আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন
আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিন।

তো আর কথা না বাড়িয়ে কাজের
কথায় চলে আসি।

আমরা অনেকে জাভা ফোন ইউস করি। কিন্তু বাংলা লিখতে পারিনা।এবার
জাভা ফোনে ইচ্ছামতো বাংলা লিখুন।
আর যেখানে ইচ্ছা Paste করুন সিম্বিয়ান ও এন্ড্রোইড ফোনের মতো।

তাই দেরি না করে ঝটপট নিচ থেকে এপসটি ডাউনলোড করে নিন।


Super Bangla Typing.jar

এবার এপসটি ওপেন করে বাংলা Select
করুন আর লিখুন লিখা শেষ হলে Save To Draft এ ক্লিক করুন।
এবার আপনার
মোবাইলের Draft থেকে লিখাটা কপি
করে যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করুন।

কি মজা তাই না ??মজা নিলে হবে না।
ভালো লাগলে থেংস দিয়েন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন এবং সব
সময় আমাদের এর সাথেই থাকুন।

7 thoughts on "এবার আপনার Java মোবাইল দিয়ে বাংলা লিখুন আর ইচ্ছেমতো যে কোন জায়গায় Paste করুন।"

  1. Pankaj Contributor says:
    faltu app. Kaj kore na.
    1. Kazi Easin Arafat Contributor says:
      kaj koreto
  2. Pankaj Contributor says:
    install e hocce na. Kaj korbe kemne?
  3. ROMEORASEL.TK Contributor says:
    vaia help me plz…

    আমার একটা nokia x2 (java)ফোনে Internet connection দিতে পারছিনা।
    opera mini or onno kono browser এ গেলে নিচের এই লেখাটি বের হয়।
    “Unable to connect to the Internet. please check your settings.”
    আমি সব setting দোখেছি সবকিছু ঠিক আছে।
    তারপরেও বুঝতে পারছিনা কি করলে ঠিক হবে।
    আগে তো সব ঠিক ছিল কিন্তু মোবাইল restore দেওয়ার পর থেকে এই রকম হয়েছে।

    এখন আমি কিভাবে Internet use করবো?

    help me plz…

  4. Kawsar1 Contributor says:
    @ROMEORASEL
    না দেখে বলা মুশকিল | Settings এ Proxy:খালি
    Port:0 দিন | Settings যদি সব ঠিক থাকে *500*1# ডায়াল করে ফোন রিস্টার্ট দিয়ে দেখতে পারেন |
  5. Sadib Contributor says:
    symbian e hobe?jad file chole.

Leave a Reply