File:Hacker tourism banner Keyboard.jpg - Wikimedia Commons

আসসালামুয়ালাইকুম

কি বলে যে শুরু করবো । জীবনে কোনো কিছুর সূচনা করা টাই অনেক কষ্টের। সূচনা র পর তো running বাকি সব হয়ে যায় ।

আজ কোনো বড় বড় hecking টুল নিয়ে বলবনা। বলবো একটা ছোট্ট লিনাক্স কমান্ড নিয়ে । যার অস্তিত্ব প্রায় নাই। যাকে আর কেউ ভালোবাসেনা । পরে থাকে সিস্টেম এর মধ্যে ।

 

 

হ্যা সেই useless কমান্ড গুলোর একটা হলো yes কমান্ড ।

 

 

কমান্ড তার basic কাজ:

 

Yes কমান্ড যেকোনো কিছুকে infinite loop এর মধ্যে দিয়ে আউটপুট করে।

 

 

Input :
Yes
Enter_..

 

 

Output :

Yes

Yes

Yes

Yes

Yes

…….

 

 

 

 

 

মনে আপনি যদি টার্মিনাল এ yes লিখে এন্টার দেন তাহলেই দেখবেন । এমন আসতেসে। একপর্যায়ে টার্মিনালটি freez হয়ে যাবে। সাধারণ লুপ এ যেমনটা হয় আর কি।

 

 

Yes এর সাথী আরেকটা argument বসাই দিলে ওই ওয়ার্ড তার লুপ হবে । যেমন

 

$Yes hecker

 

 

Output :

hecker

hecker

hecker

hecker

……..

 

 

 

 

 

Yes কমান্ড দিয়ে কি করতে পারি:

Yes কমান্ড টি যেহেতু একটা loop তাহলে ভাবেন ত আমরা যদি এইটা করি:-

 

#yes | apt install upgrade

 

হুঁ ঠিক ধরেছেন । আপনাকে আর বার বার y চাপতে হবেনা ।

 

 

 

 

তাহলে আপনাকে আর কম্পিউটার এর সামনে থেকে বার বার ওকে করতে হবেন ।

 

এমন অনেক কমান্ড এর সাথে আপনি yes কমান্ড টি জুড়ে দিতে পারবেন।

as like : yes | echo > text.txt

 

আপনারা যারা programmer তারা তো অলরেডী বুঝে গেছেন এইটা কতটা কাজে লাগবে ।
যেকোনো bash স্ক্রিপ্ট এ এই কমান্ড টা দিয়ে ৫ ৬ লাইন এর লুপ এর কমান্ড লেখা লাগবেনা।

 

কমান্ড টি এতটাই সিম্পল । কিন্তু এইসব কমান্ড ই মাঝে মাঝে অনেক handy হতে পারে । আপনাকে লিনাক্স এ ভালো হতে হলে শিখতে হবে কোনো কাজ অনেক তাড়াতাড়ি করার । শর্টকাট করে করা শিখতে হবে।

 

আজ এই পর্যন্তই।

 

 


Linux , hecking বা অন্য কোনো technology related কিছু র সাহায্য এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ ।

https://t.me/unknownintellect

 

 

 

 

polite Politely logged out ??

10 thoughts on "Hecking with most useless Unix commands | Kali | termux (part 1)"

  1. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    মারাত্মক হইছে। আরো পোস্ট চাই এমন❤️
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      thanks for commenting bro
  2. Ridoy6979 Contributor says:
    Ami kisui bujhte parlam na vi
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      ? . বিষয়টা দুঃখজনক
  3. Mahibull Contributor says:
    বাই কিবাবে Rat বানাবো। এব; জে কোনো মোবাইল কন্ট্রোল করবো নতুন পোস্ট চাই।
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      একজন পোস্ট কোর্সে maybe rat নিয়ে। 2 nd পাতায় দেখেনট্রিকবিডির।

      আর কোনো সমস্যা হলে গ্রুপ তো আছেই

  4. SAIMON Contributor says:
    Pubg ফ্রি ইউসি কি ভাবে পাওয়া যায়, তার পোষ্ট চাই
  5. Abdus Saaim Contributor says:
    OpenBullet//SilverBullet Diye Premium Account Cracking Niye Post Chai…
    Please eta niye post koren…

Leave a Reply