(মঙ্গলবারের) আগে নেপালে
ভূমিকম্পের পর থেকেই বিশ্বজুড়ে বেড়েছে
ভূমিকম্পের প্রবণতা। আধুনিক বিশ্বে বড় একটি
আতঙ্কের নাম ভূমিকম্প। ইহা থেকে রক্ষা পেতে
নিচের দোয়াটি পড়তে বলেছেন মহানবী (স:)।

বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল
আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম

রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার
পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে
হেফাজতে থাকবে। এছাড়াও যে কোন দূর্যোগ

থেকে রক্ষা পেতে পড়তে পারেন এই দোয়া।

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ
জোয়ালিমিন

রাত্রে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে
নিতে পারেন। এই আয়াতের ফযিলত আল্লাহর কাছে
সব চেয়ে বেশি। যে এই আয়াত পড়ে ঘুমোতে
যায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাকে, তার পরিবারকে ও তার
প্রতিবেশীকে সকল বিপদ থেকে রক্ষা করেন।

5 thoughts on "ভূমিকম্প থেকে রক্ষা পেতে রাসূল ( সাঃ) এই দোয়াটি পড়তে বলেছেন!"

  1. Avatar photo md aiyub Contributor says:
    arobite lekhen
  2. Avatar photo Md Khalid Author says:
    Arobi ta lekha o hadit er reference ta lekha uchit vaia.
  3. Nirjon sihab Contributor says:
    ভাই ফাই হইছে ……..! 🙂

Leave a Reply