প্রশ্ন:

ঘরে ক্যালেন্ডার বা ওয়ালপেপারে পবিত্র কুরআনের আয়াত লিখা ব্যবহার হয়, আবার কখনো হাদিস পাওয়া যায়, কুরআনের আয়াত ও হাদিস লিখা এই ক্যালেন্ডার দিয়ে অনেকেই বই বাঁধাই করে থাকে। ইসলাম এ ব্যাপারে কি বলে?

উত্তর:

পবিত্র কুরআনের আয়াত আল্লাহ তায়ালার কালাম আর পবিত্র হাদিস শরীফ হল নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ বা মতামত। তাই এটি প্রদর্শনের বস্তু হতে পারে না।

ক্যালেন্ডার সাধারণত বছর শেষে ফেলে দেওয়া হয়। আর এই ফেলে দেওয়া ক্যালেন্ডারটি হয়তো বা ডাসবিনে কিংবা অন্য কোথাও স্থান পায় এটা পবিত্র কুরআন ও হাদিসের সাথে বেয়াদবি।

যদি কারও কাছে এই ধরনের ক্যালেন্ডার থাকে থাকলে তা বছর শেষে যত্ন করে রাখতে হবে আর যত্ন করে না রাখতে পারলে তা পুরিয়ে ছাইগুলো কোনো পবিত্র স্থানে দাফন করে দিতে হবে।

আর যদি ওয়ালপেপারে পবিত্র কুরআনের বা হাদিস লিখিত থাকে তাহলে তা পরিস্কার-পরিছন্ন করে রাখতে হবে। অন্যথায় গুনাহগার হবে এবং কুরআন হাদিস অবমাননাকারী হিসাবে গণ্য হবে।

তথ্যসূত্র: ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১০৯; আলবাহরুর রায়েক ২/৩৭; আদ্দুররুল মুখতার ৪/১৩০

6 thoughts on "কুরআনের আয়াত লেখা কাগজ দিয়ে বই বাঁধাই করা যাবে কি?"

  1. IMDAD SHUVRO Author says:
    জানানোর জন্যে ধন্যবাদ,,
    1. Tuhin Contributor Post Creator says:
      Tnx bro
  2. Lipon Islam Author says:
    alhamdulillah.,, valo post
  3. Tuhin Contributor Post Creator says:
    ধন্যবাদ সবাইকে আপনাদের উৎসাহ পেলে আরো ভাল ভাল পোস্ট করার চেষ্টা করব

Leave a Reply