আসসালামু আলাইকুম,

আগেই বলে রাখি এটা কো কপি করা পোষ্ট না । কেউ পোষ্ট করছে কি না তাও আমার জানা নাই । যদি লেখায় কোন ভূল হয় তবে নিজগুণে মাফ করবেন ।

প্রথমেই বলি কি-লগার কি। কি-লগার হলো এমন একটি সফ্টওয়্যার যেটা আপনার কিবোর্ড এর প্রতিটি নির্দেশ অনুসরণ করে তা সেভ করে রাখে। মানে আপনি যা কিছু টাইপ করবেন, সব অটোম্যাটিক সেভ হয়ে যাবে ।

কিন্তু এখানে আমরা কোন সফ্টওয়্যার ব্যাবহার করব না । হুম ঠিক কথা শুনেছেন আমরা কোন সফ্টওয়্যার ব্যাবহার করব না । আমরা ব্যাবহার করব ক্রম ব্রাওজার এর এক্সটেনশন । অনেকেই হয়ত জানেন আবার অনেকেই নতুন ।
এবার চলুন আসল আলোচনায় আসি । প্রথমে ক্রম ব্রাওজার ওপেন করুন । তারপরি নিচেরে ছবিগুলো অনুসরন করুন ।

১/ ডানপাশে উপরের কোনায় ৩ ডট এ ক্লিক করে EXTENTION বাটন এ ক্লিক করুন



২/ নতুন ট্যাব ওপেন হওয়ার পর ডানপাশে উপরের কোনায় Developer Mode চালু করে দিন । এবার বাম পাশে উপরের কোনায় ৩ লাইন এ ক্লিক করুন


৩/ এবার বাম পাশে নিচের কোনায় Open Chrome Web Store এ ক্লিক করুন


৪/ নতুন ট্যাব ওপেন হওয়ার পর বাম পাশে উপরের কোনায় Fea Keylogger লিখে সার্চ করুন । এবার নিচের ছবির মত Add to Chrome এ ক্লিক করুন


৫/ এবার নিচের ছবির মত Add Extention এ ক্লিক করুন


৬/ এবার দেখতে পারবেন নিচের ছবির মত একটি আইকন দেখতে পারবেন


৭/ এবার আইকনটিতে ক্লিক করার পর logs এ ক্লিক করে আপনি যা টাইপ করবেন সব রেকর্ড দেখতে পারবেন । এমনকি যেকোন পাসওয়ার্ড ও ।

▶আশা করি পোষ্টটি ভালো লেগেছে ও যদি কোন প্রবলেম হয় বা সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।৷

4 thoughts on "[Chrome Browser-KEYLOGGER] । আপনি যা টাইপ করবেন সব রেকর্ড হ্যাক হবে । (প্রমান সহ)"

  1. yeasin043 Contributor says:
    (১)।.ভাইয়া এই কি লগার এর ডাটা কি শুধু এক্সটেনশন এ থাকবে নাকি আলাদা কোনো ফাইলে সেভ হবে??.

    (২). আমি এক্সটেনশন রিমুভ করতে চাই না শুধু ডাটা রিমুভ করতে চাই তাহলে কিভাবে করবো?

    (৩)।. এটি কি ইমেলের মাধ্যমে যে কিলোগার সেট করেছে তার কাছে ডাটা ট্রান্সফার করে??

    ৪.. এই কিলোগার শুধু আমার মেসেজ সেভ করবে নাকি আমায় যে মেসেজ দিবে তার মেসেজ ও সেইভ করবে??

    ৫… এইটা কি স্কিনশট আকারে কোনো ডাটা সেভ করে??

    দয়া করে জানাবেন ভাইয়া।।

    1. Chand58434 Contributor says:
      taccker keyloger extension a gmail log in thakle onno device thekeu log file dekha jai

Leave a Reply