Paypal বাংলাদেশের জন্য একটি তামাশার খোরাক বিশেষত Zoom কে Paypal বলে চালিয়ে নেওয়া যেন সুন্দরী বোনকে দেখিয়ে কালো বোনকে বিয়ে দেওয়া আরকি!
যাই হউক আজ আমরা আলোচনা করবো অন্যের Paypal Account হ্যাকিং বিষয়ে। আমরা জানি Paypal Account এর মাধ্যমে একে অপরের মাঝে ট্রানজেকশন করা যায়,ব্যাংক হতে উইড্রো করা যায়, পেমেন্ট করা যায় এবং প্যান কার্ড ব্যবহার করা যায়। আজ আমরা ফিশিং এর মাধ্যমে অন্যের Paypal Account হ্যাক করা শিখবো।

Paypal Account হ্যাকিং করতে Deep Website কেন?
আমরা জানি যে ডার্ক/ডিপ ওয়েবসাইট তথা অনিয়ন লিংকগুলোতে ঢুকতে গেলে আপনাকে Tor এর সহায়তা নিতে হয় তথাপি ফিশিং এর ক্ষেত্রে ভিক্টিম কেন নিজে উপযাচিত হয়ে এমন ঝামেলার কাজ করবে???
আসুন উত্তরগুলো খুজি…..
(১) ফিশিং এর ক্ষেত্রে ডোমেইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন www.facebook.com এবং www.faccbook.com দেখতে এতোটাই সিমিলার যে তাতে ভিক্টিম ফেঁসে যাবার সম্ভাবনা খুউব থাকে, যদিচ বিষয়টা পুরোপুরি সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর নির্ভর করে।
তো paypal এর ক্ষেত্রে যদি আপনি সারফেসে www.blablabla.com টাইপের ফিশিং সাইট তৈরী করেন তবে সেটা দেখলেই সন্দিগ্ধ হওয়া স্বাভাবিক, অপরদিকে অনিয়ন লিংকগুলো স্বাভাবিকভাবে এমনিতেই ভুতুরে টাইপের হয়ে থাকে তাই ভিক্টিমকে ভালোভাবে মোটিভেট করতে পারলে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকবে।
(২) কমবেশী আমাদের সকলেরই ডার্ক-ডিপ ওয়েবসাইট সম্পর্কে আগ্রহ আছে, আমরা মনে করি সেখানে না জানি কতো কি আছে??!!!
সেই আগ্রহ আর কৌতূহল’কে খাটিয়ে যদি বলেন “এটি paypal এর Dark Web Link যেখান হতে ১০০ ডলার ফ্রি পাওয়া যায়” তাহলে লোভ আর সোস্যাল ইঞ্জিনিয়ারিং মিলে সত্যিই কিন্তু হ্যাকিং পসিবল!
মূলত ডার্ক/ডিপ ওয়েবসাইট শুধুমাত্র ফিশিং এর ক্ষেত্রে সোস্যাল ইঞ্জিনিয়ারিং তথা ভিক্টিমকে একটু নতুন আঙ্গিকে সাইকোলজিক্যালি মোটিভেট করতে ব্যবহার করা হচ্ছে; হ্যাকিং জিনিসটা নির্ভর করে আপনার ব্রেইনের ওপর তাই প্যানিক হবেন নাকি পাওয়ারফুল হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার!

[উল্লেখ্য এই মেথড খাটিয়ে আপনি সারফেসেও এমন ফিশিং সাইট তৈরী করতে পারবেন]

ফিশিং ওয়েবসাইট তৈরী করুন:
সবার আগে https://www.mediafire.com/download/l67y77crtmwlxyl এখান থেকে ফিশিং স্ক্রিপ্ট’টি ডাউনলোড করে নিন[ অলটারনেটিভ ডাউনলোড লিংক→ https://www.datafilehost.com/d/86c2e15f] এবার https://hosting.danwin1210.me এই ওয়েবসাইটে যান এবং Register করে নতুন একটি ওয়েবসাইট তৈরী করুন [এটা নিয়ে পূর্বে বিস্তারিত বলা হয়েছে তাই লেখার কলেবর বিবেচনায় এখানে আর আলাদা করে বলা হলো না; আপনি এই ট্রিকবিডি টিউটোরিয়াল হতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ পেতে ফলো করতে পারেন]। এবার File Manager এ গিয়ে www ডিরেক্টরি’তে থাকা html ফাইলটি ডিলেট করে দিন; উপরের choose file অপশন হতে ডাউনলোড করা ঐ ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দিন।
স্ক্রিনশট→

এবার zip ফাইলটি মার্ক করে unzip করুন→

পূর্বের zip ফাইলটি মার্ক করে Delete করে দিন→

এবার আপনার সাইটে প্রবেশ করুন, দেখুন আপনার paypal ফিশিং রেডি→

এবার তাতে ভিক্টিম লগিন হলে আপনার হোস্টিং সার্ভারের cat, fat এবং ip ফাইলের ক্ষেত্রে ভিক্টিমের ইউজার মেইল, পাসওয়ার্ড, আইপি এড্রেস এমনকি ভিক্টিম ব্রাউজারের সকল তথ্য পেয়ে যাবেন।
স্ক্রিপ্ট’টির উল্লেখযোগ্য দিক হলে সাধারন হোস্টিং এর ক্ষেত্রে এটি রিডাইরেক্ট হয়ে পেপাল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়।

একটু এডভান্স: আপনি যদি একই ল্যানে এক্টিভ থাকা অন্যান্য ইউজারের পেপাল একাউন্ট হ্যাক করতে চান তবে আপনার লোকাল হোস্টে উক্ত স্ক্রিপ্ট’টি ফাইল ফরম্যাটে আপলোড করুন এরপর cain ও abel সেটিংস করুন তাহলে ভিক্টিম যখন paypal এর অফিসিয়াল সাইটে ঢুকতে যাবে তখন আপনার উক্ত ফিশিং লিংকটি পাবে এবং তার আইডি পাসওয়ার্ড Xampp ফোল্ডার htdocs এ সেইভ হয়ে যাবে।

উক্ত বিষয়টি নিয়ে পূর্বেও বলেছি তাই মন চাইলে এই টিউটোরিয়াল এর হ্যাকিং-০৩ পার্ট’টিতে ঢু মারতে পারেন।

শেষকথা: হ্যাকিং মানে স্মার্ট হওয়া, সেটা নির্ভর করে আপনার ব্রেইনের ওপর আপনার কম্পিউটারের ওপর নয় সুতরাং আহমিকা এবং পরশ্রীকাতরতা ছেড়ে যিনি টেকনোলোজিতে আগ্রহী তারই হ্যাকার হওয়ার যোগ্যতা আছে…ইন্টারেস্টিংলি ভালো ব্যাবহার করাও এক প্রকার সাইকোলজিক্যাল হ্যাকিং।

ফেসবুকে আমি→ নিশান আহম্মেদ নিয়ন

আল্লাহ হাফেজ

40 thoughts on "নিয়নবাতি [পর্ব-৩১] Paypal Account হ্যাকিং শিখুন"

  1. Avatar photo Nurul Contributor says:
    ভাই ,আপনার কাছে থেকে এইরকম পোস্ট প্রত্যাশা ছিল না।
    ফিসিং বাদে অন্য কিছু থাকলে শেয়ার করেন ।
    Thanks
  2. FAIHAD Contributor says:
    bro kivabe dark web a login account khlovo akta post koren
  3. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
    @Nurul নামের একজন কমেন্ট করেছেন কিন্তু পেন্ডিং আছে; তিনি হয়তো ভাবছেন ফিশিং হ্যাকিং হিসেবে খুব ইফেক্টিভ নয় অথচ কেবলমাত্র ফেইক ওয়াইফাই স্পট বা হটস্পট হতেও এমন ফিশিং এর সহায়তায় আপনি প্রায় সকল একাউন্টই হ্যাক করতে পারেন, যেমন একজন হ্যাকার একটি ক্যাফেতে বসে নিজের ল্যাপটপ হতে এমনি ফেইক ওয়াইফাই হটস্পট তৈরী করে ঐ ক্যাফের অন্যান্য মানুষের ব্যাংক একাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা ইনকাম করে…কফি শেষে হাওয়া!

    ইফেক্টিভ হলো সাধারন একটা বিষয়কেও অসাধারন করে ভাবতে শেখার ক্ষমতা:-)

  4. Avatar photo Rasel Tips Contributor says:
    এবার একাউন্ট ও হ্যাকিং হয় ।
  5. Avatar photo Maruf Contributor says:
    নিয়ন ভাই হেল্প করেন

    মনে করেন আমি আপনার কাছে {$$/btc} বিক্রি করব

    তাহলে কয়েনবেজ গিয়ে কোন অপশন থেকে করতে হবে

    আর ক্ষেত্রে coinbase একাউন্ট করা email address এ নাকি btc address এ dollar পাঠাতে হয়

    আমি আসলে নতুন কয়েনবেজ খুলছি

  6. Avatar photo Abrarul hoque Author says:
    ভাইয়া…আপনার হয়ত জানা নেই যে পেপাল এ Number Verification System চালু আছে।
    আপনার হ্যাকিং মেথড দিয়ে যদিও পেপাল এর মেইল & পাসওয়ার্ড পাওয়া যায় কিন্তু Number Verification এর জন্য সেটা সাক্সেসফুল হ্যাকিং হবে না।
    কারণ আপনি যখন অন্যের একাউন্ট আপনার ডিভাইস এ লগ ইন করতে যাবেন তখন আপনার আইপি & ডিভাইস পূর্বের লগ ইন হওয়া ডিভাইস এর সাথে ম্যাচ হবে না। তখন ১০০% Number Verification করেই লগ ইন করতে হবে।

    সো মানুষ কে বোকা বানানো থেকে বিরত থাকুন।

    1. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
      ভাই আপনার পোস্ট’টি বুঝতে সমস্যা আছে, দয়া করে নিজে ট্রাই করে তারপর প্রুফ সহ কমেন্ট করুন…আমি অপেক্ষা করছি।
      আর একটা কথা আমি এখানে কাকে বোকা বানিয়েছি? আপনি স্পেসিফিক করে বলুন আমার কোন কথাতে কে বোকা হলো।

      উপরন্তু প্রতিটি ওয়েবসাইট তার ইউজার আইপি নোট করে এর মানে এটা নয় যে আইপি পাল্টালে লগিন করা যায়না। এখানে যে বিষয়টি কাজ করে সেটা হলো ডিভাইস রিকোগনাইজেশনাল আইডিয়েন্টিফিকেশন।
      আর cat ও fat ফাইলে সমস্ত ইনফরমেশনই চলে অটোমেটিক চলে আসে।
      অথেনটিক লগিন চালু রাখলে সেটা ভিন্ন বিষয় তবে আপনি কেন রাখেন না? কারন আপনি নিজেই তো ফেইক নাম্বার দিয়ে বাংলাদেশে বসে পেপাল একাউন্ট খুলতে চান তাই ডিসপসিবল নাম্বার হওয়ায় সেটা এড়িয়ে চলেন, এখানে ভিক্টিমের দূর্বলতা বুঝেই ফিশিং খাটাতে হয়…হ্যাকিং মানে এটা নয় যে একটা কিবোর্ডে Hacking টাইপ করলেন আর Hack হয়ে গেল।

      তবে আপনার শেষ কথাটা বুঝতে পারলাম না যে বোকা বানানো? এটা একটা টিউটোরিয়াল, যেকোন লেখা লিখে নিজের চ্যানেল/ওয়েবসাইট প্রমোট করিয়ে সাবসক্রাইবার টেনে নেওয়া নয়, তাহলে বোকা বানানোর কথা আসছে কিভাবে??!

  7. Avatar photo Mastar Author says:
    একজন হ্যাকার একটি ক্যাফেতে বসে নিজের ল্যাপটপ হতে এমনি ফেইক হটস্পট তৈরী করে ঐ ক্যাফের অন্যান্য মানুষের ব্যাংক একাউন্ট হ্যাক করে

    ভাই ফ্যাক হটস্পট তো তৈরি করতে পারবো but৷ জারা কানেক্টেট থাকবে তাদের আমি কিভাবে আমার লিংকে ঢুকাবো??

    1. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
      cain ও abel হতে সেটিংস করুন যেন লিংকে ঢুকতে গেলে আপনার লোকাল হোস্টে এন্টার হয়
    2. Avatar photo Mastar Author says:
      Tnx vai
      নিজের ফোন দিয়া ট্রাই করলাম Kaj hosse
      ??
      you are awossam
    3. Surjo Contributor says:
      Fake hotspot kivabe banabo?
      R Cain o Abel. Ta detail bolben??
    4. Nabil1122 Contributor says:
      বুঝলাম না
  8. Avatar photo K M Faruk islam Author says:
    ভাই অপনার ধারনা হয়তো ভুল,যারা ডিপ/ডার্ক সাইট ভিজিট করতে পারে বা পেপাল এ অনলাইন ভিত্তিত কাজ করে ।তারা কখনো এই ফাঁদে পা দিবে না।

    আপনি কি এই ফাঁদে পা দেবেন….?

    1. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
      লক্ষী ভাইয়াটি হ্যাকিং মানে স্রেফ একটা পসিবিলিটি মাত্র; এখানে নিশ্চিত নিশ্চয়তা বলে কিছু হয়না!

      হুম সচেতন হলে সেটা ভিন্ন কথা তবে সুযোগ আর সাইকোলজিক্যাল মোটিভেট তথা সোস্যাল ইঞ্জিনিয়ারিং ই আসল কথা:-)

    2. Avatar photo K M Faruk islam Author says:
      সোনা ভাইয়াটি পাবলিসিটি ছেড়ে কার্যকরি পোস্ট দিন।

      যে ট্রেনে উঠতেই জানে না, তার জন্য ট্রেনে ফাঁদ পেতে লাভ কি….?

    3. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
      ট্রেনে কখনো ট্রেনের যাত্রী কাটা পড়ে না! ট্রেনের পাশে যারা দাড়িয়ে থাকে তারাই ভিক্টিম
  9. Avatar photo rex boy Contributor says:
    haire paypal o khawar buddi beroi gese?asob thik na.
  10. Avatar photo rex boy Contributor says:
    haire paypal o khawar buddi beroi gese?asob thik na.
  11. Metal head Contributor says:
    Great post vau???
    1. Avatar photo Nishan Ahammed Neon Author Post Creator says:
      ভাও???
      ভয় পাইছি???
  12. Mehedi Khan Contributor says:
    great idea but jara dark site visit korte pare tara surely trickbd ba techtuns er moto site browse korte jane.
  13. Mamun.com Contributor says:
    Vai paypale.. you can’t use paypal anymore.. Ai somossar somadhan apni janen ki
  14. Mamun.com Contributor says:
    .. you can’t use paypal anymore.. Paypal er somadhan janen ki
  15. Mamun.com Contributor says:
    .. you can’t use paypal anymore.. Paypal er somadhan janen k
  16. Avatar photo Nisstobdho Contributor says:
    ভাইয়া ভালো লিখেছেন।

    ছোট্ট একটা রিকুয়েস্ট থাকলো যে,, ডিপ এবং ডার্ক ওয়েবে মোবাইল দিয়ে সেফলি বা কোনো সমস্যা ছাড়াই ঢুকবো কিভাবে….!!

    গ্যারান্টি দিতে পারি কোনো খারাপ কাজে বা উদ্দেশ্যে ব্যবহার করবো না।অনেক আগ্রহ আছে ডিপ এবং ডার্ক ওয়েবে ঢোকার।

    1. Avatar photo K M Faruk islam Author says:
      গুগল প্লে স্টর থেকে tor এবং orbot ইন্সটল করে tor কানেক্ট করুন।এখন orbot মাধ্যমে ব্রাউজ করতে পারবেন।
    2. Avatar photo Nisstobdho Contributor says:
      সেই Tor টার ভিতরে যে সেটিংস সেটা কি করবো….!!
  17. Avatar photo Hasib106083 Contributor says:
    Vaia PayPal account er number hariye gese…oi number r nai amr kase…akhn PayPal account recovery krar Kno way ase,…??? Please help…???
  18. Rimon321 Contributor says:
    Vai Paypal Na dea Coinbase/Blockchain hacking ar post dela valo hoto
  19. Rimon321 Contributor says:
    Vaia fishing ar madhoma Bitcoin wallet hacking ar post deo
  20. Rimon321 Contributor says:
    Vaia fishing ar madhoma Bitcoin wallet hacking ar post deo

Leave a Reply