আবার অনেক দিন পরে আপনাদের সাতগে সেয়ার করব কিভাবে ফ্রি আনলিমিটেড ব্রাউজিং করবেন যেকোনো সাইটে।
তাহলে আপনাকে নিচের স্ক্রিনশট গুলো ভালো ভাবে ফলো করতে হবে।
ফ্রি ব্রাউজিং করতে অবশ্যই আপবার একটি জিপি,এয়ারটেল বা রবি সিম থাকতে হবে।
এবার আপনার জিপি সিমে ডাটা চালু করুন।মনে রাখবেন সিমে যেন কোনো এমবি বা টাকা না থাকে।
এবার যেকোনো ব্রাউজার এ যেয়ে 0.freebasics.com ফ্রিবেসিক এ যান।এবং স্ক্রল ডাউন করে একদম নিচে আসুন আরো বিনামূল্যে পরিষেবা যোগ করুন বাটনে ক্লিক করুন।
এবার আসবে সাইট যোগ করার পালা।এবার আপনি নতুন পেইজের সারচ বক্সে লিখুন Mytipsmela.cf
এবং প্রথমে যেই সাইট আসবে তা যুক্ত করে নিন।
এবার সাইট যুক্ত করার পর সাইটে প্রবেশ করলেই দেখবেন ৩ টি সারভার আছে।এখন যেকোনো একটি সারভার এ যেয়ে আপনার ভিজিট করবেন তার URL দিন এবং দেখবেন সাইটে ফ্রি আনলিমিটেড ব্রাউজ করতে পারছেন।
আমি ডেমো দেখানোর জন্য Trickbd তে আসলাম।
দেখুন সাইট কত সুন্দর লোডিং হয়ে গিয়েছে।
এই ট্রিকটি মাঝে কিছুদিন বন্ধ রাখা হয়েছিল।এখন আবার চালু হয়েছে।তাই আপনাদের এটার আপডেট দিয়ে দিলাম।
আর যদি কারো এই সাইটের স্ক্রিপ্ট লাগে তবে আমাকে ফেইসবুকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।
14 thoughts on "[Hot Post]আবারো নিয়ে এলাম জিপি,রবি,এয়ারটেল এ আনলিমিটেড ফ্রি ব্রাউজিং।"