আসসালামু আলাইকুম, রোজাদার দের জন্য একটি মুনকার হাদিস ছবিসহ আলোচনা করতে চাই।
হাদীস সংগ্রহে সর্বাধিকারী ইমাম বুখারী (র: ), তার কিতাবে এমন হাদীস আসেনি। অন্য সিহাহ সিত্তা (মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিজি,ইবনে মাজাহ) তেও আসেনি, অথবা অন্য কোন সহীহ হাদীস কিতাবেও আসেনি।
অথচ বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানী রা ব্যাবসায়ের ক্ষেত্র করে এসব করেছে, এই ৩ ভাগ করা অন্য কোন দেশে নেই।নিচের ছবি ২ টি সঊদী আরবের রিয়াদ থেকে তোলা,
কেউ আত্মীয় থাকলে ফোন করে জেনে নিতে পারেন। এদেশে হয়তো অনেকে না বুঝে এসব করছে অথচ যার জন্য রোজা তার কথা খুঁজে দেখেনা তিনি কি বলেছেন। আল্লাহ প্রতি রাত প্রতি দিন ই তিনি বান্দাহদের দুয়া কবুল করেন, ক্ষমা করেন। (আল-হাদীস)
আর রমজানের ৩০ দিন ই, ৩০ রাতই ক্ষমা, রহমত ও নাজাতের।
তাই,
→ বেশি বেশি দান সাদকাহ করুন।
→ বেশি বেশি জিকির করুন।
→ বেশি বেশি তাওবাহ,ইসতিগফার পড়ুন।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
——- ছবি সংগ্রহ – মো: আব্দুল্লাহ ভাই। রিয়াদ,সৌদী আরব থেকে।
এই পোস্ট ১০০% সঠিক….
সৌদিআরব এর মত যায়গায় যেখানে এই ধরনের কোন ভাগ নেই…
সেখানে বাংগালি কিছু বেশি বুঝবান লোক আছে ওই দুর্বল হাদিস টাকে ই সহিহ করার জন্য উল্টাপাল্টা অযৌক্তিক কথা বলে…
একটা কথা মনে রাখবেন…
সৌদিআরব হল নবিজীর জম্ম স্থান সেখানের থেকে কখনো কোন ভুল কিছু পালন এর সুযোগ নেই…
বাংলাদেশ এ ভুল থাকতে পারে…ওখানে না
—-১. আমার দেয়া সুত্র সঠিক কিনা যাচাই করে। বিদেশে ফোন করে।
—-২. বাংলাদেশে যেকোন আলেম, মুফতি দের জিজ্ঞাসা করে।
—-৩. নিজে কুরআন, সহীহ হাদীস পড়ে।
—————–
রোজা অধ্যায়ে জীবনেও কোন হাদীসে এটা পাবেন না যে রোজা ১০,১০,১০ এ তিন ভাগ।। ♥ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ।। চ্যালেঞ্জ।
।।। এবার বল তুই খেপছিস কেন? নাম মিজান, বাহ বাহ। মিজান মানে দাঁড়িপাল্লা। সঠিক মাপ করার যন্ত্র। এখন দেখছি কাজের সাথে।নামের ১ ফোটা মিল নেই। কথায় আছে আদর করে বাঘ নাম রাখলেই বাঘ হয়না। একটু আগে যা বললি নিজেই।