আসসালামুআলাইকুম।
আজ আমি আপনাদের শেখাবো কিভাবে telegram এ খুব সহজে যেকোনো ফাইল ডাউনলোড করার মিরর bot তৈরি করবেন।
আমাদের সবাইরে তো নানা ফাইল , কোর্স , torrent ডাউনলোড করা লাগে। তবে বেশিরভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রা ডাউনলোড স্পীড আসল স্পীড থেকে ১০% দিয়ে থাকে। আবার টরেন্ট ফাইল এ স্পীড পাওয়ায় যায় না। এর জন্য আমাদের এই মিরর বট আমাদের ফাইল গুলো ড্রাইভ এ আপলোড করে লিংক দিবে। আর আপনারা তা জানেন ই গুগোল ড্রাইভ এর ডাউনলোড স্পীড কেমন।
এই টিউটোরিয়াল টি বোঝানোর সুবিধার্তে 3 পার্ট গুছিয়ে নিয়েছি | আজকে দেখাবো কিভাবে গুগল ড্রাইভ এ আনলিমিটেড স্টোরেজ নিবেন এবং cloudfare drive index তৈরি করবেন।
First things fist,আমরা একটা নতুন গুগল একাউন্ট করে নিবো। কারণ আমাদের গুগল ড্রাইভ এবং কনসোলে এর কিছু access দিতে হবে।
Unlimited ড্রাইভ স্টোরেজ নেয়াটা অনেক সহজ। এই সাইটে= hackgence গিয়ে শুধু gmail আর একটা ইউনিভার্সিটিতে সিলেক্ট করে সাবমিট করলেই গুগল ড্রাইভ এ একটি shared ড্রাইভ অ্যাড হবে। এটা নিয়ে ট্রিকবিডিতে আগেও পোস্ট আছে। তাছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি এই সার্ভিসটি পেতে পারেন।
এরপর গুগল ড্রাইভ এর shared ড্রাইভ folder এ গিয়ে লিঙ্ক এর দেখানো অংশটা নোটপ্যাড এ কপি করে রাখুন।—-(1)
*Public share করতে চাইলে shared ড্রাইভ এর ভিতরে একটা ফোল্ডার খুলে ভিডিওর মত করে ফোল্ডার এর পারমিশন পাবলিক করে দিয়ে ওই ফোল্ডার এর ভিতরে গিয়ে তারপর url এর part ব্যাবহার করবেন।
এই gitlab repo থেকে স্ক্রীনশট এ দেয়া এই লিঙ্ক এ যান এবং gmail দিয়ে লগইন করুন। ( গুগল ড্রাইভ এর অ্যাকসেস চাবে)
লগইন গোয়ে গেছে একটি ড্রাইভ auth টোকেন পাবেন সেটা কপি করে নোটপ্যাড এ কপি করে রাখুন।
স্ক্রীনশট এর মত আগের tab এ ফিরে যান।এবং ড্রাইভ এর authentation token আপনার bot এর নাম এবং directory তে (1) এ কপি করা গুগল ড্রাইভ এর লিঙ্ক সেগমেন্ট টি পোষ্ট করে জেনারেট করুন। এবং জেনারেটেড কোড টি কপি করে নোটপ্যাড এ সেভ করে রাখুন।
এখন cloudfare এ গিয়ে একটি একাউন্ট খুলে নিন।(subdomain bot এর নাম দিতে পারেন) আর ড্যাশবোর্ড থেকে cloudfare workers এ যান।then create new workers.
কপি করা (৩) কোড টি এখানে paste করুন।
তারপর ২৩, ২৪ নম্বর লাইন থেকে files list per page, search list per page আপনার ইচ্ছামত করে দিন। (Recommanded 250)
এছাড়া edit these value টাইটেল এ দেয়া কোড টুকুর সবকিছু চেঞ্জ করতে পারবেন. লোগো,apperance , theme সাইট টাইটেল, ক্রিডিটস, কন্টাক্টস ইত্যাদি|
এডিট হয়ে গেলে save and deploy বাটন এ ক্লিক করবেন আর স্ক্রিনশট এ দেখানো লিংক তা নিজের মতো এডিট করে নিবেন. তারপর লিংক এর পাশের preview in a new tab আইকন এ ক্লিক করবেন|
এখান থেকে আপনার ইনডেক্স এর সবকিছু চেক করে নিবেন কোনো চেঞ্জ করা লাগলে আবার সেভ করে প্রিভিউ করবেন|
এখন যেকোনো ফাইল গুগল এর শেয়ার্ড ড্রাইভ এ রেখে দেখেন এখানে দেখাচ্ছে|
cloudfare ড্রাইভ ইনডেক্স বানানো শেষ|
আজ এই পর্যন্তই| নোটপ্যাড এর টেক্সট ফাইল টি সেভ করে রাখেন পরে কাজে লাগবে| নেক্সট পার্ট এ আমরা telegram api টোকেন, গুগল কনসোল এর credential.json, এবং github repo নিয়ে কাজ করবো|2nd পার্ট টি fastদেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ|আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন| আমি সবার কমেন্ট এর ইনস্ট্যান্ট reply দেয়ার চেষ্টা করবো|সবাই ভালো থাকবেন| কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন| ধন্যবাদ|
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।
অন্য ব্রাউজার এ try করুন
নতুন একাউন্ট দিয়ে try করুন
Except:
Ask me again। I’ll contact you. ?
https://www.facebook.com/fbashim
telegram: MD_S_FaHiM
Workflow link – https://github.com/techharz/mirrorbot-workflow & https://github.com/techharz/mirrorbot-workflow2