আস্সালামুআলাইকুম
আজ আমি আপনাদের জন্য উইন্ডোস ১১ এর rdp নিয়ে এসেছি । অনেকে আমার মতো কোন কনফিগ এর জন্য উইন্ডোস ১১ ইনস্টল করতে পারেন নাই। তাদের কথা চিন্তা করেই এই পোস্ট করা । তবে উইন্ডোস ১১ use ছাড়া অন্য কাজ ও করতে পারবেন ।
rdp কনফিগারেশন:
ram ৬ জিব
প্রসেসর QEMU Virtual CPU version 2.0.0 2.00 GHz
architecture x৬৪
vm uptime = ১ hour
১. প্রথমে এই লিংক এ গিয়ে একটা একাউন্ট খুলে নিন
২. এরপর এই লিংক https://www.katacoda.com/openshift/courses/subsystems/container-internals-lab-2-0-part-1 এ যান এবং নিচের এই বাটন এ ক্লিক করুন|
৩. কিছুক্ষন অপেক্ষা করেন এবং দেখেন আপনার জন্য একটা terminal তৈরী হয়ে গেছে|
৪. এবার এই কম্যান্ড গুলা terminal e পেস্ট করে এন্টার দিন
sudo su
wget -O Katacoda_Windows11SuperLite.sh https://bit.ly/2URPD7y
chmod +x Katacoda_Windows11SuperLite.sh
./Katacoda_Windows11SuperLite.sh
৫. এবার ngrok.io তে গিয়ে আপনার auth টোকেন টি কালেক্ট করে নিন টার্মিনাল এ ফিরে আসুন। দেখেন আগের প্রসেস গুলো কমপ্লিট হয়ে গেলে ngrok এর auth চাবে ওটা পেস্ট করে এন্টার দিন
৬. এরপর ১-২ মিন এর মধ্যে আপনাকে rdp এর credentials দিয়ে দিবে । তারপর ২-৪ মিন অপেক্ষা করবেন বুট হওয়ার জন্য
৭. এবার যেকোনো rdp clint ব্যবহার করে rdp তে লগইন করুন ।এন্ড উইন্ডোস ১১ rdp is ready you . enjoy:)
আমাদের টেলিগ্রাম গ্রুপ = https://t.me/unknownintellect
Thanks for sharing.
Sobai kno RDP eto use korte chai?
আপনি বাসায় বসে সার্ভার এর একটা পার্ট কন্ট্রোল করতে পারবেন। Rdp, vnc, vps এগুলা সার্ভার বা অন্য কম্পিউটারে এর কাজের জন্য বানানো। আমাদের অনেকের কম্পিউটার low config। ইন্টারনেট স্পীড slow । এই কারণে এসব server এ remotely অনেকে গেম khele। কাজ করে। অনেকে mining করে। অনেকে আবার অ্যাটাক চালায়। Web hosting করে। আরো অনেক কিছু।
গ্রেট কনটেন্ট।