আমার কথামত হাজির হয়ে গেলাম ইমেইল স্পুফিং এর আপডেট এবং শক্তিশালি সিস্টেম সহ ইমেইল স্পুফিং অ্যাপটি নিয়ে।
আগের বার খুব সাধারন করে বানিয়েছিলাম। যার কারনে খুব অল্প সার্ভিস দিয়েই অ্যাপ সার্ভার ক্রাস করে ফেলে।
এখনের অ্যাপ এ রয়েছে ৩ টি সার্ভার।তাই একটি দিয়ে সমস্যা হলে অন্যটি দিয়ে ট্রাই করতে পারবেন।যা দিয়ে যেকোনক সময়ই ইমেইল পাঠাতে পারবেন।
ইমেইল আর স্পাম ফোল্ডারে জমা হবে না।
গুগল এর নতুন API ব্যবহার করায় এখন গুগল তা spam হিসাবে নিবে না।তাই মেইল যাবে সঠিক ভাবে।
আর মেইল করতেও কোনো ঝামেলা হবে না।
তাহলে এভার অ্যাপটি ডাউনলোড করে নিন
এবার দেখুন অ্যাপটি চালু করলেই ৩ টি সার্ভার পেউএ যাবেন।Server1,2,3 এখন যত বার মেইল পাঠাবেন ততবার ভিন্ন,ভিন্ন সার্ভার ব্যবহার করবেন।এতে করে সমস্যা হবে না এবং অ্যাপ আপডেট করতে হবে অনেক পরে।এতে আপনার আমার উভয় এরই কষ্ট কম হবে।
এবার মেইল করার জন্য যেকোনো একটি সার্ভার নিয়ে নিন এবং মেইল শুরু করুন।মেইলিং প্রসেস আগের মতোই।
দেখুন আমার করা টেস্টিং মেইল চলে গিয়েছে।আসা করি আপনাদের কোনো সমস্যা হবে না।যদি কোনো সার্ভারে সমস্যা দেখেন তবে তখন অন্য সার্ভার ব্যবহার করবেন।যদি দেখেন সব সার্ভারে সমস্যা তবে মিনিট ৫ পরে ট্রাই করবেন।
আর যদি দেখেন মেইল যাচ্ছে না তবে অ্যাপ এ দেওয়া Admin বাটনে ক্লিক করে আমাকে জানাবেন।
আবার হাজির হবো নতুন কোনো ট্রিক নিয়ে।তত দিনের জন্য বিদায়।
amar link and app thik ache.