বিসমিল্লাহির রাহমানি রাহিম
বি:দ্র:- আমি অসুস্থ থাকায় এবং আমার পরিক্ষা ও বিশেষ কিছু ব্যস্ততার মধ্যে থাকায় এতদিন আপনাদের মাঝে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃক্ষিত। আপনারা তো দেখেছেন ই যে আমি ঈদের দিনও পোষ্ট করেছিলাম।
আমি নাসির আছি আপনাদের সাথে।
আজকে Android Basic App Development এর শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজকে আমি শুধু দেখাবো যে কিভাবে আমরা app এর কন্টেন্টের ভেতর বা বিভিন্ন পেজের মধ্যে image দিব। এক ফাইলের সাথে অন্য ফাইল কিভাবে এড করবো সেগুলো নিয়েই আলোচনা করবো।সাধারণত যারা html পারেন তাদের এই পোষ্ট টি না দেখলেও চলবে তবু দেখতে পারেন।
আজকের পোষ্টি অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে তাই বলে কেউ খারাপ কমেন্ট কইরেন না।কারন আমার কাছে এই সম্পর্কে ফেইসবুকে অনেকেই জানতে চেয়েছে।
যারা গত ২য় পর্বটি দেখেননি তারা এখান থেকে দেখে নিন।
[Hot post] Android App তৈরি করুন আপনার Android phone দিয়েই।যারা পারেন না তারাই দেখুন।(পর্ব–২) {By Nasir}
★★চলুন জেনে নেই কিভাবে App এ CSS এড করবো★★
CSS এড করার জন্য style.css file টি DroidEdit pro দিয়ে ওপেন করুন।(DroidEdit pro+mod version টি আমার প্রোফাইলে থাকা পোস্ট দেখে ডাউনলোড করে নিতে পারেন।)
তারপর আপনার লেখা css code অথবা আপনার website এ থাকা css code এড করে নিতে পারবেন।
★★চলুন জেনে নেই কিভাবে App এ image এড করবো★★
image এড করার জন্য আপনাকে www folder এর ভেতরে থাকা image folder এ image এড করতে হবে।
এর পর যেখানে image টি সো করাতে চান সেখানে গিয়ে
★★চলুন জেনে নেই কিভাবে App এ থাকা এক ফাইল এর সাথে এড করবো★★
সাধারণ ভাবে আমরা html এর মাধ্যমে যেভাবে এক ফাইলের সাথে অন্য ফাইল লিংক করি ঠিক অই ভাবেই কাজ করতে হবে।
তো আর কি? আপনি নিজেই ত এখন থেকে সুন্দর সুন্দর book app তৈরি করতে পারবেন তাইনা??
আজকের পর্ব এখানেই শেষ করলাম।
আজকের পোষ্টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।আপনারা যদি চান তবেই পরবর্তীতে এডভান্স Android App Development এর পোষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।
এছাড়াও যেকোন সাহায্য বা সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য বা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
My facebook I’d:-
Mãhbûb Ñãsîr
ei name ta change korbo kivabe