বিসমিল্লাহির রাহমানি রাহিম
সবাইকে আজকের পবিত্র ঈদুল আযহা এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।অ্যাপ ডেভেলপমেন্ট এর পোষ্ট করার কোনো ইচ্ছাই ছিলো না বিশেষ একটি কারনে।।কিন্তু আমাকে ফেইসবুকে সবাই Request করায় আজকের পর্ব দিলাম।
বি:দ্র:- সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ দিয়ে না পড়লে কিছুই বুঝবেন না।
আমি
নাসির
আছি আপনাদের সাথে।
আজকে Android App Development এর ৩য় পর্বে আপনাদেরকে স্বাগতম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
★★★ কিছু কথা ★★★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি কারো সাথে কম্পিটিশন করে পোষ্ট করতে চাই না। আমার পোষ্ট করার মুল উদ্দেশ্য আপনাদেরকে শিখানো। কিন্তু আমি হয়ত আপনাদেরকে ভালোভাবে বুজাতে পারিনা।
আমার কথা না বুজতে পারলে আমার সাথে
Facebook এ বা পোষ্টের নিচে কমেন্ট করে বলতে পারেন কোথায় বুজেন নি। আমি আমার সাধ্যমত আপনাদেরকে বুজানোর চেষ্টা করব। কিন্তু আমার পোষ্টে কমেন্ট না করে অন্যের পোষ্টে কমেন্ট করে আমার বা অন্য কোনো ট্রেইনারের সমালোচনা করাটা কি ভালো দেখায়???
আমি কাউকে উদ্দেশ্য করে কথা গুলো বলিনি। সো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আশা রাখি।
Mahfuj এর পোষ্টে দেখলাম যে,,”আমি আপনাদেরকে
আমার কোড কপি করে নাকি অ্যাপ বানানো শিখাচ্ছি।” কোড গুলো কপি করানোর জন্য আমার একটি উদ্দেশ্য ছিল। সেইটা হলো যারা html জানেনা তারাও যাতে অ্যাপ তৈরি করতে পারে।
আরে ভাই আমি না হয় কোড কপি করে শিখানোর চেষ্টা করেছি, কিন্তু তুমিও কি কোড কপি ছাড়া শিখাইতে পারবে?? যদি পারতেই তাইলে তো আর zip file দিতে না তাইনা??????… ??
ব্রো তুমি মাইন্ড কইরো না প্লিজ।।
বাট আমি আজকে কোড কপি করা ছাড়াই অ্যাপ তৈরি করা শিখাচ্ছি।। একটু দেখে নাও।
↓↓এখন মুল পোষ্টে আশা যাক↓↓
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার লেখা যেহেতু আপনারা বুজতে পারেন না সেহেতু আজকে আমি বেশি লিখব না শুধু screenshot দিব।তাও আবার একদম simple বিষয় থেকে শুরু করে সব গুলোর ই screenshot দেওয়া হলো। আর screenshot এর ভেতর ই সব লিখা আছে। আপনারা মনোযোগ দিয়ে পইড়েন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১ম এ নিচ থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিন।
★Click here to download★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আশাকরি পোষ্টে কোনো খারাপ কমেন্ট করবেন না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিচের screenshot গুলো অনুসরণ করুন।
আমরা যে অ্যাপ টি ডাউনলোড করলাম সেটি ওপেন করুন।এবং নিচের চিত্রগুলো অনুসরণ করুন।
এখন আর আপনাকে অ্যাপ তৈরি করার জন্য আমার কিংবা অন্যকারো দেওয়া zip file এর প্রয়োজন হইব না। কেননা আমি আপনাকে শিখিয়ে দিলাম যে কিভাবে আপনি নিজেই Zip file তৈরি করবেন?
আপনি চাইলে এই folder এর ভেতর আরোও কিছু file create করে আপনি আপনার নিজের মতো করে সাজাতে পারবেন।
এবং নিজেই অনেক সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন।(অ্যাপ তৈরি করতে Html & css জানতেই হইবো।তা না হলে অন্যের কোড কপি করা ছাড়া উপায় নেই।)
আশাকরি সবাই এই পর্যন্ত কাজ ভালো ভাবেই করতে পেরেছেন। এখন আমরা ১ম এ যে অ্যাপ তৈরি করার পর ব্যাকআপ করে রাখলাম সেটি uninstall দিয়ে দিন।
এখন Zipsigner
app দিয়ে zip file টিকে apk file তৈরি করে ফেলুন।
(এ সম্পর্কে ভালো ধারনা পেতে আমার প্রোফাইল থেকে ২য় পর্বটি দেখে নিন)
তো আর কি? আপনি নিজেই প্রজেক্ট এবং অ্যাপ তৈরি করা শিখে গেলেন। এবার আপনি নিজেই ত সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন।
এবার আপনাদের বন্ধুদেরকে গিয়ে জোড় গলায় বলুন “দেখো আমি নিজেই Android App তৈরি করতে পারি। Nasir bro অ্যাপ তৈরি করা শিখাইছে।”
আজকের পর্ব এখানেই শেষ করলাম।
আজকের পোষ্টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আপনারা যদি চান তবেই পরবর্তী পর্বটি পোষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।
এছাড়াও যেকোন সাহায্য বা সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য বা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
My facebook I’d:-
Mãhbûb Ñãsîr
আশাকরি পরবর্তীতে কমেন্ট করার আগে একটু ভালো করে পোষ্টটি পড়ে ও বুঝে নিবেন। ধন্যবাদ
dekhao
java programming & xml সম্পর্কে জ্ঞান আছে?? তাহলে fb তে আসেন শিখিয়ে দেব।??
post
Post continue koren.
2/3 dinn por pore post koren ken?
পোষ্ট নিয়মিত না করার কারন টা অপরে sshot এ দেখিয়ে দিছি। আশা করি বুজতে পেরেছেন ভাইয়া।
vai next part plizzzz
ওকে ব্রো
ব্রো fb তে আছেন
আর যদি html & css না জানা থাকে তাহলে আমার সাথে fb তে যোগাযোগ করতে পারেন।
আমি কোথায় বলেছি abb builder অ্যাপ টিকে extract করতে হবে???
অনেকেই পারে আবার অনেকেই পারে না। তাই আমি বেসিক লেভেল থেকেই শুরু করেছি। আমি java programming & xml দিয়েও অ্যাপ তৈরি করা শিখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
java programming & xml সম্পর্কে জ্ঞান আছে?? তাহলে fb তে আসেন শিখিয়ে দেব।??
ফেবুতে আসতে বলেছেন ঠিক আছে, শেষে ? এই ইমোজি দিয়ে কি বুঝাইলেন?
কিছু না।। যাষ্ট ফান।
খাইলাম না আপনার পোস্ট!
যান মিয়া!
একদিন এর প্রতিদান দিতে হবে ?
_|_
অহ, ওকে,,, আপনি ভালো পারেন সো আমার পোষ্ট দেখলে আপনার বিরক্ত লাগবে।
আমার পোষ্ট আপনার ভালো না লাগলে পোষ্ট এড়িয়ে যাইয়েন। বাট প্লিজ খারাপ কমেন্ট কইরেন না। মানুষের ভাষায় ই কিন্তু বুঝা যায় যে সে কি রকম মানুষ।
আর আমরা আমারাই ত, তাই এরকম এরকম কমেন্ট না করাটাই উচিত ছিল। ধন্যবাদ।
আমার প্রশ্নের সোজা উত্তর দিলেই হত ঠাট্টা ন। করলেও পারতেন 🙂
এখানে আবার কোথায় অ্যাপ Edit দেখলেন?? আমি ত জাষ্ট প্রজেক্ট (zip file) তৈরি করার সহজ একটি নিয়ম দেখাইলাম।
আপনার হয়তো এই পোষ্টির প্রয়োজন নেই কিন্তু একটু কষ্ট করে ওপরে এবং নিচের অনেকের কমেন্ট একটু দেখুন তাহলেই বুজতে পারবের তাদের কাছে এই পোষ্টটি কতটা গুরুত্বপূর্ণ।
আশাকরি বুজতে পেরেছেন। ধন্যবাদ।
আমার জানামতে ট্রিকবিডির সকলের pc/laptop নেই তাই Android Studio নিয়ে পোষ্ট করব না।
তবে আমরা যখন এডভান্স লেভেলের অ্যাপ তৈরি করব তখন (java programming & xml code) ব্যবহার করব। আর এর জন্য আমি তখন AIDE নিয়েই পোষ্ট করব। কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে।
আমি অ্যাপ ডেভেলপমেন্ট এর কোনো কাজই পারিনা। আপনি কি আমাকে শিখাবেন ভাই প্লিজ???
তা শিখিয়ে দিতাম।
so sorry
যতটুকু জানি ততটুকুই সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি।
নাম: আমার আমি
আমি যারা না পারে তাদের জন্য পোষ্ট করি।
আপনাকে ফেসবুকে রিকো পাঠাইছি কিন্তু এক্সেপ্ট করতেছেন না।
জরুরী দরকার আছে….