আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।ভালো আছেন বলেই
ট্রিকবিডি ভিজিট করছেন।আমিও আল্লাহর রহমতে ভালোইআছি।

আর ভালো না থাকলেও আজকের পোষ্টটা দেখে জাভা ইউজারদের মন ভালো হয়ে যাবে।কারণ আমি আজকে জাভা ইউজারদের জন্য একটা খুবই সুন্দর
পোষ্ট লিখছি।

এটা অনেকটা
রিকুয়েষ্ট পোষ্ট।
কারণ আপনারা
যারা
অপেরামিনি 4.21
মোড ব্যবহার
করেন,তাদের
প্রায়ই পোষ্ট বড়
করে লেখার সময়
একাই অপেরামিনি
অফ হয়ে যায় বা
অপেরামিনি
থেকে বের হয়ে
আসেন।আজকে এর
সমাধান এবং
অপেরামিনি 4.21
মোড এর স্ক্রিন
কিভাবে
পাল্টাবেন তা
শিখাবো।

প্রথমেই

অপেরামিনি অফ
হয়ে যায় এর
সমাধান দিছি।
আপনারা যারা
ট্রিকবিডিতে
অপেরামিনি 4.21
মোড দিয়ে বড়
পোষ্ট লিখতে চান
তারা প্রথম
trickbd.com
এখান
যান অথবা উপরে
যে add new post
আছে ঐটায় ক্লিক
করুন।

এরপর
সেই পেইজটা save
করে দিন।এরপর
অপেরামিনি
থেকে বের হন।
তারপর save পেইজে
গিয়ে লেখা শুরু
করে দিন।মানে
ডাটা অফ করে
লিখবেন।এরপর
লেখা শেষা হলে
submit দিয়ে ডাটা
অন করবেন।

এখন চলে যাই দুই
নম্বর টিপসে……
যাদের অপেরমিনি

৪.২১ মোড নাই
তারা এইখান
থেকে ডাউনলোড
করে নিন।
download now

আমরা আজকের পোষ্টে অপেরমিনি 4.21 মোড এর স্ক্রিন নিচের মতো তৈরি করবো।


১.এর জন্য আপনাকে প্রথমে অপেরা মিনি ওপেন করতে হবে….এরপর নিচের মতো menu লেখায় ক্লিক করতে হবে…


এরপর 5 নাম্বারে tools এই লেখায় ক্লিক করতে হবে। এরপর 3 নাম্বারে Settings লেখায় ক্লিক করতে হবে।

এরপর 4নাম্বারে General লেখায় ক্লিক করতে হবে।

এরপর নিচের দিকে Fullscreen View লেখায় টিক চিহ্ন দিয়ে দিবেন।এরপর আবার একটু উপর দিকে যান… দেখবেন Above and Below নামে দুইটা অপশন আছে।আর সেখানে দুইটাতে 0 0 আছে।প্রথমটাতে মানে Above এ 15 and Below তে 10 লিখে দিয়ে save লেখায় ক্লিক করে সেভ করে দিবেন।

ব্যাস কাজ শেষ।এক্ষেত্রে আপনারা অন্য সংখ্যাও লিখতে পারেন।কিন্তু স্ক্রিনে কোনো সমস্য হলে আমি দায়ী না।আমার মতে এটাই করা ভালো।

না পারলে এইবার নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।

পোষ্টে কোনো ভুল হলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন।আর প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন।আজ এখানেই বিদায় নিছি।আবার অন্য কোনো পোষ্ট নিয়ে আপনাদের মাঝে আসবো।





7 thoughts on "[request post]অপেরামিনি 4.21 মোড একাই অফ হওয়ার সমস্যার সমাধান এবং স্ক্রিন বদলানো ট্রিকস।[java user]"

  1. Lipon Islam Author says:
    কি ছিল এটা…?
    জাভা নিয়ে পোষ্ট করার ইচ্ছা চলে যাচ্ছে দিন দিন….
    1. sharif Author Post Creator says:
      ভাই পোষ্ট খারাপ হলে নিশ্চয় পাবলিশ করতো না।আর ভাই অন্য একটা ট্রিকস নিয়ে পোষ্ট করছি।কিন্তু সেটা পাবলিশ করে নি এইটা পাবলিশ করছে।তাহলে আমি কি করবো।
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    এইডা কি ভাই
  3. shagor Contributor says:
    Nice Post
    1. sharif Author Post Creator says:
      Thanks for your comment?

Leave a Reply