আজকের টিউনে আমি আপনাদের সামনে এন্ড্রয়ড
মোবাইলের মাধ্যমে ফেইসবুক আইডি হ্যাকিং এর সবচেয়ে সহজ
পদ্ধতিটি তুলে ধরার চেষ্টা করবো।
আজকের এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে একই
নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা অন্য ব্যক্তিদের ফেইসবুক
একাউন্ট হ্যাক করা যায় এবং তাও শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে।
চলুন তাইলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এই টিউনটি সম্পুর্ন শিক্ষনীয় উদ্দেশ্যে লিখিত যাতে সবাই সতর্ক
হতে পারে, কেউ খারাপ কার্যে ব্যবহার করলে কোনভাবেই
আমি কিংবা TrickBD কর্তিপক্ষ দায়ী থাকবেনা।
কিভাবে ফেইসবুক একাউন্ট হ্যাক করবেন এন্ড্রয়ড
ফোনের মাধ্যমে।
এরজন্যে আমাদের প্রয়োজন হবে হবে Faceniff নামে একটি
এন্ড্রয়ড এপ্লিকেশনের। FACENIFF হচ্ছে একটি এন্ড্রয়ড
এপ্লিকেশন, এই এপ্লিকেশনটির কাজ হচ্ছে এই এপ্লিকেশন
ব্যবহার করে আপনি ওয়েব সেশন ইন্টারসেপ্ট করতে
পারবেন, এবং তার মাধ্যমে আপনারা ভিকটিমের নানান ধরনের একাউন্ট
যেমন ফেইসবুক, টুইটার ইত্যাদি একাউন্ট এক মিনিটের মধ্যেই হ্যাক
করতে সক্ষম হবেন।
আবার বলে নিচ্ছি এই মেথডটি শুধুমাত্র কাজ করবে একই
নেটওয়ার্কে কানেক্টেড থাকা ডিভাইসের ক্ষেত্রে।
চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এই লিঙ্ক থেকে Faceniff
ডাউনলোড করে নিন
এবার আপনি যে ওয়াইফাই কানেকশনটি ব্যবহার করেন সেটার সাথে
কানেক্টেড হউন এবং এপ্লিকেশনটি ওপেন করুন।
এবার লাল বাটনে ক্লিক করুন এটা সবুজ বাটনে পরিনত হবে এবং
স্নিফার তার কাজ শুরু করে দিবে।
এবার এন্টার বাটনে প্রেস করুন এপ্লিকেশনে আপনি দেখতে
পাবেন সেসব একাউন্টগুলো যেসব এখন আপনার সাথে একই
নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ফেইসবুক,ইউটিউব,টুইটার ইত্যাদি
একাউন্ট ব্যবহার করছে।
স্নিফ শেষ হওয়ার পরে আপনি অনেকগুলো সেশন দেখতে
পাবেন সেখান থেকে যেকোনো একটিতে ক্লিক করুন
সাথে সাথে আপনি Faceniff ব্রাউজারের মাধ্যমে যে আইডিটির
হ্যাকেড সেশনে ক্লিক করেছেন সে আইডিতে লগিন হয়ে
যাবেন!!
সৌজন্যেঃ আমার সাইট
পোষ্ট টি আগে TechTunes তে প্রকাশিত হয়েছে।
ফেসবুক, ডাটাবেজ সহ ইত্যাদি ধরনের হ্যাকিং সফটওয়্যার বিক্রয় করা হয় এবং হ্যাকিং শিখতে চাইলে যোগাযোগ করুন। নিছের নাম্বার -এ।
যোগাযোগব্যবস্থা : 01758143289
Mail :
summersimi7@gmail.com
Futurebd24.com
.?
টিউনার সিপ কি বাতিল দেখতে চাঁন।?
Parle unlock software dao
Plz help me all people