আজ আমি আপনাদের দেখাব কিভাবে একটা ফোন থেকে আর একটা ফোনে কি হচ্ছে না হচ্ছে সব দেখবেন।

.

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ফোন থেকে দেখতে পাবেন আপনার বন্ধু কি করছে ফেইসবুক চালাচ্ছে নাকি ভিডিও দেখছে। এক কথায় আপনার বন্ধুর ফোনের ডিস্পেলে আপনার নিজের ফোনে শো করবে। তবে এই কাজটি তখনি করতে পারবেন যখন আপনার বন্ধু আপনাকে পারমিশন দিবে এটা করার জন্য কারন তার ফোনটা অবশ্যই দরকার লাগবে

.

ধরুন আপনি ফোন এর সব কিছু বোঝেন। আপনার একটা বন্ধু বা গার্লফ্রেন্ড বা অন্য কেউ আছে সে বাহিরে বা অন্য কোনো স্থানে থাকে ফোনের তেমন কিছু বোঝে না। সে যদি আপনাকে বলে আমি এইটা পারছি না বা আমি এইটা কিভাবে করব। তখন আপনি আপনার বন্ধুর/গার্লফ্রেন্ডের ফোনে এই অ্যাপটির মাধ্যমে তার ফোনের সবকিছু আপনি দেখতে পারবেন এবং তাকে বোঝাতে পারবেন কোনটা কিভাবে কি করতে হবে।

.

আসলে এটা তো কোনো হ্যাকিং না, বাট হ্যাকিং এর মতোই। অনেক সুবিধা পাওয়া যাবে এটা দিয়ে। আসলে আমি যাস্ট নিয়মটা শেয়ার করবো আপনাদের সাথে। তারপর আপনারা সেটা কিভাবে কাজে লাগাবেন তা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার।


যা যা লাগবেঃ

  • এন্ড্রোয়েড ফোন
  • নেট কানেকশন
  • যার ফোন তার পারমিশন
  • দুটো অ্যাপ লাগবে

অ্যাপ ডাউনলোড

মনে রাখবেনঃ

  • যার ফোনের ডিসপ্লে দেখতে চান তার ফোনে Team viewer Quick Support অ্যাপটি ইনস্টল রাখতে হবে।
  • আর আপনার ফোনে Team viewer remote control অ্যাপটি ইনস্টল থাকতে হবে। (ভালোভাবে মনে রাখুন)

স্কিনশর্ট

আপনার ফোনেঃ

অ্যাপটি ইনস্টল করে অপেন করুন। তারপর যা যা পারমিশন চাইবে সব এনাবল করে দিন।

তারপর OK/GOT IT লেখায় ক্লিক করে দিন।


বন্ধুর ফোনেঃ

বন্ধুর ফোনে এটা ইনস্টল করবেন। তারপর অপেন করে যা যা পারমিট চাইবে সব অন করে দিবেন।

তারপর সে একটা আইডি কোড পাবে। সেই আইডি কোডটা আপনি বন্ধুর থেকে চাইবেন। এই কোডটাই মেইন জিনিস। এটা ছাড়া কিছুই পসিবল হবেনা।


কোড পাবার পরঃ

কোড আপনি পাবার পর আপনার ফোনে যে অ্যাপটি ইনস্টল করছিলেন সেটা অপেন করেন এবং অপেন করার পরে সবার প্রথমেই খালি বক্স পাবেন Partner ID লেখা থাকবে সেখানে আপনার বন্ধুর ফোনে যে কোডটা পেয়েছেন সেটা বসিয়ে Remote Control এ ক্লিক করুন।

তখন আপনার বন্ধুর ফোনে একটা নোটিফিকেশন যাবে মানে পারমিশন যাবে তখন সে Allow যদি করে তখন সাথেসাথে আপনার ডিসপ্লেতে আপনার বন্ধুর ফোনের ফুল ডিসপ্লে শো করবে। তবে আপনি যখন আপনার ফোনে আপনার বন্ধুর কোডটা বসাবেন তখন আপনার বন্ধুকে অবশ্যই তার ফোনে থাকা অ্যাপটির মধ্যে থাকতে হবে। মানে তাকে অ্যাপটি অপেন করে রাখতে হবে। তা নাহলে পারমিশন এপ্রুভ হবেনা। মানে Allow করার জন্য কোনো নোটিফিকেশন যাবেনা। একবার Allow করা হয়ে গেলে তারপর সে তার ফোনে যা করবে সব আপনি দেখতে পারবেন। আর এটা করতে অবশ্যই দুজনের ফোনেই ডাটা কানেকশন থাকা লাগবে। মানে এমবি থাকতে হবে।


ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।

.

নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।


প্রথম প্রকাশিতঃ

TipsJano.COM


যেকোনো প্রয়োজনে,

  • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
  • মেসেন্জার গ্রুপঃ Join Now



19 thoughts on "[Phone Control] ছোট একটি অ্যাপের সাহায্যে এক ফোন থেকে দেখে নিন অন্য ফোনে কি হচ্ছে না হচ্ছে ?"

  1. pradip Contributor says:
    Mb kamon katba?
  2. pradip Contributor says:
    App hide hoba na?
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      na
      but update version e hyle hyte o pare.
  3. MD Shakib Hasan Contributor says:
    App hide হবে নাকি তা না জেনেই পোস্ট করছেন
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      হবেনা। বাট নতুন আপডেটে হলে হতে পারে। আর তাছাড়া এটা কোনো হ্যাকিং অ্যাপ না যে এটা হাইড হতে হবে। এটা যাস্ট অনেক ক্ষেত্রে এক ফোন থেকে অন্য ফোনে কোনো প্রব হলে সোলব করার কাজে ট্রাই করতে পারেন। যেমন নিজের গফের ফোনে প্রব হলে সে দূরে থাকলে এভাবে তার ফোন ঠিক করতে পারবেন।
  4. Mim Akter Author says:
    Wow,
    great. Ami o akta chaler mobile a trie korbo.
  5. Rm+Tomal Subscriber says:
    Nice…

    আজকের খেলা গুলোর সময় সূচী টিভিতে
    http://bit.ly/33PVlpb

  6. Mahmudmuktadir Contributor says:
    Na amadero etao bolen
    Kivabe play store e dukte hoi
    Jotosob abal dia trickbd shes
  7. Raihan_Islam Author says:
    Good post…
    বাট অন্য কোন অ্যপের জন্য অপেক্ষায় থাকলাম, যেখানে victim ফোন অনলাইনে থাকলে অটো সব আপডেট হয়ে থাকবে, যেমনটা spy অ্যাপ করে থাকে..!!?
  8. bulbul712 Contributor says:
    Vai Shudhu Allow dilei too hobe tai na ..Ooo Jodi App ta na kore Tobuo ki Ami Dekhte pabo …. mane pH ee install dawya thakbe kintu oitai dhukhbe na ….amk allow dibee tahole ki Ami control Korte parbo

Leave a Reply