার অফ করতে 1 লিখে রিপ্লাই দেন।
(পুনরায় Off করতে ও এই একই সিস্টেম)
জিপি:
PPU সিস্টেম Off করার জন্য:
১.Gp সিম থেকে ডায়াল করুনঃ *121*3045#
২.এরপর একটা মেসেজ আসবে।
তারপরে ডাটা দিয়ে ইন্টারনেট চালাতে থাকুন।
দেখুন,ডাটা শেষ হলেও এক টাকাও কাটবে না।
PPU সিস্টেম On করতে:
১.ডায়াল করুন *500*1#
২.এবার খেয়াল করে দেখুন,
আবার টাকা কাটবে।
নতুন সিস্টেম:
দুঃখিত। কাজ করেনা এখন
প্রথমে *121*3*7*3# ডায়াল করে ইন্টারনেট বন্ধ করুন।
তারপর *5000*55# ডায়াল করে EasyNet অন করুন।
তাহলেই দেখবেন,
ডাটা চালু ও এমবি না থাকা অবস্থায় ও আপনার একাউন্ট থেকে আর কোনো টাকা কাটছেনা।
এয়ারটেল:
দুঃখিত,এধরনের শিউর কোনো সিস্টেম নেই।
তবে রবির মতই এয়ারটেলের ও একটি এপস আছে।
TimeByte
এটি ডাউনলোড করুন।
এরপর দেখুন তো কি হয়!
কাজ হলে জানাবেন প্লিজ…..
বাংলালিংক:
এধরনের কোনো সিস্টেম নেই।
কিন্তু ইন্টারনেট অফ করে রাখা যায়।
টাকা/মেগাবাইট দিয়েও ইন্টারনেট ব্রাউজ করা যাবেনা।
সিস্টেম একটিভ করতে:
STOP লিখে SMS করুন 3343 নাম্বারে।
আবার নেট চালাতে:
যেকোনো একটি ডাটা প্যাক কিনুন।
(*5000# থেকে কিনতে পারেন।)
টেলিটক:
চালু করতে:
Reg লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
বন্ধ করতে:
আমার কাছে বর্তমানে টেলিটক সিম নেই।
তাই জানিনা।
তবে Stop/Reg/Cancel এগুলো লিখে 111 এ সেন্ড করে দেখতে পারেন।
আর কাজ হলে কমেন্ট করে জানাবেন।
বিঃদ্রঃ—
কপি করে বিকৃত মানসিকতার পরিচয় দিবেন না।
একান্তই যদি কপি করা প্রয়োজন হয়,
তাহলে ক্রেডিট দিতে ভুলবেন না কিন্তু!
আপনাদের [জাবা,সিম্বিয়ান,এন্ড্রয়েড (কাস্টম রম বিষয়ে তুলনামূলকভাবে কম বুঝি।আমার মতে ট্রিকবিডিতে RiadRox ভাই ই এই বিষয়ে ভালো জানবেন।),উইন্ডোজ (বলতে গেলে নাদান।তারপরও চেষ্টা করবো।)] সহ যে কোনো বিষয়ে হেল্প লাগলে কমেন্ট করে জানান।
যদি পারি তো,
আমি পোস্ট করে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ্!
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”
খুব সুন্দর পোস্ট
অসংখ্য ধন্যবাদ।
ফেবুতে রিপ্লাই দেন না,
হয়তো……
ভালো রেসপন্স পেয়ে খুব খুশি লাগছে।
ধন্যবাদ
আর আপনার পোষ্ট অনেক ভালো লাগছে।
দোয়া করবেন,
যাতে সবসময় ইউনিক কিছু উপহার দিতে পারি।
সেটিং দিয়ে কন্ট্রোল আর এই পিপিউ সিস্টেম
একই না।
ভুক্তভোগী না হলে বুঝবেন না।
কমপক্ষে তিনটি মানসম্মত পোষ্ট করে ট্রেইনার
রিকুয়েস্ট দেন।
এডমিনের যদি ভালো লাগে তো,
আপনি সফল!
আমার হয়ে উনাকে হেল্প করার জন্য ধন্যবাদ।
সাধ্যমত চেষ্টার আশ্বাস দিতে পারি।
টপিক কি নিয়ে বলুন………
আপনার প্রশংসা না করে পারছিনা।
সব পোষ্টেই কমেন্ট করে উৎসাহিত করেছেন।
তাই আরো একবার ধন্যবাদ।
Internet pack stopped successfully. To buy Internet pack again, dial *121*3#
আমার ৯১৫ mb আছে।এটি কি বাদ??
আমার ফোনে ও ৫০০ এমবি আছে।
কিন্তু বাদ যায়নি।
আপনি চেক করে দেখতে পারেন।
ধন্যবাদ আপনাকে।
চালিয়ে জান
তাহলে সমস্যাই ভালো।
ভাইয়া,
আপনাকে ধন্যবাদ।
একবারই মাত্র পাবেন।
তবে যদি একবারও না পেয়ে থাকেন,
চেক করে দেখতে পারেন।
ধন্যবাদ।
এখন জিপি ইউজ করছিনা।
তাই সিস্টেমটি অফ গেছে কিনা জানিনা।
এখন আপডেট করলাম।??
good post.
good post.
আপডেট করেছি।
আমি আছি।
মাঝেমাঝে পোষ্ট করি।
তবে এখন কাজ করছে কিনা জানিনা।??
তাই কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে।??
দোয়া করবেন।