হেলো ফ্রেন্ডস, আপনাদের সাবাইকে এই আর্টিকেলে স্বাগতম। প্রথমেই ট্রিকবিডি অ্যাডমিনকে আমাকে অথর করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমার ট্রিকবিডিতে প্রথম আর্টিকেল, তাই কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন।

বন্ধুরা আমরা অনেকেই ডেক্সটপে নেট ব্রাউজিং করে থাকি। তো বন্ধুরা আজকাল আমাদের এতগুলো করে অনলাইন একাউন্ট যে একটি একাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে গিয়ে আরেকটি একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই! হ্যাঁ এটাই স্বাভাবিক! তো বন্ধুরা আমরা যোজন নিজস্ব পিসি বা ল্যাপটপ থেকে লগইন করি তখন পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখি, তাই না? তো আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান আর যদি সেটা আপনার পিসির ব্রাউজারে সেভ করা থাকে তাহলে আপনি সেই পাসওয়ার্ড কিভাবে দেখবেন সেটাই আমি আজ আপনাদের দেখাব। আবার সব ওয়েবসাইটে পাসওয়ার্ড সো করার অপশন থাকে তাই আমরা যখন অনেক বড় পাসওয়ার্ড ইনপুট করি তখন একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এই পদ্ধতি অবলম্বন করে আপনি দেখে পাসওয়ার্ড ইনপুট করতে পারবেন, তাই না? তো চলুন শুরু করা যাক।

  • প্রথমেই যে ওয়েবসাইটের সেভ করা পাসওয়ার্ড দেখতে চান ওই সাইটে প্রবেশ করুণ।
  • লগ ইন ফরমে যে ইউজারনেমের সাথে সেভ করা পাসওয়ার্ড দেখতে চান সেটা সিলেক্ট করে দিন।
  • এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ‘Inspect‘ সিলেক্ট করুণ, তাহলে পেজের সোর্শ কোড গুলো দেখাবে।
  • এবার কোডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করার পর ‘Ctrl + F’ চেপে ফাইন্ড বক্সে password লিখে input type=”password” খুজে বের করুন।
  • এবার খুজে পেলে inpur type=”password” যে লেআউটে আছে সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Edit As HTML সিলেক্ট করে inpur type=”password” এর জায়গায় input type=”text” দিন।
  • এবার টপ-রাইটে থাকা ক্লোজ আইকনে ক্লিক করে সোর্স কোড ক্লোজ করুণ। এবার দেখুন পাসওয়ার্ড বক্সে ডট দেখানোর পরিবর্তে পাসওয়ার্ড দেখাচ্ছে।

সতর্কতাঃ

এই ট্রিক শুধু আপনার নিজের ভুলে যাওয়া সেভ থাকা পাসওয়ার্ড বের করার জন্য, অন্য কারুর পিসিতে সেভ রাখা পাসওয়ার্ড চুরি করার জন্য নয়! আর যাদের পিসি অন্যরা ইউজ করে তাদের পাসওয়ার্ড সেভ না রাখার জন্য রেকমেন্ড করা হলো।
আশা করি বুঝে গেছেন। আজকের মতো এই পর্যন্তই, আগামিতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে। সবশেষে বলবো এই আর্টিকেলটি যদি আপনার ভাল লাগে তাহলে আমার ব্লোগার সাইট www.trickjal.xyz ভিজিট করার অনুরোধ রইলো, ধন্যবাদ

13 thoughts on "ডেক্সটপ ক্রোম ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ড দেখার নিয়ম"

  1. Avatar photo RS ABUBOKOR Contributor says:
    ট্রিকবিডিতে প্রথম পোস্ট তাদের আবার ফালতু পোস্ট।এমন পোস্ট আরো কয়েকটা আছে।
  2. Avatar photo Mahbub Author says:
    নাইস পোস্ট ভাই আমিও অনেকটা এরকম টাইপের পোস্ট করেছি তবে পোস্ট এখনো পেন্ডিং ?
    1. Avatar photo Mahbub Author says:
      এটাই সাইন্স ?। গুড লাক ভাই আপনার পোস্ট অনেক সুন্দর হইছে ?
    2. Avatar photo Sakhawat Author Post Creator says:
      Thanks…
  3. Avatar photo SOYEB Author says:
    মনসম্মত লেখক হও এটাই কামনা করি। পোস্ট অনেক সুন্দর হয়েছে।
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      অনেক ধন্যবাদ
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      thanks.
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      thanks.
  4. emonnath Contributor says:
    chorme browser update dile seta r kaj kre na….
    er solution ki???
    model: symphony R100
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      bolte pari na!
      Ami Windows PC theke chorome use kori.
  5. Avatar photo Gangster Contributor says:
    ফিশিং সাইট ক্রিয়েট করা নিয়ে একটি পূর্ণাঙ্গ পোস্ট চাই।

Leave a Reply