আসসালামু আলাইকুম,
আশা করি প্রিয় ট্রিকবিডিবাসি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি।

অনেকদিন পর প্রিয় ট্রিকবিডির জন্য পোষ্ট লেখতে বসলাম।জানি না আপনাদের কেমন লাগবে…?? যদি পোষ্টটি পছন্দ হয় তাহলে অবশ্যই পোষ্টে লাইক ও কমেন্ট করবেন।
আজকের পোষ্টটা মূলত জাভা ইউজারদের জন্য।অনেকদিন ধরেই এই পোষ্ট লেখতে চাইছিলাম, কিন্তু ট্রিকটাতে একটু সিউর হতে বেশী সময় লাগলো।যার কারণে পোষ্ট করতে দেরী হয়ে গেল।যাই হোক আর কথা না বাড়িয়ে মূল পোষ্ট চলে যাই।।

আজকে জাভা ইউজারদের দেখাবো কিভাবে অফলাইনে একাধিক পোষ্ট লেখবেন বা কোনো কিছু লেখে রাখবেন। তবে স্ক্রিনশট বা ফটো যোগ করতে পারবেন না।তাই পোষ্টটা কারো কাছে ভালো নাও লাগতে পারে।

প্রথমেই এর জন্য লাগবে অপেরামিনি মোড 4.20 বা 4.21 . আশা করি সকলের কাছেই আছে।তাই আর লিংক দিলাম না তারপরও যদি না থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিবেন।আর সকলের কাছেই আমার একটা অনুরোধ পোষ্টের শেষে দেওয়া আমার ছোট্ট সাইট থেকে ঘুরে আসবেন।

এখন সকলেই আপনাদের অপরেমিনিতে প্রবেশ করুন।দেখুন নিচের স্ক্রিনশটের মতো আসবে….


এরপর মেনু (menu) থেকে গুগল লেখায় বা আপনি যেখানে গিয়ে লেখেন সেখানে ক্লিক করুন..

যেহেতু এইগুলো স্ক্রিনশট নেওয়া যায় না, তাই দুঃখীত। এরপর মেনুতে ক্লিক করুন ok, copy all, mark, list, templates etc. লেখা থাকবে আপনি Templates লেখায় যান এরপর নিচের মতো আসবে…


এখন Menu থেকে…


New এ যান or New Folder খুলতে পারবেন।এরপর নিচের মতো আসবে…

এখন এখান থেকে title দিন এরপর template লেখে Save করে দিন।ব্যাস কাজ শেষ…

এখন যাদের এরকম Templates আসে না তাদের জন্য এই ট্রিকটি…

প্রথমে Menu থেকে Tools >>> Settings এ যান…


এরপর সেখান থেকে Text এ যান।

এখন নিচের দিকে দেখুন…

Templates লেখা সেখান ক্লিক করুন।দেখুন..

Templates এ থাকা আমার পোষ্টগুলো দেখাচ্ছে।এভাবেই আপনারা অফলাইনে পোষ্ট লেখতে পারবেন।আর কপি আপনার ইচ্ছা মতো পেষ্ট করতে পারবেন।।
তবে যদি কখনো আপনার অপেরামিনিতে সমস্যা হয় বা ইরোর (error) দেখায় তখন Templates এ যাবেন না।তাহলে আপনার কষ্টের পোষ্টগুলো হাওয়া হয়ে যেতে পারে।আজ এখানেই বিদায় নিছি…

আমার ছোট সাইট থেকে সকলেই অবশ্যই অবশ্যই একবার ঘুরে আসুন…

পরিশেষে যে কথা বলতে চাই, মানুষ মাত্রই ভুল।আমিও তার ঊর্ধ্বে নই।তাই পোষ্টে কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সকলকেই আগাম ধন্যবাদ….

অদৃশ্য লেখক ডট কম

আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক আইডি.. অদৃশ্য লেখক












16 thoughts on "[java user must see] জাভা ইউজারা এখন অফলাইনে পোষ্ট লেখে সেভ করে রাখুন। [hot post]"

    1. sharif Author Post Creator says:
      thank you..
    1. sharif Author Post Creator says:
      Apni caile post a deoya link geya amar site a account kholte paren…
  1. Md. Redowan Islam✓ Contributor says:
    ভিজিট করুন – https://proshnobd.xyz
  2. Abdus Salam Author says:
    সবিই বুঝলাম ভাই, কিন্তু জাভা ফোনে এইসব করার কি দরকার? আর জাভা ফোনে একজন মানুষ কত সময়ে একটা আর্টিকেল লিখবে?
  3. যে মানের পোস্ট করেছেন , তার উপরে আবার আপনার সাইট সাইট বলে চিল্লাচ্চেন ।
    1. sharif Author Post Creator says:
      ভাই এই পোষ্ট অনেক জাভা ইউজাররা জানে না।আর এটা তাদের জানা দরকার।এই পোষ্টটা কোথাও নেই।আপনি মনে হয় এন্ড্রোয়েড ফোন তাই এরকম বলছেন।
    1. sharif Author Post Creator says:
      ধন্যবাদ ভাই, আমার সাইটে গিয়ে একাউন্ট খোলার অনুরোধ রইলো।
  4. V3L0X Contributor says:
    Good ❤️
  5. shagor Contributor says:
    Nice Post

Leave a Reply