প্রশ্ন: মাননীয় মুফতী সাহেব হুজুর ।
ইসলামী সঙ্গীত শোনা , বা গাওয়া ,
কী জায়েজ ? এব্যাপারে কোন হাদীস
আছে কী ? ।
উত্তর:
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻤﻦ
দফ বা বাজনা ছাড়া নিরেট ইসলামী
সংগীত তথা হামদ-নাত, জাগরণী
সংগীত
ইত্যাদি গাওয়া এবং শোনা জায়েজ
আছে।
তবে খেয়াল করতে হবে, যেন এর
দ্বারা
ইবাদতের মাঝে গাফলতী কিংবা
ক্ষতি না
হয়।
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ، ﻗﺎﻝ : ﺟﺎﺀﺃﻋﺮﺍﺑﻲ ﺇﻟﻰ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ، ﻓﺠﻌﻞ ﻳﺘﻜﻠﻢ ﺑﻜﻼﻡ ، ﻓﻘﺎﻝﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ : ( ﺇﻥ ﻣﻦ ﺍﻟﺒﻴﺎﻥ ﺳﺤﺮﺍ ، ﻭﺇﻥ ﻣﻦ ﺍﻟﺸﻌﺮﺣﻜﻤﺎ
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত।
একজন
আসল।
তারপর সে বিশেষ ভঙ্গিমায় কথা বলল।
তখন
রাসূল সাঃ বললেনঃ নিশ্চয় কথন
পদ্ধতিতে
যাদু রয়েছে। আর কবিতায় আছে
হিকমাত
তথা গভীর প্রজ্ঞা। {সুনানে আবু দাউদ,
হাদীস
নং-৫০১১}
ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
ﻗﺎﻝ ( ﺇﻥ
ﻣﻦ ﺍﻟﺸﻌﺮ ﻟﺤﻜﻤﺔ
হযরত উবাই বিন কাব রাঃ থেকে
বর্ণিত।
রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ নিশ্চয়
কবিতা-
শেরের মাঝে রয়েছে হিকমাহ। {৩৭৫৫}
ﺣَﺴَّﺎﻥَ ﺑْﻦَ ﺛَﺎﺑِﺖٍ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭِﻱَّ ﻳَﺴْﺘَﺸْﻬِﺪُ ﺃَﺑَﺎ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺃَﻧْﺸُﺪُﻙَ ﺍﻟﻠَّﻪَ
ﻫَﻞْ
ﺳَﻤِﻌْﺖَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُ ﻳَﺎ ﺣَﺴَّﺎﻥُ ﺃَﺟِﺐْ
ﻋَﻦْ
ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻳِّﺪْﻩُ ﺑِﺮُﻭﺡِ ﺍﻟْﻘُﺪُﺱِ
ﻗَﺎﻝَ
ﺃَﺑُﻮ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻧَﻌَﻢْ
হযরত হাসসান বিন সাবেত আনসারী
হযরত আবূ হুরায়রা রাঃ কে আল্লাহর
কসম
দিয়ে একথার সাক্ষ্য চেয়ে বলেনঃ
আপনি
কি রাসূল সাঃ কে একথা বলতে
শুনেছেন,
হে হাসসান! রাসূলুল্লাহ সাঃ এর পক্ষ
থেকে
[কবিতার মাধ্যমে মুশরিকদের] জবাব
দাও। হে
আল্লাহ! হাসসানকে রূহুর কুদুস [জিবরাঈল]
দ্বারা সাহায্য কর। আবূ হুরায়রা রাঃ
বলেন,
হ্যাঁ। {সহীহ বুখারী, হাদীস নং-৪৫৩}
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
good post