আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো বক বক করবো না সোজা কাজের কথায় আসি।যারা আমার মতই ফেসবুক গার্ড এর জন্য একটু কৌতহলি আছেন বা অনেকেরই ইচ্ছে এইটা ব্যবহার করার জন্য মুলত তাদের জন্য এই পোস্ট।
যা যা লাগবে
*Turbo VPN* (PlayStore তেই আছে)Turbo VPN
*ফেসবুক মেইন এপ।
*এন্ড্রএড ফোন?
★১.Turbo VPN ইন্সটল দিলাম এন্ড ওপেন করলাম।
★২.মেইন ফেসবুক এপ এর “হোম” অথবা প্রোফাইল এ যান।
★৩.প্রোফাইল পিক এ ক্লিক করুন দেখবেন নতুন ২টা অপসন আসবে 1.প্রোফাইল গার্ড। 2. Add Design.ক্লিক গাড অপসন।
★.এখন ডান এন্ড সেভ ক্লিক ক্লিক এবং আপনার প্রোফাইল ও আমার মত গার্ড এ এসে পড়লো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেয??
PosT UPDATE ২৫-১১-১৭
সবার অবগতির জন্য বলা হচ্ছে যে, দু:ভাগ্যবশত আমার এই পোস্ট
যেদিন পাব্লিস করা হয়েছে তার পরের দিনই “এফবি” তার সিস্টেম আপডেট করে ফেলছে যার মানে এখন আর আমার মত অল্ড আইডিতে আর গাড নিতে পারবেন না। যদি একান্তই নেয়ার অধির আগ্রহ থাকে তাহলে “উপরের নিয়ম ফলো করে নতুন আইডি বানিয়ে ফেলুন। ১০০% কাজ করবে(পরিক্ষিত)?
naki কিনে নিছেন -যে কেউ পোস্ট করলে আমি করতে পারব না
Tobu o vlo
Jananaor jonno onk onk dhonnobad
vpn aro ki ki
প্রথমত -আপনি Wifi দিহে চালাচ্ছেন..
দ্বিতীয়ত – আপনার Vpn কানেক্টেড নাই..
তৃতীয়ত – কাজ করে না….
তাহলে কাজ কিভাবে হবে…?
আমাদের কি বোকা পাইছেন নাকি….?
কিন্তু ট্রাই করে সফল হই নি এই জন্যই তো বললাম…
আপনার মনে হয় আরেক আইডি দিয়ে নিজের ট্রাই করা উচিৎ ছিল…
যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে দুঃখিত
তবে খুবই কষ্ট পাচ্ছি আপনাদের ছেড়ে চলে যেতে। যদি কোনো ভুল করে থাকি তাহলে সবাই মাফ করে দিবেন। আজকে সন্ধ্যার পর Trickbd তে আর থাকব না। আর যদিও কোনো দিন কথা হই এখানেই হবে। আবার কোন সময় যে ট্রিকবিডিতে আসি কোনো ঠিক ঠিকানা নেই।
তাই যাবার আগে বলছি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন।